Midjourney এর বিকল্প ৫ টি সেরা AI ইমেজ জেনারেটর টুল

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল গুলোর মধ্যে বর্তমান সময়ে ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে টেক্সট টু ইমেজ জেনারেট টুল গুলো। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনে ইমেজ প্রয়োজন পড়ে এই সব কাজে ইমেজ জেনারেট টুল গুলোর চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ইমেজ জেনারেট টুল ক্যাটাগরিতে সবচেয়ে জনপ্রিয় এবং এগিয়ে ছিল Midjourney। কিন্তু চাহিদা বাড়ার পর এটিকে পেইড টুলে রূপান্তর করে ফেলা হয়।

Midjourney পেইড হয়েছে তো কী হয়েছে এই মুহূর্তে অনলাইনে পেয়ে যাবেন Midjourney এর বিকল্প। আজকে এমনই পাঁচটি সেরা বিকল্প নিয়ে আলোচনা করব এবং সব গুলো টুলই আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

১. Lexica Art

এই লিস্টের প্রথমে যে টুলটিকে রাখব সেটি হচ্ছে Lexica Art। দুর্দান্ত এই টুলটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সহজেই এটি ব্যবহার করতে পারবেন। আপনি যদি ভাল মতো Prompt দিতে পারেন তাহলে এটি দিয়েও Midjourney এর মত ইমেজ তৈরি করে ফেলতে পারবেন। প্রো লেভেলে Prompt দিতে আপনি "GravityWrite – AI দিয়ে ইমেজ তৈরি করতে Prompt লিখুন প্রো লেভেলে" টিউনটি ফলো করতে পারেন।

প্রথমে Lexica Art ওয়েবসাইটে চলে যান। গুগল একাউন্ট দিয়ে সিঙ্গেল ক্লিকে সাইন-ইন করতে পারবেন। সাইন-ইন হয়ে গেলে, প্রয়োজন মতো Prompt দিন। স্ক্রিনের ডানপাশ থেকে আপনি ইমেজের ডাইমেনশন সিলেক্ট করতে পারবেন। সর্বশেষ Generate এ ক্লিক করুন। এবার পছন্দ মতো ছবি ডাউনলোড করে নিন।

Lexica Art

অফিসিয়াল ওয়েবসাইট @ Lexica Art

২. BlueWillow

Midjourney এর মতো আরেকটি ইমেজ জেনারেট টুল হচ্ছে BlueWillow। একদম বিনামূল্যে এখান থেকে আপনি সেরা ইমেজটি ডাউনলোড করতে পারবেন। BlueWillow ব্যবহার করতে আপনার কোন ধরনের সাইন-ইন এর প্রয়োজন নেই।

প্রথমে BlueWillow ওয়েবসাইটে চলে যান এবং Join The Free Beta তে ক্লিক করুন। সবার নিচে বক্সে লিখুন /imagine, এবার এখানে Prompt দিন। মুহূর্তেই আপনার ইমেজ জেনারেট হয়ে যাবে। আপনি ইমেজের নিচে V বাটনে ক্লিক করে ভিন্ন ভ্যারিয়েশনের ইমেজ পেতে পারেন। আপনি যদি ইমেজের সাইজ চেঞ্জ করতে চান তাহলে Prompt এর পর লিখুন -ar 3:2। ইমেজ আপস্কেল করতে U বাটনে ক্লিক করুন। সর্বশেষ ইমেজটি ডাউনলোড করুন।

BlueWillow

অফিসিয়াল ওয়েবসাইট @ BlueWillow

৩. Adobe Firefly

ইমেজ ম্যানেজমেন্ট জগৎ এর বিখ্যাত কোম্পানি Adobe কে না চেনে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে তাদের কোন প্রোডাক্ট থাকবে না এমনটি হতে পারে না। টেক্সট থেকে ইমেজ জেনারেট করার দারুণ AI টুল নিয়ে এসেছে Adobe, যার নাম Adobe Firefly। এখানে অনেক কাস্টমাইজেশন অপশন এবং যা ব্যবহার করা একদম সহজ।

Adobe Firefly ওয়েবসাইটে চলে যান এবং Adobe একাউন্টে সাইন-ইন করুন। আগের Adobe একাউন্ট থাকলেও হবে। Adobe একাউন্ট না থাকলে ক্রিয়েট করে নিন। সাইন-ইন এর সময় Request Access এ ক্লিক করুন। এখানে কয়েকটা টুল আপনি পাবেন, টেক্সট টু ইমেজ টুলটিতে ক্লিক করুন। নিচে আপনি Prompt দেয়ার অপশন পেয়ে যাবেন।

ডান পাশ থেকে আপনি Aspect ratio, Content Type, Styles, Color and tone নামের অপশন গুলো পাবেন। পছন্দ মতো ইমেজ ডাউনলোড করে নিন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন Adobe Firefly এ ইমেজ গুলোতে তাদের ওয়াটারমার্ক থাকবে।

Adobe Firefly

অফিসিয়াল ওয়েবসাইট @ Adobe Firefly

৪. Playground AI

দারুণ একটি ইমেজ জেনারেটর টুল হচ্ছে Playground AI। এখানে আপনি বিভিন্ন মডেলের ইমেজ তৈরি করতে পারবেন এবং পাবেন অনেক কাস্টমাইজেশন অপশন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি ফ্রি একাউন্টে দিনে ১০০০ টির মতো ইমেজ তৈরি করতে পারবেন।

Playground AI ওয়েবসাইটে চলে যান এবং গুগল দিয়ে সাইন-ইন করুন। প্রথম পেজেই আপনি বিভিন্ন ইমেজ ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবেন। নিজের ইমেজ তৈরি করতে উপরে ডান পাশ থেকে Create বাটনে ক্লিক করুন। ডানপাশে Prompt দেবেন এবং বামপাশে থাকে বিভিন্ন কাস্টমাইজেশন অপশন।

বামপাশ থেকে আপনি চাইলে Model চেঞ্জ করতে পারেন। পছন্দমতো ডাইমেনশন সিলেক্ট করতে পারেন। ইচ্ছে মতো কাস্টমাইজ করে Generate বাটনে ক্লিক করুন। মুহূর্তেই আপনার ইমেজ তৈরি হয়ে যাবে। ক্রিয়েট ইমেজ গুলোকেও আপনি চাইলে ইমেজের উপরে Action বাটনে ক্লিক করে ইচ্ছে মত কাস্টমাইজ করতে পারেন।

Playground AI

অফিসিয়াল ওয়েবসাইট @ Playground AI

৫. Leonardo.ai

এই লিস্টের শেষ টুল হচ্ছে Leonardo.AI। দারুণ সব প্রিমিয়াম লেভেলের ইমেজ এই টুল দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেক স্টাইল অপশন যা আপনার ইমেজকে নেক্সট লেভেলে নিয়ে যাবে।

Leonardo.AI ওয়েবসাইটে চলে যান এবং Get Early Access এ ক্লিক করুন। আপনার ইমেইল এক্সেস দিয়ে Count me in এ ক্লিক করুন। আপনার ইমেইলে প্রয়োজনীয় নির্দেশনা যাবে, সব কিছু কমপ্লিট হলে আবার হোম পেজে আসুন এবং launch App > Yes. I'm whitelisted এ ক্লিক করুন।

অ্যাপ ওপেন হলে বামপাশ থেকে AI Image Generation এ ক্লিক করুন। এবার এখানে আপনার Prompt দিন, প্রয়োজন মতো কাস্টমাইজ অপশন সিলেক্ট করুন এবং Generate বাটমে ক্লিক করুন। ইমেজ জেনারেট হয়ে গেলে আপনি কোন ধরনের ওয়াটারমার্ক ছাড়াই সেগুলো ডাউনলোড করতে পারবেন।

Leonardo.AI

অফিসিয়াল ওয়েবসাইট @ Leonardo.AI

শেষ কথা

ইন্টারনেটে অনেক ইমেজ জেনারেটর টুল রয়েছে তবে সব টুলে চাহিদা মত ইমেজ পাওয়া যায় না আবার পাওয়া গেলেও সেগুলো পেইড হয়। এই টিউনে আমি আপনাদের জন্য সেরা পাঁচটি টুল পিক করেছি যেগুলো আপনার চাহিদা মত ইমেজ ক্রিয়েট করে দিতে পারবে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস