৭ টি টেক জব যা কখনো AI দ্বারা করা সম্ভব না

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

যুগটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর, মানুষের যে কাজ গুলো করতে ঘণ্টার পর ঘণ্টা টাইম লাগতো AI তা করতে পারছে মুহূর্তের মধ্যে, সেটা আবার মানুষের চেয়ে নির্ভুল ভাবে৷ তো একটা ভয় সবার মধ্যে শুরু থেকে কাজ করছে, AI কি মানুষকে বেকার বানিয়ে দেবে? মানুষের জায়গা দখল করে নেবে? এর সঠিক উত্তর হচ্ছে, অস্বীকার করার কিছু নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের অনেক কাজই ইতিমধ্যে ছিনিয়ে নিয়েছে। তবে আশার কথা হল একই সাথে মানুষের জন্য নতুন নতুন কাজেরও ব্যবস্থা করেছে AI। তবে কিছু কাজ রয়েছে যেগুলো কখনোই AI করতে পারবে না সেখানে মানুষের প্রয়োজন হবেই।

তো আজকের এই টিউনে আমরা ৭ টি টেক জব সম্পর্কে জানব যেগুলো মানুষকেই করতে হবে। AI এর সহায়তা হয়তো কাজ গুলো সহজ করবে তবে মানুষ ছাড়া পুরো কাজ সম্পন্ন হবে না।

১. ডাটা সাইন্টিস্ট

যদিও ডাটা সাইন্সে AI এর সহায়তা প্রয়োজন এবং ডেটা ম্যানেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে তবে ফাইনাল রেজাল্টের জন্য মানুষের প্রয়োজন হবেই। ডাটা সাইন্সের মুল বিষয় হচ্ছে ডাটা এনালাইসিস করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো। আমরা জানি কম্পিউটার সিদ্ধান্ত নিতে পারে না আর তাই সিদ্ধান্ত নিতে মানুষেরই প্রয়োজন হবে।

২. সাইবার সিকিউরিটি এক্সপার্ট

সাইবার সিকিউরিটি এক্সপার্ট জবটি এমন একটি জব যা মানুষ ছাড়া সম্ভব না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার থ্রেড প্রিডিক্ট করতে পারবে কিন্তু থ্রেড মোকাবেলা করতে মানুষের প্রয়োজন হবে। প্রতিনিয়ত নতুন নতুন থ্রেড আসে সেগুলোর প্রতিরোধ মুলক ব্যবস্থা মানুষকেই গ্রহণ করতে হয়।

কোন প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী সিকিউরিটি ব্যবস্থা এবং সিকিউর নেটওয়ার্ক আর্কিটেক্টচার মানুষই তৈরি করে।

৩. সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোডিং দারুণ ভাবে সাহায্য করতে পারে সেটা অস্বীকার করার কিছু নেই, তবে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় মানুষের উপস্থিত বাধ্যতামূলক। কিছু কিছু এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারলেও সেটা কেবলই একটি সাধারণ ধারণা, এআই কখনো মানুষের সৃজনশীলতার সমকক্ষ হতে পারবে না।

৪. ক্লাউড আর্কিটেক্ট

ক্লাউড কম্পিউটিং ম্যানেজ, স্ট্র‍্যাকচারিং এবং সিদ্ধান্ত গ্রহণ বেশ জটিল একটি প্রক্রিয়া, এখানে এআই কখনো মানুষের উপস্থিতি ছাড়া কোন কিছু করতে পারবে না। যেসব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিষয়টি আসবে সেসব ক্ষেত্রে মানুষের উপস্থিত বাধ্যতামূলক।

৫. সিস্টেম এনালিস্ট

সিস্টেম এনালিস্ট এর কাজ হচ্ছে নির্দিষ্ট সিস্টেম বুঝতে পারা, ম্যানেজ করা এবং পারফরম্যান্স উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সিস্টেম পারফরম্যান্স বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যে এআই কখনো পরিমাপ করতে পারবে না। একজন সিস্টেম এনালিস্ট, নির্দিষ্ট বিষয় পর্যবেক্ষণ, পরিমাপ এবং পরীক্ষা করে কেবল পারফরম্যান্স উন্নত করতে পারবে।

৬. UX ডিজাইনার

ডিজাইনিং এ এআই কখনো মানুষের সমপর্যায়ে যেতে পারবে না। এআইকে কখনো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট বুঝানো যাবে না এবং গেলেও সেটার সঠিক ফলাফল পাওয়া যাবে না। এআই এর ইমোশন নেই তাই UX ডিজাইনের মত সৃজনশীল কাজ কখনো মানুষ ছাড়া এআই করতে পারবে না।

৭. ট্যাকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার

বিভিন্ন রিসোর্স সমন্বয় করা, টাইম লাইন ম্যানেজ করা, বিভিন্ন টেক টিমকে নির্দিষ্ট বিষয়ে লিংক করার মত কাজ মানুষকেই করতে হয়। এআই কখনো মানুষের মত এই বিষয় গুলোকে সমন্বয় করতে পারবে না। সুতরাং টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার জবটি মানুষের জন্যই কেবল উপযুক্ত।

শেষ কথা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এই যুগেও টিউনে বর্ণিত জব গুলো মানুষের করতে হবে। কারণ মেশিনের ইমোশন নেই, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। আপনিও যদি টেক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চান তাহলে উপরের জব গুলোতে ফোকাস করতে পারেন।

তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস