ফেসবুকের ভিন্ন Symbol এর অর্থ কী? এগুলো কীভাবে সঠিক ভাবে ব্যবহার করতে হয়?

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে।

আজকের টিউনটি একটু ভিন্ন রকম, আজকে আমরা ফেসবুকে ব্যবহৃত সব গুলো Symbol নিয়ে আলোচনা করব। অনেক Symbol গুলো বুঝতে পারলেও এমন ইউজারও থাকতে পারেন যাদের এগুলো বুঝতে অসুবিধা হয়। তো তাদের জন্যই আজকের এই টিউনটি।

ফেসবুক সোশ্যাল Symbol

প্রথমে আমরা সোশ্যাল ইন্টারেকশন আইকন গুলো দেখব যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। চলুন আইকন গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।

ফেসবুক রিয়েকশন

ফেসবুকের সবচেয়ে পুরনো রিয়েকশন হচ্ছে লাইক। ফেসবুকের কোন ইমেজ, Post পছন্দ হলে লাইক বাটনে ক্লিক করে লাইক করতে পারেন। ফেসবুক লাইক বাদেও আরও কয়েকটা রিয়েক্ট অপশন রেখেছে।

রয়েছে Love, Care, Haha, Wow, Sad, এবং Angry রিয়েক্ট। এই রিয়েক্ট গুলো দিয়ে আপনি আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন। পিসির ক্ষেত্রে লাইকে মাউস রাখলে বাকি আইকন গুলো শো করবে, মোবাইলের ক্ষেত্রে লাইকে কিছুক্ষণ ট্যাপ করে রাখলে রিয়েক্ট গুলো দেখাবে।

Post ক্রিয়েট Symbol

নতুন কোন Post ক্রিয়েট করতে চাইলে আমরা অনেক গুলো আইকন দেখতে পাই। চলুন এই আইকন গুলো সম্পর্কে জেনে নেয়া যাক,

ক্রিয়েট Post এ ক্লিক করার আগে তিনটি আইকন থাকে যেমন, Live Video, Photo/Video, Feelings Activity। Post ক্রিয়েট করতে ক্লিক করলে আরও অনেক আইকন দেখা যাবে।

উপরে উল্লেখিত তিনটি আইকন ছাড়াও সেখানে ফ্রেন্ড ট্যাগ, চেক ইন এর জন্য লোকেশন আইকন, ফ্ল্যাগ আইকন রয়েছে লাইফ ইভেন্ট শেয়ারের জন্য, এবং আরও ফিচারেরও ক্লিক করতে পারেন থ্রিডট আইকনে।

থ্রিডটে ক্লিক করলে বাকি অপশন গুলোও দেখা যাবে। রয়েছে GIFs, Raising Money ইত্যাদি ফিচার। মোবাইলের ক্ষেত্রে রয়েছে মিউজিক আইকন, ক্যামেরা আইকন এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ আইকন।
Post এ ইমুজি যোগ করতে emojis তে ক্লিক করতে পারেন। Feeling/activity এ ক্লিক করে নিজের ইমোশন শেয়ার করতে পারবেন।

বাটনে ক্লিক করে অনেক গুলো আইকন দেখতে পারবেন দুইটি ক্যাটাগরিতে। প্রথম ট্যাবে ক্লিক করে ফিলিংস এড করতে পারবেন এবং দ্বিতীয় ট্যাবে ক্লিক করে এক্টিভিটি শেয়ার করতে পারবেন, মানে কি করছেন।

এক্টিভিটি অপশনটি বেশ চমৎকার, আপনি এই মুহূর্তে কি করছেন সেটা Post এর মাধ্যমে জানাতে পারবেন। এক্টিভিটি এড করলে সেটা নিউজফিডে আপনার নামের পাশে দেখাবে।

Post ক্রিয়েট ফিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা। চলুন জেনে নেয়া যাক অডিয়ন্সের কোন আইকন দ্বারা কি বুঝায়,

  • Globe (Public): ইন্টারনেটে থাকা সবাই Post দেখতে পারবে।
  • Two people (Friends): সকল বন্ধুরা Post দেখতে পাবে।
  • Two people, one faded (Friends except): কিছু বন্ধুকে Post দেখা থেকে বিরত রাখতে পারবেন।
  • One person (Specific friends): নির্দিষ্ট বন্ধুকে Post দেখার পারমিশন দিতে পারবেন।
  • Lock (Only me): আপনার Post আপনি ছাড়া কেউই দেখতে পারবে না।
  • Gear (Custom): ফ্রেন্ড, বা ফ্রেন্ড লিস্ট এড বা রিমুভ করতে পারবেন নির্দিষ্ট করতে পারবেন করা Post দেখতে পারবে।

যেকোনো সময় চাইলে আপনি Post এর প্রাইভেসি চেঞ্জ করতে পারবেন। নোটিফিকেশন আইকনে ক্লিক করে Post সম্পর্কে আইডিয়া পেতে পারেন। এখন পর্যন্ত আপনার প্রোফাইল কে কে ভিজিট করেছে সেটা জানার কোন অপশন রাখা হয় নি।

মোবাইল থেকে Post করলে একটা অতিরিক্ত আইকন হিসেবে ইন্সটাগ্রাম আইকন দেখতে পাবেন। বাটনটি এনেবল করলে একই সাথে Post টি ইন্সটাগ্রামেও শেয়ার হয়ে যাবে।

ফেসবুক Post ক্রিয়েট করতে আরও আইকন আছে তবে গুরুত্বপূর্ণ আইকন গুলো নিয়েই কথা বললাম।

Post ম্যানেজিং আইকন

আপনি কোন নতুন Post করার পর সেটি ম্যানেজ কররা বিভিন্ন অপশন পাবেন। Post উইন্ডো থেকে থ্রিডটে ক্লিক করে আপনি যে অপশন গুলো পাচ্ছেন,

  • Pin post: কোন Post পিন করে রাখলে সেটা আপনার প্রোফাইলের প্রথম Post হিসেবে দেখাবে।
  • Save post: Post গুলো আপনি সেভ করে রাখতে পারবে। আপনার সেভ করা Post আপনি ছাড়া কেউই দেখবে না।
  • Edit post: এখানে ক্লিক করে Post এডিট করতে পারবেন। মিডিয়া এড করতে পারবেন টেক্সট চেঞ্জ করতে পারবেন।
  • Edit audience: কারা Post দেখতে পারবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন।
  • Turn off notifications: নির্দিষ্ট Post থেকে নোটিফিকেশন আসা বন্ধ করে দিতে পারবেন।
  • Turn off translations: ফেসবুকের ট্রান্সলেশন ফিচার বন্ধ করে দিতে পারবেন।
  • Edit date: Post এর ডেট এবং টাইম চেঞ্জ করে দিতে পারবেন।
  • Move to archive: Post প্রোফাইল থেকে রিমুভ হয়ে যাবে পুরোপুরি ডিলিট হবে না।
  • Move to Recycle bin: টাইমলাইন থেকে Post চলে যাবে। Trash এ জমা থাকবে এবং ১৩ দিন পর সেটা পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে।

অন্যদের Post এ আপনি বিভিন্ন আইকন পাবেন যেখান থেকে Post বা ইমেজ Hide, Snooz, Silence, Unfollow, Reporting, Embedded সহ আরও অনেক কিছু করা যাবে।

ফেসবুক ন্যাভিগেশন Symbol

ফেসবুকে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ Symbol যেগুলো পাবেন পেজের টপে এবং সাইডে। মোবাইল ভার্সনেও সেইম অপশন গুলো আছে তবে ভিন্ন ভাবে।

ফেসবুক ম্যানু আইকন

ফেসবুকের টুলবারের রাইট সাইডে আপনি তিনটা শর্টকাট বাটন দেখতে পাবেন। প্রথম আইকনে ক্লিক করে ফ্রেন্ড, ইভেন্ট, স্টোরি, পেজ, এড সহ আরও অনেক অপশন দেখতে পাবেন।

সেকেন্ড শর্টকাটটি হচ্ছে মেসেঞ্জারের। ফ্রেন্ডদের সাথে এবং গ্রুপ চ্যাট করতে এই আইকনে ক্লিক করতে পারেন। এখান থেকে মেসেঞ্জার সেটিংসও পরিবর্তন করতে পারবেন।

তিন নাম্বার আইকনটি হল নোটিফিকেশনের। বেল আইকনটিতে ক্লিক করে আপনি সব ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন। নোটিফিকেশনে All এবং Unread নামে দুটি ফিল্টার দেখতে পাবেন।

ত্রিডটে ক্লিক করে আপনি সব নোটিফিকেশন রিড করতে পারবেন, সেটিংস চেঞ্জ করতে পারবেন এবং নোটিফিকেশন উইন্ডো ওপেন করতে পারবেন।

ম্যানুবারের সেন্টারে থাকবে চারটি আইকন, Home, Marketplace, Groups, এবং Gaming pages। এর নিচে রয়েছে Stories এবং Reels ট্যাব।

ফেসবুক ন্যাভিগেশন আইকন

এখন আমরা ফেসবুক ন্যাভিগেশন আইকন গুলো সম্পর্কে জানব এবং তাদের কাজ দেখব। ন্যাভিগেশন আইকন গুলো আপনি পাবেন স্ক্রিনের বামপাশে।

  • Friends: আপনার ফেসবুক ফ্রেন্ডদের এখানে দেখতে পারবেন।
  • Events: আপনার আশেপাশের ইভেন্ট গুলো দেখতে পারবেন।
  • Marketplace: প্রোডাক্ট কেনা কাটা করতে Marketplace ব্যবহার করতে পারবেন।
  • Pages: আপনার প্রিয় পেজ গুলো দেখতে পারবেন
  • Ads Manager: আপনার এড ক্যাম্পেইন মেইনটেইন করতে পারবেন এখানে।
  • See More এ ক্লিক করে আরও অপশন আপনি পেতে পারেন যেমন,
  • Ad Centre: এড ক্রিয়েট করতে ও দেখতে এখানে ক্লিক করবেন।
  • Blood Donations: ব্লাড ডোনেশন সুবিধা পেতে পারেন।
  • Climate Science Center: বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানতে।
  • Crisis Response: বিভিন্ন ক্রাইসিস সম্পর্কে নিউজ এবং ইনফরমেশন পেতে এখানে ক্লিক করতে পারেন।
  • Fundraisers: ফেসবুকের GoFundMe ফিচার।
  • Gaming video: ফেসবুকের লাইভ গেমিং দেখতে পারেন।
  • Groups: বিভিন্ন ফেসবুক গ্রুপ পাবেন।
  • Live Videos: আপনার নিউজ ফিডের সব লাইভ ভিডিও দেখতে পারবেন।
  • Memories: ফেসবুকের মেমোরি দেখতে পারবেন।
  • Messenger: মেসেঞ্জার অ্যাপে এক্সেস নিতে পারবেন।
  • Most recent feeds: রিসেন্ট Post পেতে এখানে ক্লিক করবেন।
  • News: নিউজ খুঁজে পেতে সাহায্য করবে।
  • Play games: ফেসবুকেই কিছু গেম খেলতে পারবেন।
  • Meta Quest: VR এক্সপেরিয়েন্স পেতে এখানে ক্লিক করতে পারেন।
  • Recent ad activity: কোন এড গুলোতে সম্প্রতি ইন্টারেক্ট করেছেন সেটা দেখতে পাবেন।
  • Saved: সকল সেভ করা Post দেখতে পাবেন।

শেষ কথা

আপনি যখন ফেসবুকের সব গুলো Symbol সম্পর্কে জানবেন তখন ফেসবুক ব্যবহার করে আরও মজা পাবেন। তারপরেও আপনি সব কিছু জানতে অপশন গুলোতে ক্লিক করুন এবং জানুন এর কাজ কি।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 622 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস