টেলিটকে ফ্লেক্সী (৫০ এর জন্য ৫০ টাকা কাটবে, বেশী না) করুন অনলাইনে (DBBL Nexus,VISA,Mastercard)

মাসখানেক আগে থেকে অনলাইন থেকে টাকা রিচার্জ কিভাবে করা যায় এই ভূত মাথায় চেপেছিল, তবে আমাদের দেশে যারা অনলাইনে এই ফ্লেক্সী সার্ভিসটা দেয় তাদের রেট দেখে খুব দ্রুতই ভূতটা মাথা থেকে পালিয়ে যায় । তবে এবার ঈদের ছুটিতে বাড়িতে থাকার সময় একটা ম্যাসেজ পেলাম টেলিটক থেকে । ওরা অনলাইন-এ অফিসিয়ালি রিচার্জ সিস্টেম চালু করেছে । আজকে কেন জানি মেসেজটার কথা মনে হলো, ভাবলাম দেখি একটু চেষ্টা করে, হয় কী না । আর এখন এই ব্লগ লিখছি ৫০টাকা successfully recharge করার পর । এই হচ্ছে ভূমিকা । অনেকেই জানতে পারেন বিষয়টা, তবে আমি এটা লিখছি তাদের জন্য যারা জানেন না ।

এই পোস্টের থিম – “অনলাইন থেকে টেলিটকে রিচার্জ করুন কোনরকমের অতিরিক্ত চার্জ বাদে (যে ভাবে সাধারণত আমরা ফ্লেক্সী করে থাকি)

আপনার কী থাকতে হবে রিচার্জ এর জন্য –


০১. অবশই টেলিটক সীম ( অন্য কোন অপারেটর নয়)
০২. DBBL Nexus Debit Card/VISA/MasterCard
০৩. সীম চালু করে রিচার্জের জন্য প্রস্তুত হয়ে যান ।

এবার যা করতে হবে –


০১. http://paypoint.com.bd/teletalk/ এই ওয়েবসাইটে যান ।
(বাকি প্রসেস আপনি নিজেই খুব সহজে বুঝতে পারবেন, তবু আমি বলছি)
০২. রিচার্জ এ্যামাউন্ট মিনিমাম ৫০ টাকা এবং সবোর্চ্চ ১০০০ টাকা ।
০৩. আপনার টেলিটক নাম্বার, টাকার পরিমাণ এবং কার্ড টাইপ ঠিক করে রিচার্জ বাটনে চাপ দেন ।
০৪. ক্যাপচা পূরণ করে “confirm and place order button” এ ক্লিক করুন ।
০৫. এবার আপনার কার্ডের তথ্য দিয়ে রিচার্জ বাটনে চাপ দেয়ার সাথে সাথে রিচার্জ হয়ে যাবে ।

কার ও প্রশ্ন থাকলে বলবেন । আমি আমার DBBL Nexus card দিয়ে রিচার্জ করেছি ।

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

DBBL apnake charge na kete chhere debe eta pagoleo bilieve korbe na, apni koyekdin wait koren, dekhben month sheshe othoba puro ortho bochhor sheshe 2 taka holeo charge katbe, er naam DBBL, tobe joruri muhurter jonno service ta khubbi bhalo, tobe bina charge e ora service dibe ,ei kotha ta thik na,

    @learner: ধূর মিয়া নিশ্চিত না হয়ে আন্দাজে কথা কন কেন!! আমি তো এই মাত্র আমার কার্ড চেক করলাম । আপনি রিচার্জ করার আগে এমন বিভ্রান্তিকর ইংরেজী এবং বাংলা কমেন্ট করবেন না (আশা করতে পারি আমি!!?)

      Level 0

      @প্রফেশনাল AC1 : mamma, taka ki ar ajke katbe? taka katbe account reconcilliation er time e ,lol, raag hochen keno bro? apni to amar comment ta thik moto porennai, okhane ami bolechhi, month shesh e othoba ortho bochor shesh e taka katbe, ajke katbe, e kotha ki bolechhi?

      @প্রফেশনাল AC1: আপনার বুদ্ধি বড় বেশী, এই জন্যে আপনি learner!!! ভাইরে টাকাটা কাটবে না, কেমন । কারণ কোথাও লেখা নাই অতিরিক্ত চার্জ কাটা হবে। আমি রাগছি না, তবে আশা করছি আপনি আমার দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারবেন ।

কয়েকদিন আগেই শুনেছি যে টেলিটলক এ নাকি অনলাইন রিচার্জ হচ্ছে! আজকেও টেলিকট সাইট ঘুরাঘুরি করে কিছু বের করতে পারিনি ! আপনার টিউন টি দেখে ভালো লাগলো ।

এর আগে অনলাইন থেকে যে কোন মোবাইল রিচার্জ এর থার্ড পার্টির ১টি সিস্টেম আসছিল যেটাতে আমি নিজেও ফ্লেক্সি করেছিলাম সঠিক ভাবে কিন্তু ২দিন পরে আর কাজ করেনি 🙁 (https://www.techtunes.io/internet/tune-id/48646/)

এখন দেখা যাক এটি পারফোমেন্স কেমন হয় ।

অবশ্যয় সুন্দর বিষয়টি শেয়ার করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।।

    @প্রিন্স মাহমুদ: আমি আপনাকে ১০০% নিশ্চিত করছি ২টা বিসয়ে –
    ০১. রিচার্জ সাবমিটের ৫সেকেন্ডর মধ্যে আপনার ব্যালেন্স যোগ হবে এবং কনফার্মেশন এসএমএস পাবেন
    ০২. ৫০ টাকা ফ্রেক্সির জন্য আপনার কার্ড থেকে ৫০টাকাই কাটবে (আমি এইমাত্র আমার কার্ড চেক করে নিশ্চত হলাম বিষয়টা) ।
    সবশেষে কমেন্ট করার জন্য ধন্যবাদ ।

Level 0

vaia amar dbbl nexus card ase
but ai card dia hobe ki na jani na
card naoar somoy to amake kono number daoa hoy ni

    @শুভ: আপনার কার্ডের উপরে অব্যশই আপনার নাম এবং কার্ড নাম্বার থাকার কথা । ভালো করে খেয়াল করুন । নাম্বার ছাড়া কী আসলে DBBL Card হয় ? আমি এ পর্যন্ত জানিনা ।

Level 0

card er upore jei number ase ota???

    @শুভ: হ্যা ভাইয়া ওটা । কোন স্পেস বাদ দিয়ে কার্ড নাম্বার রিচার্জ করার সময় লিখবেন আর সাথে আপনার পিন কোড দিতে হবে । আর সব কিছুর আগে আপনার কার্ড টাইপ (DBBL Nexus) রিচার্জের সময় ঠিক করে নিবেন ।

Level 0

tnx bro 🙂

আজ একখান মোবাইল একাউন্ট করলাম

vi sudu ki teletalk ai jaba ar kono operator a jaba nah ?minimum koto taka recharge hoba vi?r ai tar jonna ki dbbl ar online banking thakta hoba naki ?

    @আমি কে?: ভাই আমি পোস্টে সব বলেছি । শুধুই টেলিটক । অনলাইন ব্যাংকিং এর দরকার নাই, আপনার একটা DBBL Card থাকলেই চলবে ।

DBBL atm card আর DBBL nexus card এর তফাত্‍ কি?

খুব কাজের জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ
pchelpcenter.weebly.com

Level 0

গ্রামীনফোনে কাজ করে এমন পদ্ধতি জানা থাকলে একটু শেয়ার করেন। ধন্যবাদ

ঠিক আছে , আমি নিজে 50 টাকা চার্জ করেছি। কোন ঝামেলা ছাড়াই সুন্দর কাজ হয়েছে!!!!!!!!!!!! ধন্যবাদ।

    @আবদুল মতিন: অনেকগুলো !!!!, নতুন ভাল কিছুই অবাক করার মতো তাই না? আমি সফল হওয়ার পর লেখাটা লিখেছি, আপনি নিজেও আমার কথার প্রমাণ পেলেন । আপনাকেও ধন্যবাদ ।

Level 0

DBBL Nexus Debit Card/VISA/MasterCard এর কোনটা আমার নাই। এখন আমি কি করতে পারি। MasterCard করতে প্রাথমিক ভাবে কত টাকা লাগে? কেউ একটু ০১৭১১৩৯৬৮১৪ জানাবেন।

    @Taibur: Master card করতে so many ঝামেলা আছে, আপনি DBBL এ এ্যাকাউন্ট খুললে (৬০০/১০০০ টাকা নিবে ওরা) ফ্রী ডেবিড কার্ড পাবেন । এটাই আমি ভালো মনে করি ।

Level 0

@ প্রফেশনাল AC1 আমি আপনার মোবাইল নম্বরটি আশা করছি। একটু বিস্তারিত আলাপের জন্য… পাব কি?

    @Taibur: ok, আপনি আমায় মেইল করেন “[email protected]”. আমি আপনাকে মোবাইল নম্বর দিয়ে দিব । এখানে দেওয়াটা ঠিক হবে না, কেমন!!

Level 0

এইমাত্র আমিও recharge করলাম payPoint-এ। প্রথমে মনে কিছুটা অবিশ্বাস আর আশংকা আছিল। এইটা একটা কঠিন শীতল জিনিষ হইসে, teletalk-এর মাথায় ত দেখি সেইরকম বুদ্ধি!

Level 0

আমি পারলাম না…আমার চিপ টাইপ ডিবিবিএল এর মাস্টার কার্ড…..কেউ কি সাহায্য করবেন?

Level 0

ভাই, আপনি কি আপনার মাস্টার কার্ডটা ইন্টারনেটে ব্যাবহারের জন্য ডিবিবিএল-কে দিয়ে খোলাইসেন? মনেহয় এই ব্যাপারে ডিবিবিএল-কে জিজ্ঞাসা করাই সবচেয়ে বেস্ট – কারণ payPoint দেখলাম মাস্টার কার্ডের জন্য in any case ডিবিবিএল-কেই ব্যাবহার করে।