যে ৫ টি লক্ষ্মণ দেখে বুঝবেন আপনার SSD খারাপের দিকে যাচ্ছে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

আমাদের কম্পিউটারের স্বাভাবিক ভাবে গুরুত্বপূর্ণ ফাইল থাকে। হঠাৎ করে স্টোরেজ নষ্ট হয়ে গেলে পড়তে পারেন বিপাকে। আপনি যদি SSD ব্যবহার করেন তাহলে এমনটা হবে না, এটা ভুল। SSD ও যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তবে একেবারে কাজ করা বন্ধ করার আগে অবশ্য কিছু ইঙ্গিত পাবেন। কীভাবে বুঝবেন আপনার SSD তে সমস্যা হচ্ছে? মূলত এই বিষয়টি নিয়েই আজকের টিউন।

Solid State Drives বা SSD গতানুগতিক হার্ড ডিস্কের চেয়ে অনেক দ্রুত, স্ট্যাবল, কম শক্তি ব্যয় করে তবে এটি ত্রুটিহীন নয়। সাধারণ ভাবে SSD সাত থেকে দশ বছর ভাল কাজ করতে পারে। তবে কখনো এর আগেও সমস্যা দেখা দিতে পারে।

কীভাবে SSD তে সমস্যা দেখা দিতে পারে

HDD তে যেসব কারণে সমস্যা দেখা যায় সাধারণ ভাবে SSD তে সেই সমস্যা দেখা যায় না। এখানে HDD এর মতো ফিজিক্যাল মুভিং প্ল্যাটার থাকে না। SSD তে ম্যাকানিকাল ফেইলর না থাকলেও কম্পোনেন্ট গত ফেইলর হতে পারে।

SSD কাজ করার জন্য ক্যাপাসিটর এবং পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হয়। পাওয়ার সাপ্লাইগত সমস্যায় SSD নষ্ট হয়ে যেতে পারে৷ এমনকি পুরোপুরি নষ্ট না হয়ে ভেতরের ডেটা গুলো নষ্ট হতে পারে।

SSD তে সমস্যা হবার আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে এর Read/Write সাইকেলের সীমাবদ্ধতা। এই ইস্যুটি প্রায় সব ধরনের ফ্ল্যাশ মেমোরিতেই থাকে। আর এই সব বিষয় জানার পর একটি প্রশ্ন আপনার মাথায় ঘুরতেই পারে। একটি SSD কত বছর টিকবে?

SSD তে যেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা সেহেতু আপনি নিশ্চিন্তে অনেক দিন এগুলো ব্যবহার করতে পারেন। গবেষণা বলছে SSD ফেইলের ঘটনা অনেক বেশি কমন না। আর Read, write সাইকেলের সমস্যা হলেও Read করা যায়, কখনো Write এ সমস্যা হয়। সুতরাং সমস্যা হয়েই গেলে ডাটা রিকোভার করে ফেলতে পারবেন।

কীভাবে SSD এর হেলদ চেক করবেন?

HDD তে সমস্যা হলে আমরা এর ঘূর্ণন সাউন্ড বা অস্বাভাবিকতা থেকে বুঝতে পারি কিন্তু SSD তে কোন মুভিং অবজেক্ট না থাকায় সেটা এভাবে বুঝার উপায় নেই। সুতরাং SSD সমস্যা বুঝার কার্যকর উপায় হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা।

উইন্ডোজের জন্য ব্যবহার করতে পারেন  CrystalDiskInfo

macOS এর জন্য ব্যবহার করতে পারেন Smart Reporter Lite

লিনাক্সের জন্য ব্যবয়াহ্র করতে পারেন Hard Disk Sentinel

SSD এর সমস্যা বুঝতে পারা একটু কঠিন তবে কিছু ইঙ্গিতের মাধ্যমে আপনি সেটা বুঝতে পারেন, যেমন বিভিন্ন Error এবং ক্রাশ ইত্যাদি।

১. Bad Block ইস্যু

HDD এর মত SSD তেই Bad Block ইস্যু থাকে। SSD তে Bad Block ইস্যু হয় যখন কম্পিউটার কোন কিছু Read অথবা Write করতে চায় কিন্তু সেখানে অনেক টাইম লাগে। দীর্ঘ সময় লাগার কারণে এই প্রক্রিয়াটি ব্যর্থ হয় এবং ড্রাইভার Error মেসেজ দেয়।

Bad Block এরর এর ইঙ্গিত গুলো,

  • হার্ড ড্রাইভে ফাইল Read অথবা Write করতে পারে না
  • পিসি সিস্টেম রিপিয়ারের প্রয়োজন পরে
  • একটিভ অ্যাপ গুলো প্রায়ই ফ্রিজ হয়ে যায় এবং ক্রাশ করে
  • ফাইল মুভ করতে প্রায়ই এরর আসে
    বড় ফাইল এক্সেস করতে স্লো কাজ করে বিশেষ করে বড় ফাইল এক্সসের সময়
  • র‍্যান্ডমলি ক্রাশ করা

এই লক্ষ্মণ গুলো দেখা দিলে ড্রাইভ মনিটরিং সফটওয়্যার রান করুন এবং SSD এর হেলদ চেক করুন। আর ফাইল ব্যাকআপ থাকলে নতুন SSD কিনে নিন। ব্যাকআপ এর জন্য ক্লাউড অথবা এক্সটারনাল ড্রাইভ ব্যবহার করতে পারেন।

