Universal Android Debloater – UAD – অ্যান্ড্রয়েড Bloatware সহ সকল অ্যাপ আনইন্সটল করুন মুহূর্তে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন টেকটিউনস কমিউনিটি, আশা করছি ভাল আছেন সুস্থ আছেন৷ বরাবরের মতই আপনাদের সামনে হাজির হলাম নতুন টিউন নিয়ে।

প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের সাথেই প্রি-ইন্সটল কিছু অ্যাপ থাকে যেগুলোকে বলা হয় Bloatware। সব সময় এই অ্যাপ গুলো ইউজারের কাজে লাগে এমনটি নয়, কখনো কখনো মার্কেটিং এর অংশ হিসেবেও অ্যাপ গুলো রাখা হয়। এই অ্যাপ গুলো আবার উপকারের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে যেমন পারফরম্যান্স ও ব্যাটারি লাইফে ইফেক্ট ফেলতে পারে।

আজকের এই টিউনে আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি Bloatware সহ সকল অ্যাপ  আনইন্সটল করে ফেলতে পারবেন।

Universal Android Debloater কী?

Universal Android Debloater, অথবা UAD, একটি ওপেনসোর্স ডেক্সটপ প্রোগ্রাম যা আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ করে ফোনে স্টোরেজ সহ পারফরম্যান্স বাড়াতে সাহায্য করবে। এটি করার জন্য ফোন রুট করার প্রয়োজন নেই, পিসিতে ফোন কানেক্ট করে এই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।

অধিকাংশ স্মার্টফোনেই Universal Android Debloater সাপোর্ট করে। তারপরেও এখানে লিস্ট দেখতে পারেন। UAD অ্যাপটি এখন পর্যন্ত আপনি Linux, Mac, এবং Windows এ ব্যবহার করতে পারবেন।

Universal Android Debloater

অফিসিয়াল ওয়েবসাইট @ Universal Android Debloater

কীভাবে UAD ব্যবহার করবেন?

প্রথমে আপনার ফোনে ডেটা ব্যাক আপ দিয়ে নিন কারণ যদি কোন সমস্যা হয় তাহলে যেন ডেটা না হারাতে হয়।

প্রথমে UAD ডাউনলোড করে ইন্সটল করে নিন। অ্যাপটি ওপেন করুন।

আপনার ফোনটি ডেভেলপার মুডে নিন। ডেভেলপার মুডে নিতে About Phone > Software information এ যান এবং Build Number এ সাত বার ক্লিক করুন।

সেটিংসে নতুনটি অপশন আসবে

USB Debugging এনেভল করে দিন

ফোনটি ক্যাবল দিয়ে পিসিরে কানেক্ট করুন।

ফোনটি কানেক্ট হলে UAD আপনাকে কিছু অ্যাপ আনইন্সটল করতে রিমোমেন্ড করবে। চাইলে আপনি ফিল্টারও করতে পারেন।

নির্দিষ্ট অ্যাপ আনইন্সটল করতে পারেন অথবা মাল্টিপল অ্যাপ সিলেক্ট করেও Uninstall Selection ক্লিক করতে পারেন। কোন অ্যাপ খুঁজে পেতে সার্চও করতে পারেন।

যদি ভুলে কোন অ্যাপ আনইন্সটল করে ফেলেন তাহলে সেটি Restore বাটনে ক্লিক করে পুনরায় ইন্সটলও করতে পারবেন।

শেষ কথা

ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে Universal Android Debloater। ইন্টারনেট এই কাজ করার অনেক সলিউশন থাকলেও এটি বেশ নিরাপদ এবং ব্যবহার করাও সহজ।

তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস