ফেসবুক মেসেঞ্জার লক করুন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে

বিসমিল্লাহির রহমানির রাহিম, আশাকরি আল্লাহর রহমতে সবাই নিজ নিজ স্থানে ভালো এবং সুস্থ আছেন। আজকের এই টিউনের টপিক হলো মেসেঞ্জার কিভাবে কোন অ্যাপ ছাড়াই লক করবেন।

বর্তমান এই যুগে প্রিয়জন, বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে কনভারসেশনের অন্যতম একটি সেরা উপায় হল মেসেঞ্জার। আমরা অনেক সময় মেসেঞ্জারে কারো সাথে গোপনীয় কোন কিছু নিয়ে কনভারসেশন করে থাকি, যা অন্য কেউ দেখে ফেললে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন আমরা যেভাবে মেসেঞ্জার ব্যবহার করছি তাতে আমরা নিরাপদ নই। কারণ যে কেউ যেকোনো সময় মেসেঞ্জারে ঢুকে আমাদের সেই গোপনীয় কনভারসেশন অথবা গোপনীয় তথ্য দেখে নিতে পারে যেমন কারো সাথে কোন কিছুর পাসওয়ার্ড, কারো গোপনীয় মোবাইল নাম্বার, অডিও, ভিডিও কোন ছবি এরকম কিছু হতে পারে। তাই কেমন হতো যদি কোন অ্যাপ ছাড়াই মেসেঞ্জারে আমরা ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেইস লক ব্যবহার করতে পারতাম, অবশ্যই আমাদের জন্য ভালো হতো এবং আমরা নিরাপদ থাকতে পারতাম।

মেসেঞ্জারে কিন্তু দারুণ একটি ফিচার চালু করা হয়েছে, এক কথায় বলতে পারেন যে সকলের মনের আশা পূরণ করেছে মেসেঞ্জার। এখন কিন্তু আপনার মেসেঞ্জার ১০০% নিরাপদ থাকবে, কেউ যদি সারাদিন আপনার মোবাইল ব্যবহার করে তারপরেও আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না। কারণ এখন থেকে আপনি চাইলেই আপনার মেসেঞ্জারকে খুব সহজেই লক করে রাখতে পারেন। নতুন এই ফিচারটি কিভাবে চালু করবেন চলুন এবার আপনাদের দেখিয়ে দেই।

মেসেঞ্জার লক করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।

১. সর্ব প্রথম আপনি আপনার স্মার্টফোনের মেসেঞ্জার ওপেন করুন।

২. ওপেন করার পর উপরের বামদিকে থ্রি-লাইন একটি অপশন পাবেন এটির উপর ট্যাপ করুন।

৩. তারপর এখানে উপরের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন আছে এটির উপর ক্লিক করুন।

৪. সেটিংস আইকনে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, একটু স্ক্রল করে নিচের দিকে পাবেন Privacy & safety এখানে ট্যাপ করুন।

৫. ট্যাপ করার পর এখানে সেই নতুন ফিচারটি দেখতে পাচ্ছেন app lock যা মেসেঞ্জার নতুন করে যুক্ত করেছে। এই নতুন ফিচারের উপর ক্লিক করুন।

৬. ক্লিক করার পরে এখানে Unlock with biometrics এর নিচে ফলো করুন তারা বলে দিচ্ছে যে কি কি কন্ডিশনের ভিত্তিতে আপনি আপনার মেসেঞ্জার লক করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেইস লক থাকতে হবে এগুলো না থাকলে কিন্তু আপনার মেসেঞ্জার লক করতে পারবেন না। আপনার অ্যান্ড্রয়েড ভার্সন মিনিমাম ৯ থেকে ১০ হতে হবে এর নিচে হলে এই লক কাজ করবে না।

৭. সব কিছু পড়ে নেওয়ার পরে Unlock with biometrics এর ডান পাশে যে অপশন দেখতে পাচ্ছেন এটি অন করে দিবেন। অন করার সময় ফিঙ্গার চাইলে অবশ্যই ফিঙ্গার দিয়ে দিবেন।

৮. এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার কত সময় পরে মেসেঞ্জার লক হবে। এখানে,

প্রথমটাতে বলা হচ্ছে, আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই লক হয়ে যাবে

দ্বিতীয়টাতে বলা হচ্ছে, আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার ঠিক ১ মিনিট পরে এটা কিন্তু লক হয়ে যাবে।

তৃতীয়টাতে বলা হচ্ছে, আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার ঠিক ১৫ মিনিট পরে এটা লক হয়ে যাবে।

চতুর্থটাতে বলা হচ্ছে, আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার ঠিক ১ ঘণ্টা পরে এটা কিন্তু লক হয়ে যাবে।

এখানে থেকে After I leave Messenger অর্থাৎ আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই মেসেঞ্জার লক হয়ে যাবে। আমার মতে এটাই সিলেক্ট করে রাখা ভালো। কারণ এতে কোন রিক্স নেই, আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু এটা লক হয়ে যাবে।

৯. এখন যদি আপনি মেসেঞ্জার থেকে বের হয়ে আবার মেসেঞ্জার ওপেন করেন তাহলে এরকম দেখাবে, কিন্তু আপনি যদি ফিঙ্গার দিয়ে দেন তাহলে অটোমেটিক মেসেঞ্জারে নিয়ে যাবে আপনাকে।

এখন বুঝতেই পারছেন আগের মত যে কেউ চাইলে এখন আর আপনার মেসেঞ্জারে কি আছে তা দেখতে পারবে না। অন্য কোন অ্যাপ ছাড়া সরাসরি কিন্তু মেসেঞ্জার লক করতে পারছেন।

আশাকরি আজকের এই টিউন আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে। ততক্ষণ সবাই নিজ নিজ স্থানে ভালো এবং সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

Level 5

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস