Memix – মুহূর্তেই তৈরি করুন কাস্টম GIFs

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

আপনি যদি মিমস মেকার হিসেবে বন্ধু মহলে পরিচিত থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় থাকেন তাহলে এই টিউনটি আপনার জন্য।

Memix কী?

Memix মাধ্যমে আপনি দ্রুত কাস্টম মিমস ক্রিয়েট করতে পারবেন। ইউজারের দেওয়া যেকোনো টেক্সটকে মুহূর্তেই মিমসে পরিণত করতে পারবে Memix। Memix এর রয়েছে ওয়েবসাইট এবং অ্যাপ। ইউজার চাইলে ওয়েবসাইটে গিয়েও মিমস ক্রিয়েট করতে পারবে অথবা অ্যাপ ইন্সটল করে কীবোর্ড হিসেবে এটিকে ব্যবহার করা যাবে।

Memix

অফিসিয়াল ওয়েবসাইট @ Memix

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে অ্যাপটি ইন্সটল করুন।

কীবোর্ড হিসেবে Memix কে সেট করুন।

এবার পছন্দ মতো GIFs সিলেক্ট করে নিজের টেক্সট বসান।

শেষ কথা

Memix এর মাধ্যমে আপনি মুহূর্তে মিমস তৈরি করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া জুড়ে পাবলিশ করতে পারবেন৷ যেহেতু কীবোর্ডে ইন্টেগ্রেট করা সেহেতু আপনি এগুলোকে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ গুলোতেও শেয়ার করতে পারবেন।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 116 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস