ChatGPT ব্যবহার করে সোস্যাল মিডিয়ায় জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরি করার সঠিক গাইডলাইন

Level 4
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

ChatGPT বর্তমানে সোস্যাল মিডিয়া রাইটার দের জন্য একটি গুরুত্বপূর্ণ এআই টুল। ChatGPT ব্যবহার করে আপনি আপনার ব্যবসায়িক বা ব্যক্তিগত সোস্যাল মিডিয়া সাইটের জন্য খুব সহজেই কনটেন্ট লিখে নিতে পারবেন৷ একদম কম সময়ে কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট পাওয়ার জন্য আপনার ChatGPT ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে জানতে হবে।

একজন সোস্যাল মিডিয়া রাইটার হিসেবে আপনাকে প্রতিদিন অনেক দায়িত্ব পালন করতে হয়। যেমন আইডিয়া সংগ্রহ করা, নির্দিষ্ট সংখ্যক কনটেন্ট এর বিষয়বস্তু নির্ধারণ করা এবং সেই অনুযায়ী আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা। এতো এতো কাজ একার পক্ষে করা আসলেই সহজ বিষয় না। এই কর্মব্যস্ত ডেইলি রুটিনে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসতে পারে ChatGPT।

তবে অনেকেই হয়তো ChatGPT কীভাবে ব্যবহার করতে হয় তা জানেন না। তাই ChatGPT ব্যবহার করার সঠিক নিয়ম শিখে নিন। যাতে করে খুব সহজেই আনলিমিটেড ইউনিক ও আকর্ষণীয় কনটেন্ট লিখিয়ে নিতে পারেন।

ChatGPT কী?

ChatGPT এর সংজ্ঞা

আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান এর একটি অভিনব আবিষ্কার ChatGPT। এটি মূলত একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যার মাধ্যমে আপনি যে কোনো কনটেন্ট টেক্সট আকারে লিখিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনার নির্দেশনা অনুযায়ী যে কোনো বিষয়ে কনটেন্ট লিখে দিতে পারবে এই ওপেন এআই। টেক দুনিয়ায় অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই টুল টি।

চাইলে আপনি ChatGPT কে দিয়ে কবিতা লিখিয়ে নিতে পারবেন, গল্প লিখিয়ে নিতে পারবেন। পরিক্ষার প্রশ্নের উত্তর বের করতে পারবেন। মোটকথা যে কোনো প্রশ্নের উত্তর সাথে সাথে পেয়ে যাবেন ChatGPT থেকে। আর এটা সকলের জন্যই উন্মুক্ত বলে ChatGPT এর অফিসিয়াল সাইটে গিয়ে সরাসরি যে কেউ এটি ব্যবহার করতে পারবে। তাই ওপেন এআই এর দুনিয়ায় আপনার প্রবেশ নিশ্চিত করুন এখনই।

ChatGPT

অফিসিয়াল ওয়েবসাইট @ ChatGPT

ChatGPT ব্যবহারের সকল কৌশল সম্পর্কে এবার জেনে নেয়া যাক।

১. কনটেন্ট এর জন্য একটি বিষয়বস্তু প্রদান করুন

কনটেন্ট এর জন্য একটি বিষয়বস্তু প্রদান করুন

ChatGPT ওয়েবসাইটে প্রবেশ করলে একটি অপশন দেখতে পাবেন যেখানে আপনাকে মূল বিষয়বস্তু সম্পর্কে টাইটেল দিয়ে ইনপুট করতে হবে। অর্থাৎ আপনি কোন বিষয়ে লেখা চাচ্ছেন, লেখার ধরন কেমন হবে, লেখার স্ট্রাকচার কেমন হবে তার সবকিছুর জন্য নির্দেশনা প্রদান করতে হবে। এমন ভাবে নির্দেশনা প্রদান করতে হবে যাতে সর্বোচ্চ মানের একটি কনটেন্ট আপনি আউটপুট হিসেবে পান। এজন্য বিষয়বস্তু প্রদানের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট কৌশলী ও বুদ্ধিমান হতে হবে।

আপনার লেখার মূল উদ্যেশ্য সম্পর্কে যতো স্পষ্ট ধারনা বা নির্দেশনা দিতে পারবেন ChatGPT ততোটাই মানসম্মত কনটেন্ট আউটপুট করতে পারবে। তাই সহজ ভাষায় ChatGPT কে নির্দেশনা দিন। আপনার যদি কোনো বিশেষ নির্দেশনা বা উদ্যেশ্য থাকে তা-ও সরাসরি ChatGPT কে পরিষ্কার ভাবে বলতে হবে। ধারাবাহিক ভাবে প্রতিটি বিষয় উল্লেখ করে সব শেষে ইনপুট করতে হবে।

এখানে একটি গ্রাফিক্স ডিজাইন এজেন্সির সোস্যাল মিডিয়া সাইটের জন্য লেখা তৈরি করার স্যাম্পল ইন্সট্রাকশন উল্লেখ করা হলো। এটি ভালোভাবে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ChatGPT কে ইন্সট্রাকশন দিতে হবে। মনে রাখবেন, যে কোনো ভাষার আউটপুট পাওয়ার জন্য আপনাকে ইংরেজিতেই ইনপুট দিতে হবে। অন্য কোনো ভাষায় ইন্সট্রাকশন দিলে তা গ্রহনযোগ্য হবে না। শুধু ইন্সট্রাকশন এর শেষে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কোনো ভাষায় কনটেন্ট চাচ্ছেন।

এখানে একটি এক সপ্তাহের ক্যালেন্ডার ভিত্তিক সোস্যাল মিডিয়া কনটেন্ট তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। চলুন এবার স্যাম্পল ইন্সট্রাকশন টি দেখে নেয়া যাক।

Client [X] runs a design agency. They offer graphic design services for a subscription. The challenge is that only a few subscribers are requesting their services. Client [X] wants to remind their subscribers that they can utilize their subscription for design services.

Strategy : Offer free social media templates with different themes to remind subscribers to avail of their services.

Brand Voice : casual, conversational, simple

Platforms : Instagram and Facebook

Given this scenario, I will ask you to create the following:

  1.  Different themes for the social media templates
  2.  One-week content calendar
  3.  Corresponding social media captions for the content calendar.

ChatGPT এর আউটপুট

দুই মিনিটেরও কম সময়ের মধ্যে ChatGPT নির্দেশনা অনুযায়ী আইডিয়া জেনারেট করে একটি চমৎকার আউটপুট নিয়ে এসেছে।

২. ChatGPT এর ফলাফল আপনার মূল উদ্যেশ্য অনুযায়ী পরিমার্জিত করুন

ChatGPT এর ফলাফল আপনার মূল উদ্যেশ্য অনুযায়ী পরিমার্জিত করুন

ChatGPT এর ওপর চোখ বন্ধ করে পুরোপুরি নির্ভরশীল হলে আপনি সবথেকে বড় ভুলটি করবেন। কেননা ChatGPT এর তথ্য সব সময় সঠিক হয় না। আবার আপনার সোস্যাল মিডিয়া কনটেন্ট এর মূল উদ্যেশ্য সব সময় ChatGPT সরাসরি আউটপুটে নিয়ে আসে না। তাই আপনি একজন স্পেশালিস্ট কনটেন্ট রাইটার এর মাধ্যমে অথবা নিজে ChatGPT এর লেখাটি পরিমার্জিত করে নিজের সোস্যাল মিডিয়া সাইটের জন্য উপযুক্ত করে নিন। কেননা ChatGPT ব্যবহার করে লেখা কনটেন্ট পুরোপুরি পারফেক্ট হয় না।

মূল কনটেন্ট এর মধ্যে যে গ্যাপ থাকবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। একটি ইউনিক কনটেন্টে পরিনত করার জন্য পুনরায় এটিকে এডিট করতে হবে। সেই সাথে কনটেন্ট এর মধ্যে নিজের প্রোডাক্ট বা সেবা ক্রয় করার জন্য আহ্বান জানাতে কনটেন্ট এর লেখায় কিছুটা পরিবর্তন আনতে হবে।

উদাহরণস্বরূপ বলা যায়, চতুর্থ দিনের ক্যালেন্ডারে ChatGPT এর আইডিয়া ছিল কিছু মোটিভেশনাল উদ্ধৃতি ব্যবহার করে ক্লায়েন্ট আকর্ষণ করা। তো এখানে আপনি যে কোনো একজন নির্দিষ্ট গ্রাফিক্স ডিজাইনার এর নাম উল্লেখ করে দিতে পারেন। সেই সাথে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার মূল উদ্যেশ্য আরও কিছুটা স্পষ্ট করে দিতে পারেন।

ChatGPT এর আউটপুট

চতুর্থ দিনের কনটেন্ট এর জন্য ChatGPT এর মূল ক্যাপশন ছিল: "Start your week with a burst of motivation! Your subscription is your canvas for inspiration. 💪 #MotivationalMonday #DesignInspiration"

কিন্তু আপনি আপনার মূল উদ্যেশ্য উল্লেখ করতে এই লেখাটিকে কিছুটা পরিবর্তন করে এভাবে লিখতে পারেন: "Start your work with a burst of motivation! Your subscription with Mr. Mahbub is your canvas for inspiration. 💪 (এখানে আপনার প্রোডাক্ট বা সেবার লিংক উল্লেখ করবেন) #DesignWithUs #DesignInspiration"

এর ফলে আপনি আপনার সোস্যাল মিডিয়া টিউন এর মূল উদ্যেশ্য সম্পর্কে টার্গেট অডিয়েন্স কে সরাসরি সঠিক ধারনা প্রদান করতে পারবেন।

৩. প্রথম ফলাফলকে পুরোপুরি প্রাধান্য দেবেন না

প্রথম ফলাফলকে প্রাধান্য না দেয়া

একটি ইন্সট্রাকশন দেয়ার পরে প্রথম যে ফলাফল পাওয়া যায় সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন না। চেষ্টা চালিয়ে যেতে থাকবেন যে কীভাবে আপনার কনটেন্ট টিকে আরও একটু আকর্ষনীয় করে তোলা যায়। আপনি ChatGPT এর সাথে ধারাবাহিক ভাবে কথোপকথন চালিয়ে যেতে থাকবেন। আপনার সৃজনশীলতা কাজে লাগিয়ে আরও ইউনিক কনটেন্ট আউটপুট হিসেবে নিয়ে আসার চেষ্টা করবেন। বার বার প্রশ্ন করলে এবং কিছুটা পরিবর্তন করে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ইন্সট্রাকশন দিলে ChatGPT আপনার মূল উদ্যেশ্য আর-ও ভালোভাবে বুঝতে পারবে।

আপনি চাইলে পুরো ফলাফলটি আবার রিফ্রেশ করে নিতে পারেন। কয়েকবার রিফ্রেশ করে যে কনটেন্ট টি আপনার কাছে গ্রহনযোগ্য বলে মনে হবে ঐ কনটেন্ট বাছাই করে নিতে পারবেন৷ আবার আপনি যদি প্রাথমিক নির্দেশনায় কোনো কিছু যুক্ত করতে ভুলে যান তা আবার পরবর্তীতে যুক্ত করে নিতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবেই ChatGPT কে কাজে লাগাতে পারবেন।

উদাহরণস্বরূপ আপনি প্রথম নির্দেশনা দিয়ে উত্তর খুঁজে পাওয়ার পরে মনে মনে ভাবলেন যে লেখাটি একটু মজাদার হলে ভালো হয়। অর্থাৎ ক্যাপশন গুলো একটু হাস্যরসাত্মক ও বিনোদন মূলক করতে চাচ্ছেন। তো সেজন্য আপনি ইন্সট্রাকশনে এই বিষয়টি এড করে দিলেই হবে। তখন পুরো লেখাটি একটু ইন্টারেস্টিং হয়ে যাবে। আমি আমার ইন্সট্রাকশনে এই বিষয়টি অর্ন্তভুক্ত করেছি এবং তার ফলাফল স্ক্রিনশটে দেখে নিন।

ChatGPT এর আউটপুট

ChatGPT আপনার ব্যক্তিগত এসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তবে এজন্য ChatGPT এর সাথে আপনার একটি চমৎকার কমিউনিকেশন তৈরি করতে হবে। আপনার নিয়মিত কাজের পার্টনার হিসেবে ব্যবহার করতে পারলে ব্যস্ত সময়ে আপনি অনেকটা স্বস্তির সাথে কাজ করতে পারবেন।

৪. শতভাগ সঠিক নির্দেশনা প্রদান করুন

শতভাগ সঠিক নির্দেশনা প্রদান করুন

ChatGPT এর সাথে কাজ করার সময় আপনাকে শতভাগ সঠিক নির্দেশনা দিতে হবে। মনে রাখবেন ChatGPT একটি রোবট। এটিকে আপনি যেভাবে নির্দেশনা দিবেন এটি সেভাবেই কাজ করবে। আপনি ভুল করলে ChatGPT তো ভুল করবেই। আবার নির্দেশনা দেয়ার সময় কোনো একটি দিক বাদ পড়লে কনটেন্ট এর ফলাফল ভালো আসবে না। তাই স্পেসিফিক নির্দেশনা প্রদানের বিষয়ে শতভাগ নিশ্চিত থাকতে হবে।

প্রথম নির্দেশনার আউটপুট

উপরের উদাহরনে এখন অন্য একটি ফলাফল দেখতে পাচ্ছেন। কোননা নির্দেশনায় কিছুটা পরিবর্তন করার পরে এই ফলাফলটি প্রদর্শন করা হয়েছে। নির্দেশনার সাথে ব্রান্ড গাইডলাইন ব্যবহার করে এখানে লেখায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নির্দেশনা পরিবর্তন করার জন্য এই লেখাটি ব্যবহার করা হয়েছিল: "Revise the captions by considering the following brand guidelines (এখানে আপনার ব্রান্ড গাইডলাইন লিখবেন)। "

ব্রান্ড ভয়েস যোগ করে পুনরায় ইন্সট্রাকশন দেয়া হলে লেখাটি নির্দিষ্ট ব্রান্ডের সাথে পুরোপুরি মানানসই হবে এবং সোস্যাল মিডিয়ায় একটি দারুন ইমেজ তৈরি করতে পারবে। তাই ChatGPT ব্যবহার করে লেখার সময় অবশ্যই স্পষ্ট ও নির্ভুল নির্দেশনা প্রদান করুন। নিশ্চিত হয়ে নিন যে আপনার নির্দেশনায় কোনো বিষয় বাদ পড়েনি। নির্দেশনা পূর্নাঙ্গ হলে তবেই তো একটি পূর্নাঙ্গ কনটেন্ট পাওয়া যাবে।

৫. আলাদা আলাদা নির্দেশনা দিয়ে বার বার এক্সপেরিমেন্ট করুন

আলাদা আলাদা নির্দেশনা দিয়ে বার বার এক্সপেরিমেন্ট করুন

একটি ভালো ফলাফল পাওয়ার জন্য বেশ কয়েকবার ChatGPT কে আলাদ আলাদা নির্দেশনা প্রদান করুন। প্রতিবার আপনার কনটেন্ট এ ভিন্নতা দেখতে পাবেন। এর মধ্যে থেকে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট টি বাছাই করে নিতে পারবেন৷ পাশাপাশি ChatGPT কে নির্দেশনা প্রদানের বিষয়টি আপনি আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তাই একই বিষয়ের ওপরে কয়েকবার বিভিন্ন স্টাইলে নির্দেশনা প্রদান করতে থাকুন।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে “Give me fresh ideas for my Facebook posts on graphic design” এই নির্দেশনাটির থেকে “Give me fresh ideas for my Facebook posts on graphic design. What details do you need from me so you can come up with the best results?” এই নির্দেশনাটি একদম আলাদা ফলাফল নিয়ে আসবে

প্রথম নির্দেশনাটি আপনাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করার জন্য গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত সাধারণ ধারনা প্রদান করবে৷ আপনি যদি নিজেই একটি কনটেন্ট লিখতে চান সেক্ষেত্রে এটি আপনাকে ধারনা নিতে অনেকটা সাহায্য করবে। এই আউটপুট ব্যবহার করে আপনার কনটেন্ট এর সূচনা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবেন।

প্রথম নির্দেশনার আউটপুট

অন্যদিকে দ্বিতীয় নির্দেশনাটি আপনাকে গ্রাফিকস ডিজাইন কনটেন্ট সম্পর্কে আইডিয়া দেয়ার সাথে সাথে বিষয়টি একটু গভীর ভাবে বিশ্লেষণ করতে সহায়তা করবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো নির্দেশনা ব্যবহার করে কনটেন্ট লিখিয়ে নিতে পারবেন। প্রতিটি কনটেন্ট-ই আসলে গুরুত্বপূর্ণ তবে এটা নির্ভর করবে আপনার প্রয়োজনের ওপর।

দ্বিতীয় নির্দেশনার আউটপুট

৬. সোস্যাল মিডিয়া কনটেন্ট তৈরির জন্য একটি নির্দেশনা ব্যাংক তৈরি করুন

সোস্যাল মিডিয়া কনটেন্ট তৈরির জন্য একটি নির্দেশনা ব্যাংক তৈরি করুন

ChatGPT ব্যবহারের জন্য আপনি একটি নির্দেশনা ব্যাংক তৈরি করে রাখতে পারেন। কেননা দৈনন্দিন জীবনের ব্যস্ত সময়ে যখন আপনি ChatGPT ব্যবহার করতে যাবেন তখন নির্দেশনা তৈরি করে একটি কনটেন্ট লিখিয়ে নেয়াটাও সময়সাপেক্ষ বিষয় হয়ে উঠবে। তাই আপনার প্রয়োজনীয় বিষয়বস্তুর নির্দেশনা যদি একটি তালিকা আকারে থাকে তাহলে আপনার কাজ করতে আরও বেশি সুবিধা হবে।

এখানে কয়েকটি নমুনা নির্দেশনার তালিকা দেয়া হলো। চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী এই নমুনা নির্দেশনা ব্যবহার করে ChatGPT দিয়ে কনটেন্ট লিখিয়ে নিতে পারবেন।

সোস্যাল মিডিয়ায় নির্দিষ্ট সময়ের ক্যালেন্ডার কনটেন্ট তৈরির জন্য নির্দেশনা

  • “Plan a (আপনি কত সময়ের মধ্যে কতটি কনটেন্ট চান তার সংখ্যা এখানে লিখবেন) content calendar around (কনটেন্ট এর বিষয়বস্তু এখানে লিখবেন) for our (ব্যবসা বা সেবার ধরন লিখবেন) business.”
  • “Create (কয়টি কনটেন্ট চান তার সংখ্যা লিখবেন) posts for (শীঘ্রই আগত কোনো উৎসব এর নাম)। "
  • “Draft (কনটেন্ট এর সংখ্যা লিখবেন) posts for our (পণ্য বা সেবার নাম লিখবেন) launch.”
  • “Brainstorm (কনটেন্ট এর সংখ্যা লিখবেন) ideas for our (কোন সাইটে কনটেন্ট পাবলিশ করতে চান সেই প্লাটফর্ম এর নাম) posts on (কনটেন্ট এর বিষয়বস্তু)”

সোস্যাল মিডিয়ার ক্যাপশন তৈরি করার জন্য নির্দেশনা

  • “Brainstorm (কতটি ক্যাপশন চান তার সংখ্যা ও কোয়ালিটি উল্লেখ করুন) captions for selling (পণ্য বা সেবার নাম লিখুন)”
  • “Describe how our (পণ্য বা সেবার নাম লিখুন) solves (সমস্যার নাম লিখুন)”
  • “Write a humorous caption promoting (পণ্য বা সেবার নাম লিখুন)"

নতুন নতুন কনটেন্ট আইডিয়া পেতে নির্দেশনা

  • "Generate content ideas that align with our brand values: (আপনার প্রতিষ্ঠানের ব্রান্ডের মান বা ধরন উল্লেখ করুন)"
  • “Create content around (প্রতিষ্ঠানের চলমান ট্রেন্ড বা খবরের শিরোনাম যোগ করুন)"
  • “Explore evergreen content topics in our niche.”
  • “Brainstorm engaging content for the following customer testimonials: (কাস্টমার রিভিউ বা প্রশংসাপত্র যোগ করুন)"

কোনো তথ্য পুনরায় সাজানোর জন্য নির্দেশনা

আপনার কোনো তথ্য একটি ফরমেটে আছে কিন্তু আপনি চাইছেন এটি অন্য একটি ফরমেটে নিয়ে আসতে। এই কাজটি আপনি ChatGPT এর সাহায্যে করতে পারবেন। এক্ষেত্রে নিচের নির্দেশনা গুলো ব্যবহার করতে পারেন।

  • “Transform our blog post into a series of social media captions. (পুরো ব্লগ পোস্টটি এখানে কপি পেস্ট করে দিতে হবে)”
  • “Repurpose the following data into a compelling infographic. (এখানে আপনার ডাটা বা তথ্য লিখে দিন)”
  • “Adapt our (যে কোনো ওয়ার্কশপ বা টিউটোরিয়াল এর পুরো বিষয়বস্তু) content into bite-sized social media posts.”

যদি আপনার নির্দেশনাটি অনেক বড় হয় তাহলে আপনি ChatGPT কে এই নির্দেশনা দিতে পারেন যে আপনি পুরো লেখাটি কয়েক পর্বে ইনপুট করবেন। সেক্ষেত্রে আপনার প্রথম নির্দেশনাটি এমন হতে পারে: "Transform our blog post into a series of social media captions. I will paste the blog post in parts because it’s too long. Do you understand?"

Influencer দের সাথে যোগাযোগ করার জন্য কনটেন্ট তৈরির নির্দেশনা

  • "Draft an outreach message for potential influencers.”
  • “Outline collaboration ideas with (Influencer এর নাম) for (পণ্য বা সেবার নাম)। "
  • “Create teaser content for our upcoming influencer partnership"

সোস্যাল মিডিয়ায় কোনো প্রতিযোগিতার আয়োজন বিষয়ক কনটেন্ট তৈরির নির্দেশনা

  • "Design a post announcing our latest contest/giveaway."
  • "Write contest rules and guidelines for our audience."
  • "Craft engaging captions to promote our giveaway."

বি.দ্র: প্রতিটি নির্দেশনার যতোটুকু অংশ পরিবর্তন করবেন তার পুরোটাই ইংরেজিতে লিখতে হবে।

৭. আপনার কনটেন্ট প্রুফরিড এবং এডিট করে নিন

আপনার কনটেন্ট প্রুফরিড এবং এডিট করে নিন

ChatGPT দিয়ে লেখা কনটেন্ট পাবলিশ করার আগে খুব ভালোভাবে কনটেন্ট টি পড়ে নিন। খুব ভালোভাবে চেক করুন যে কনটেন্ট এর কোথাও কোনো ব্যাকরণগত ভুল রয়েছে কিনা। তাছাড়া আপনার মূল উদ্যেশ্যের সাথে পুরো লেখাটি সামঞ্জস্যপূর্ণ হয়েছে কিনা সেদিকে পুরোপুরি নজর রাখতে হবে। লেখায় কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই তা নিজের মতো এডিট করে নিতে হবে।

আপনি আপনার কনটেন্ট চেক করার জন্য আবার অন্য কোনো এআই ব্যবহার করতে পারেন। যেমন ব্যাকরনগত ভুল আছে কিনা তা চেক করার জন্য Grammarly টুল ব্যবহার করতে পারেন। এমন plagiarism checker, Spell checker সহ বিভিন্ন টুল ব্যবহার করে লেখার ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারেন। তবে মনে রাখবেন একটি কনটেন্ট আপনার ব্রেইন এর সাহায্য যতোক্ষণ পর্যন্ত এডিট না করবেন ততোক্ষণ পর্যন্ত এটি একটি পূর্নাঙ্গ রূপ পাবে না। কেননা আপনি কী চাচ্ছেন, কীভাবে চাচ্ছেন তা একমাত্র আপনিই ভালো জানবেন।

৮. ChatGPT এর সাথে আপনার গোপনীয় ও সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন

ChatGPT এর সাথে আপনার গোপনীয় ও সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন

ChatGPT ব্যবহার করে কনটেন্ট লেখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। আপনার বা আপনার প্রতিষ্ঠানের একান্ত ব্যক্তিগত বা গোপনীয় কোনো তথ্য ChatGPT এর সাথে শেয়ার করবেন না। কেননা যে কোনো এআই এর মাধ্যমে তথ্য লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ChatGPT এর সাথে সংঘটিত যে কোনো কথোপকথন সাথে সাথে মুছে ফেলুন। কীভাবে ব্যক্তিগত তথ্য গোপন রেখে ChatGPT কে দিয়ে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট লিখিয়ে নেয়া যায় সে বিষয়ে প্রাকটিস করতে থাকুন। সবশেষে এটাই বলবো, আপনার তথ্য আপনার সম্পদ। এই সম্পদ কীভাবে রক্ষা করবেন তা সবথেকে ভালো আপনিই জানবেন।

শেষকথা

সোস্যাল মিডিয়া রাইটার দের জন্য ChatGPT একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। এর মাধ্যমে আপনি খুব দ্রুত যে কোনো কনটেন্ট এর টপিক সম্পর্কে ধারনা নিতে পারবেন। অল্প সময়ে কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট লিখতে পারবেন। এই টুল টি সঠিক ভাবে ব্যবহার করতে পারলে আপনি সোস্যাল মিডিয়া সাইটে নিয়মিত লেখক হিসেবে নিজের বেশ ভালো একটি ইমেজ তৈরি করতে পারবেন।

তবে মনে রাখবেন ChatGPT দিয়ে লেখা কনটেন্ট আপনার এডিটিং এর আগ পর্যন্ত পূর্নাঙ্গ রূপ পাবে না। কেননা আপনার বুদ্ধির তুলনায় ChatGPT এর বুদ্ধিমত্তা অনেক কম। তাই নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে ChatGPT কে সহকারী হিসেবে ব্যবহার করে চমৎকার সব কনটেন্ট লেখার অভিজ্ঞতা শুরু করুন এখন থেকেই। আশাকরি নির্দেশনা গুলো ফলো করলে আপনি ChatGPT ব্যবহার করে দারুণ সব কনটেন্ট তৈরি করতে পারবেন।

Level 4

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস