ডার্কওয়েব কি শুধু খারাপ কাজেই ব্যবহৃত হয়? জানুন এর ভাল দিক

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

ডার্ক ওয়েব সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। সাধারণ ওয়েবের মত না ডার্ক ওয়েব। ই-লিগ্যাল কাজ কর্ম, লেনদেনের জন্য বিখ্যাত ডার্ক ওয়েব। আজকের এই টিউনে আমরা জানব ডার্ক ওয়েব নিয়ে খুঁটিনাটি বিষয়।

ডার্ক ওয়েব কী?

ডার্ক ওয়েব নিয়ে অনেক ভয়াবহ গল্প আপনি শুনেছেন চলুন আজকে ক্লিয়ার করা যাক। ডার্ক ওয়েব মূলত একটি আন্ডারগ্রাউন্ড ওয়েবসাইট নেটওয়ার্ক যেগুলো রিগুলার ব্রাউজার যেমন ক্রোম, ফায়ারফক্স অথবা সাফারি দিয়ে ব্রাউজ করা যায় না। এটি এমন একটি অনলাইন ওয়ার্ল্ড যাতে এক্সেস নিতে আলাদা টুলের প্রয়োজন হয়৷

ডার্ক ওয়েব নিয়ে অনেকের ভুল ধারনা রয়েছে, সবাই এটাকে অবৈধ লেনদেনের জায়গা বললেও এর রয়েছে ভিন্ন গল্প। এডুকেশনাল, উদ্ভাবন, বিনোদনের উৎস হিসেবে ডার্ক ওয়েব ব্যবহৃত হয়। তাছাড়া ডার্কওয়েব সব সময় যে বিপদজনক এমনটি নয়, সতর্কতার সাথে ঢুকলে এটি থেকে ভাল কিছু পাওয়াও সম্ভব৷

কীভাবে ডার্কওয়েব লিংক চেনা যায়?

সাধারণ ওয়েবসাইটের লিংক হয়. Com, . Net কিন্তু ডার্ক ওয়েবের লিংক এমন হয় না। ডার্ক ওয়েবের লিংকের শেষে থাকে. Onion। সাধারণ ওয়েবের লিংক আমরা মনে রাখতে পারি কারণ কয়েকটা ক্যারেক্টারের হয় কিন্তু ডার্কওয়েবের লিংক মনে রাখা বলতে গেলে অসম্ভব। লেটার, নাম্বারের মিশ্রণে ডার্ক ওয়েবের লিংক তৈরি করা হয়৷ ডার্ক ওয়েবে আপনি গতানুগতিক ব্রাউজার দিয়ে প্রবেশ করতে পারবেন না। আপনাকে Tor অথবা I2P ব্রাউজার ব্যবহার করতে হবে। তাছাড়া ডার্কওয়েব Anonymous এবং এনক্রিপটেড হয় ইউজারের সকল তথ্য গোপন থাকে এখানে।

ডার্কওয়েবের উপকারী দিক

সবাই ডার্ক ওয়েব সম্পর্কে নেতিবাচক ধারণা রাখলেও এর কিছু ইতিবাচক দিকও কিন্তু রয়েছে৷ এর অন্যতম সুবিধা হল Anonymity। ডার্কওয়েব ইউজারকে দেয় সর্বোচ্চ সুবিধা, এখানে ইউজারকে কোন ভাবে ট্র‍্যাক করা যায় না। লোকেশন গোপন থাকে ফলে যে সমস্ত ইউজার তাদের প্রাইভেসি নিয়ে সচেতন তারা ডার্ক ওয়েব ব্যবহার করতে পারে।

ডার্ক ওয়েবকে তথ্য ভাণ্ডার বলা যায়। সাধারণ ওয়েবে আপনি যা পাবেন না তা ডার্ক ওয়েবে আপনি পেতে পারেন। বিভিন্ন রিসার্চ পেপার, সরকারি কাগজপত্র, নিউজ আর্টিক্যাল এবং গোপন নথি পেতে পারেন এখানে।

ডার্ক ওয়েবের এনক্রিপশন ইমেইল, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইত্যাদি দিয়ে সম্পূর্ণ সিকিউর কমিউনিকেশন করতে পারেন। সাংবাদিক, গোয়েন্দা সংস্থা ইত্যাদি গ্রুপ এটি ব্যবহার করতে পারে যেখানে কোন নজরদারির সুযোগ নেই।

ই-কমার্সের ক্ষেত্রে তো ডার্কওয়েব আগে থেকেই পরিচিত। এখানে পরিচয় গোপন রেখে সব ধরনের লেনদেন করা যায় পেমেন্ট মেথডও থাকে সম্পূর্ণ সিকিউর।

ডার্কওয়েবের ক্ষতিকর দিক

অপরাধীদের অভয়ারণ্য হচ্ছে ডার্কওয়েব। অস্ত্র, গোলাবারুদ সহ সব ধরনের অবৈধ জিনিসপত্র এখানে কেনাবেচা করা যায়। তারা ধরা পড়ার ভয় ছাড়াই তারা নির্বিঘ্নে অপরাধ করে যেতে পারে। লোকেশন ট্র‍্যাক করা যায় না।

হ্যাকার ও সাইবার ক্রিমিনালদেরও পছন্দের জায়গা ডার্কওয়েব, বিভিন্ন সাইবার হামলা সহ বিভিন্ন হ্যাকিং করেও ট্র‍্যাক হয় না হ্যাকাররা। একই ভাবে বিভিন্ন চরমপন্থি দলের উস্কানিমূলক বর্তা ছড়ানোর উপযুক্ত জায়গাও ডার্কওয়েব। তারা নির্বিঘ্নে সদস্যদের সাথে আলাপ আলোচনা এবং কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে৷

ভাল কাজের কিছু ডার্কওয়েব

আমারা আগেই জেনেছি অপরাধমূলক কাজ ছাড়াও ভাল কাজেও ডার্কওয়েব ব্যবহার করা যায়। ভাল কাজের কিছু ডার্কওয়েব লিংক নিচে দেয়া হল,

Hidden Wiki - ডার্কওয়েব এর লিংক ডিরেক্টরি
DuckDuckGo – টর সার্চ ইঞ্জিন
Facebook – ফেসবুকের রেসট্রিকটেড ফিচার গুলো ব্যবহার করা যাবে
Hidden Answers – প্রায় সব ধরনের প্রশ্নের উত্তর এখানে পাওয়া যাবে।
ProPublica – সাংবাদিকদের জন্য বেশ কাজের, বিভিন্ন বিষয়ের তদন্ত এখানে করা যায়৷
SecureDrop – বিভিন্ন নতুন নতুন রিসোর্স এখানে পাওয়া যায়
Keybase – ফাইল শেয়ারিং একটি প্লাটফর্ম
Riseup – আন্দোলনকারীদের যোগাযোগের ভাল মাধ্যমে
The Hidden Wallet – একটি ক্রিপটোকারেন্সি ওয়ালেট

কীভাবে নিরাপদে ডার্কওয়েব ব্যবহার করা যায়?

ডার্ক ওয়েবে নিরাপদ থাকতে হলে আপনাকে আহামরি কোন পদক্ষেপ নিতে হবে না, সচেতন থাকাটা জরুরি। প্রথমত আপনাকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যাতে কেউ আপনার ইনফরমেশন এবং কি করছেন সেটা জানতে না পারে। ডার্ক ওয়েব স্ক্যামে ভরপুর, আপনাকে এসব স্ক্যাম থেকে বেচে থাকতে হবে। যেকোনো লেনদেন, কমিউনিকেশনে সচেতন থাকতে হবে। কোন ভাবেই আপনার ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করা যাবে না৷ যতই আপন কাউকে মনে হোক ভুলেও ব্যক্তিগত তথ্য কাউকে দেয়া যাবে না।

যেকোনো লিংকে প্রবেশ করা যাবে না। কেউ কোন লিংক শেয়ার করলে সেটাতে চোখ বন্ধ করে ঢুকা যাবে না। অবশ্যই যাচাই করে নিন৷ অসতর্ক ভাবে কোন লিংকে প্রবেশ করলে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। ডার্কওয়েবে নিশ্চিন্তে থাকতে আপনাকে ভাল মানের একটি VPN ব্যবহার করতে পারেন। তবে VPN টি সুনামধন্য কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার VPN ভাল না হলে উল্টো আপনার ইনফরমেশন লিক হাবার চান্স থাকবে।

শেষ কথা

ডার্কওয়েবকে আপনি ভাল খারাপ উভয় কাজেই ব্যবহার করতে পারেন। ডার্কওয়েবের Anonymous বৈশিষ্ট্য যেমন ক্রিমিনালদের সুযোগ করে দেয় তেমনি যারা ইন্টারনেট থেকে তথ্য আহরণ করে তাদেরও সুযোগ করে দেয়৷

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 622 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস