SSID কী? কীভাবে রাউটারের SSID পরিবর্তন করবেন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে। আজকে আমরা ওয়াই-ফাই নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব।

আপনি ওয়াই-ফাই এর ক্ষেত্রে "SSID" সম্পর্কে হয়তো শুনেছেন। আজকের এই টিউনে আমরা SSID, সম্পর্কে বিস্তারিত জানব।

SSID কী?

যেকোনো ওয়াই-ফাই নেটওয়ার্কের নামকে টেকনিক্যালি বলা হয় SSID। আপনার ফোনের ওয়াই-ফাই অন করলে বিভিন্ন ওয়াইফাই এর যে নাম গুলো দেখতে পান সেগুলোকে বলা SSID।

SSID এর পূর্ণরূপ হচ্ছে "Service Set Identifier"। IEEE 802.11 ওয়ারলেস নেটওয়ার্কিং স্ট্যান্ডার্ডের অধীনে একই প্যারামিটারের ওয়ারলেস নেটওয়ার্কিং ডিভাইসের কালেকশনকে বলা হয় একটি "Service Set"। সুতরাং বলা যায় SSID একটি আইডেন্টিফায়ার যা বলে আপনি কোন সার্ভিস সেটে জয়েন হচ্ছেন। যেমন আমি আমার রাউটার সেটআপ করার সময় আমার ওয়াই-ফাই এর নাম দিয়েছি Universe, তার মানে আমার SSID হচ্ছে Universe।

উইকিপিডিয়া থেকে আপনি আরও অনেক কিছুই জানতে পারেন তবে সহজ ভাষায় আমরা বুঝে নিতে পারি ওয়াই-ফাই এর নামই হচ্ছে SSID।

SSID কীভাবে কাজ করে?

SSID বিভিন্ন ইউনিক নাম দিয়ে ডিজাইন করা হয় যাতে আপনি বিভিন্ন নামের মধ্য থেকে নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্ককে আলাদা করতে পারেন।

সব ধরনের ওয়াই-ফাই এক্সেস পয়েন্ট যেমন পাবলিক ওয়াই-ফাই, হোম ওয়াই-ফাই এ এটি ব্যবহৃত হয়। রাউটার ম্যানুফেকচার কোম্পানি ডিফল্ট ভাবে একটি নাম দিয়ে দেয় তবে আপনি এটা চাইলে পরিবর্তন করে নিতে পারেন।

SSID আপটু ৩২ ক্যারেক্টার পর্যন্ত হয়ে থাকে। এটি আবার কেইস সেনসিটিভ যেমন "NetworkName" এবং "networkname" ভিন্ন। স্পেশাল ক্যারেক্টারও এড করা যায়।

ওয়াই-ফাই রাউটার বা ওয়াই-ফাই ভিত্তিক স্টেশন তাদের SSID ব্রডকাস্ট করে ফলে মানুষ ওয়াই-ফাই এর নাম দেখতে পায়৷

নেটওয়ার্ক ওপেন থাকলে যেকেউ নাম দিয়েই নেটওয়ার্কে কানেক্ট হয়ে যেতে পারবে তাই আমাদের রেকোমেন্ডেশন থাকবে, WPA2 এর মত এনক্রিপশন ব্যবহার করবেন এবং শক্তিশালী পাসওয়ার্ড দেবেন।

মাল্টিপল নেটওয়ার্কের একই SSID থাকলে কী হবে?

আপনি যখন নির্দিষ্ট একটি SSID তে আপনার ডিভাইস কানেক্ট করবেন তখন এরপর থেকে আপনার ডিভাইস এই SSID তে কানেক্ট হতে থাকবে এবং আশেপাশে সার্চ করবে। যদি মাল্টিপল নেটওয়ার্কে একই SSID থাকে তবে এটি শক্তিশালী সিগনালের নেটওয়ার্কে কানেক্ট হতে চাইবে। মুল কথা যেটা আগে ডিসকাভার হবে সেটাতে কানেক্ট হবে। কাছাকাছি একই SSID হলে আপনি কিছু কানেকশন ইস্যু ফেস করতে পারেন তাই যত দ্রুত সম্ভব এটা পরিবর্তন করে ফেলাই উত্তম।

কীভাবে SSID নির্বাচন করবেন এবং পরিবর্তন করবেন

আপনার SSID কী হবে এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি সাজেস্ট করতে পারি আপনার বিজনেস বা কোম্পানির নাম দেয়া থেকে বিরত থাকুন কারণ এতে করে হ্যাকার আপনাকে টার্গেট করতে পারে।

SSID চেঞ্জ করা খুবই সহজ আপনি রাউটারে লগইন করে, Wi-Fi Name চেঞ্জ করতে পারেন। রাউটারের ম্যানুফেকচার অনুযায়ী গুগলে সার্চ করুন, একটি আইপি এড্রেস পাবেন সেটা দিয়ে রাউটারে লগইন করে আপনি SSID চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন।

কীভাবে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কের SSID বের করবেন

আপনার ডিভাইস কানেক্ট করা না থাকলে কনফিগারেশন পেজে গিয়ে সেটার নাম বের করতে পারেন। ইথারনেট ক্যাবল দিয়ে আপনি রাউটারে কানেক্ট হতে পারেন৷ তাছাড়া রাউটারের নিচে SSID প্রিন্ট করাই থাকে। কেউ আগে এটা চেঞ্জ করে থাকলে Reset বাটন প্রেস করে রিসেট করে নিন।

SSID হাইড করা উচিৎ?

আপনি চাইলে আপনার নেটওয়ার্ক হাইড করে ফেলতে পারেন। অনেক কারণেই নেটওয়ার্ক আপনি হাইড করতে পারেন তবে যদি এটা ভেবে থাকেন হাইড করলে হ্যাকার আপনার নেটওয়ার্ক খুঁজে পাবে না, সেটা ভুল হবে। সাধারণ ডিভাইসে আপনার নেটওয়ার্ক না শো করলেও বিভিন্ন মনিটর টুল দিয়ে হ্যাকার চাইলেই সব দেখতে পারবে। আপনি আপনার নেটওয়ার্ক নিরাপদ রাখতে শক্তিশালী সিকিউরিটি সিস্টেম ব্যবহার করতে পারেন, SSID হাইড করা খুব বেশি কাজের না।

ওয়াই-ফাই হাইড করলে আরও সমস্যা দেখা দিতে পারে আপনার নেটওয়ার্ক ডিটেল এক্সপোজ হতে পারে। তাছাড়া কোন ডিভাইসে কানেক্ট করতেও ঝামেলা পোহাতে হয়। নেটওয়ার্কে শক্তিশালী করতে WPA2 এনক্রিপশন এবং শক্তিশালী পাসওয়ার্ডই যথেষ্ট।

শেষ কথা

আশা করছি SSID সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। তবে মনে রাখবেন SSID হাইড কখনো আপনার নেটওয়ার্কে সিকিউর করতে পারবে না, সিকিউরিটির জন্য শক্তিশালী এনক্রিপশন আপনাকে ব্যবহার করতে হবে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস