আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব ই-বুক Split করা নিয়ে।
EPUB (Electronic Publication) হচ্ছে ই-বুক বা ইলেক্ট্রনিক বুকের জনপ্রিয় ফাইল ফরমেট যা ‘.epub’ এক্সটেনশন ব্যবহার করে। এবং এটি স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার সহ অন্যান্য ডিভাইসের সাথে কম্পিটিবল।
EPUB ফাইল ফন্ট, মেটাডাটা ডিটেল, ইমেজ, স্টাইলশীট, সহ আরও অনেক কিছু স্টোর করতে পারে। এর থাকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রোপার্টি যার জন্য স্ক্রিন সাইজ যেমনই হোক ফর্মেটিং নষ্ট হয় না। এই কারণে EPUB ফাইল স্ক্রিনে ডেটা দেখাতে পারে যা আকারে কয়েক ইঞ্চির মতো ছোট।
এই টিউনে আমি ৩ টি EPUB ডেক্সটপ অ্যাপ দেখাতে চলেছি যেগুলো ব্যবহার করে আপনি eBook, মাল্টিপল ফাইলে Split করতে পারবেন এবং প্রয়োজন মত স্টোর করতে পারবেন।
Calibre একটি ফ্রি, ওপেন সোর্স এবং জনপ্রিয় ই-বুক ম্যানেজার যা দিয়ে আপনি সহজে ই-বুক অর্গানাইজ, এডিট, এমনকি বিভিন্ন ফরমেটে কনভার্ট করতে পারবেন। এটি সাধারণ এবং এক্সপার্ট উভয় ইউজারদের জন্যই কাজের একটি টুল। এখানে রয়েছে, PDF, DOCX, MOBI, AZW এবং EPUB ফরমেট ইনপুট ও আউটপুট ব্যবস্থা।
Calibre এর একটি প্লাগইন হল EpubSplit যা ফ্রিতে ব্যবহার করা যায় এবং এটি দিয়ে আপনি EPUB ফরমেট Split করে নতুন EPUB ফরমেটে সেভ করতে পারবেন। তবে আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে EPUB ফাইলটি Split করবেন সেটা non-DRM কিনা।
কাজটি করতে প্রথমে আপনার Calibre EBook management ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে এরপর EpubSplit প্লাগ-ইনটি ইন্সটল করতে হবে। চলুন ধাপ গুলো জেনে নেয়া যাক,
অ্যাপটি রান করে Preferences > Plugin এ যান
Add new Plugins এ ক্লিক করুন
EpubSplit খুঁজে বের করে ইন্সটল করুন
এবার টুলবার থেকে, ‘Add books’ এ ক্লিক করুন এবং EPUB ফাইল ওপেন করুন। ফাইলটি Calibre Library তে দেখাবে।
বইটি সিলেক্ট করে ‘EpubSPlit’এ ক্লিক করুন। পছন্দমতো চ্যাপ্টার সিলেক্ট করে New Book বাটমে ক্লিক করুন।
এবার সিলেক্ট করা চ্যাপ্টার গুলো দিয়ে নতুন EPUB ফাইল তৈরি হবে। নতুন এই বইটি সেভ করতে রাইট ক্লিক করুন এবং ‘Save to disk’ সিলেক্ট করুন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Calibre Ebook Management
Sigil EPUB editor একটি মাল্টি প্ল্যাটফর্ম EPUB ই-বুক এডিটর যা ফ্রিতে Windows, Mac এবং Linux অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। এই টুল দিয়ে আপনি দুইভাবে EPUB ফাইল Split করতে পারবেন, Split মার্কার দিয়ে এবং কার্সর পজিশন দিয়ে।
অ্যাপটি রান করে EPUB ফাইল ওপেন করুন।
বাম পাশে আপনি চ্যাপ্টার গুলো XHTML ফাইলে দেখতে পাবেন, মাঝখানে দেখতে পাবেন XHTML এডিটর এবং একবারে ডানপাশে বইয়ের প্রিভিউ। এই অ্যাপ দিয়ে দুই ভাবে Split করতে পারেন।
Split মার্কার মেথড
মার্কার ব্যবহার করতে প্রথমে চ্যাপ্টার সিলেক্ট করুন। যে অংশ মার্ক করতে চান সেটা XHTML এডিটরে ন্যাভিগেট (নির্দিষ্ট জায়গায় ক্লিক) করে Ctrl + Shift + Enter এ প্রেস করুন। দেখবেন প্রিভিউ এ একটা হরিজন্টাল লাইন দেখা যাচ্ছে।
এভাবে বিভিন্ন অংশ মার্ক করে সর্বশেষ F6 এ প্রেস করুন।
কার্সর মেথড
এবারও XHTML editor এ যে অংশ Split করতে চান তা নেভিগেট করুন এবং Ctrl + Enter প্রেস করুন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Sigil EPUB editor
EPUB ফাইল মূলত zip ফাইলে কমপ্রেসড থাকে যা যেকোনো WinZip অথবা WinRAR দিয়ে ওপেন করা যায়। সুতরাং আপনি চাইলে ই-বুকের যেকোনো চ্যাপ্টার XHTML ফাইলে ওপেন করতে পারেন।
ম্যানুয়ালি EPUB ফাইল Split করতে চাইলে অপ্রয়োজনীয় চ্যাপ্টার (XHTML ফাইল) গুলো ডিলিট করে বাকি চ্যাপ্টার গুলো দিয়ে zip ক্রিয়েট করুন এবং ফাইলটি রিনেম করে ‘epub’ দিন। তবে খেয়াল রাখবেন XHTML ফাইল বাদে অন্য কোন ফাইল যেন ডিলিট না হয়ে যায়।
আপনি উপরের মেথড গুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু যেকোনো EPUB ফাইলকে ভেঙে ছোট ছোট ই-বুকে পরিণত করতে পারেন। আমার ব্যক্তিগত ভাবে Calibre Ebook management টুলটি পছন্দ হয়েছে যেখানে আরও অনেক ফিচার রয়েছে। তবে আপনি যদি কোন থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করতে না চান তাহলে ম্যানুয়াল মেথড ফলো করতে পারেন।
কেমন হয়েছে টিউনটি জানাবেন, আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 603 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।