২. ফাইল Read এবং Write করতে না পারা

Bad Block দুই ভাবে আপনার ডাটাকে প্রভাবিত করতে পারে। প্রথমত ডাটা Write করার সময় সিস্টেম Bad Block ডিটেক্ট করতে পারে এবং ড্রাইভ ডাটা Write করা বাতিল করতে পারে। দ্বিতীয়ত Write এর পর Read করার সময় Bad Block ডিটেক্ট হয়ে Read বাতিল হতে পারে।

প্রথম ঘটনায় ডাটা ড্রাইভে Write হবে না এবং ফাইল Corrupt হবে না। সিস্টেম অটোমেটিক এটা সমাধান করার চেষ্টা করবে। যদি না হয় তাহলে অন্য লোকেশনে ফাইল সেভ করতে পারেন, ক্লাউডে রাখতে পারেন, পিসি রিস্টার্ট করে আবার চেষ্টা করতে পারেন।

দ্বিতীয় ঘটনায় ফাইল রিকোভার করা বেশ কঠিন। কিছু মেথড এপ্লাই করে SSD এর ডেটা রিকোভার করা যায়। তবে এ ক্ষেত্রে আশা কম করাই ভাল কারণ SSD এর ব্লক নষ্ট হওয়া মানে এই ডাটা গুলো চিরতরে হারিয়ে যাওয়া।

৩. File System Needs Repair সমস্যা

উইন্ডোজের হার্ড বুট রিকোভারি স্ক্রিনে আপনি এই ধরনের এরর মেসেজ দেখতে পারেন। macOS এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। এই ধরনের সমস্যা হয় তখন যখন আপনি সঠিক ভাবে পিসি বন্ধ করবেন না। এটি SSD এরর এর কারণ। তাছাড়া SSD হেলদ মনিটরিং অ্যাপ গুলো এমন ভুল Unsafe Shutdowns মেট্রিক্স হিসেবে ধরে।

এই এরর মেসেজ গুলো আপনাকে কোন সমাধান দেবে না এগুলো ইঙ্গিত দেয় যে আপনার SSD খারাপের দিকে যাচ্ছে। আবার এই এরর এর আরেকটি কারণ হতে পারে কানেক্টর পোর্টে সমস্যা থাকলে।

সৌভাগ্যক্রমে এই এরর গুলোর সমাধান Windows, macOS, এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে বিল্ডইন অবস্থায় থাকে। সব OS ই এটা রিপিয়ার করার Prompt দেখাবে। প্রয়োজনীয় ধাপ ফলো করলে মিলতে পারে সমাধান। এক্ষেত্রে কিছু ফাইল চিরতরে নষ্ট হতে যা রিকোভার কষ্টসাধ্য বা অযোগ্য।

৪. বুটের সময় ক্রাশ

যদি বুটের সময় আপনার পিসি ক্রাশ করে এবং রিসেট বোটমে ক্লিক করলে ঠিক মত কাজ করে তাহলে বুঝতে হবে SSD তে ঝামেলা আছে। এটা Bad Block এর ইঙ্গিত দেয়। এই অবস্থায় গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ এর ব্যবস্থা করুন।

চেক করার জন্য ডায়াগনোসিস টুল ডাউনলোড করে চেক করতে পারেন অথবা ফাইল ব্যাক আপ করে, SSD ফরমেট দিয়ে নতুন করে OS ইন্সটল করতে পারেন।

৫. ড্রাইভ Read only হয়ে যাওয়া

এমনটি সচরাচর হতে দেখা যায় না। এমন সমস্যা হলে SSD, নতুন কোন কিছু লেখা যায় না। তবে আগের ডাটা দেখা যায়। এক্ষেত্রে SSD ডেড হয়ে গেলেও ডাটা রিকোভার করা যায়। যেহেতু Read করা যাবে সেহেতু আপনি ডাটা অন্য ড্রাইভে কপি করতে পারবেন।

আপনার SSD দিয়ে সিস্টেম বুট না হলে, সেটা ফেলে না দিয়ে অন্য পিসিতে এক্সটারনাল ড্রাইভ হিসেবে লাগিয়ে দেখুন কাজ করে কিনা।

আপনার কাছে যদি অন্য পিসি না থাকে তাহলে USB তে Linux Live Distro ইন্সটল করে পিসি বুট করতে পারেন। অসংখ্য Linux Distro আছে যা USB থেকে বুট করা যায়। এটি ব্যবহারের ফলে আপনার SSD বুট না হলে বা Read only হয়ে গেলেও এতে এক্সেস নিতে পারবেন।

কীভাবে SSD দীর্ঘমেয়াদী ভাল রাখবেন?

একটি SSD ৫ বছর ভাল ভাবে চলার কথা। তবে আপনি কিছু বিষয় মেনে চললে দীর্ঘ সময় SSD কে ভাল রাখতে পারবেন।

  • পিসি যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে নজর দিন। কুলিং সিস্টেম সঠিক ভাবে মেইনটেইন করুন।
  • বিদ্যুৎ বিভ্রাট এবং বৈদ্যুতিক ওঠানামা এড়িয়ে চলুন
  • Bad Block থেকে ডাটা সরাতে অতিরিক্ত জায়গায় খালি রাখুন

শেষ কথা

আশা করছি SSD সম্পর্কে একটি ভাল ধারণা আপনি পেয়েছেন৷ নতুন SSD কেনার সময় M.2 SSD কিনতে পারেন। এগুলো স্ট্যান্ডার্ড mSATA থেকে ফাস্ট। আর SSD যেকোনো সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব অন্য ড্রাইভে ডাটা স্থানান্তর করে ফেলুন।

তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 607 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস