নতুন আইফোন কেনার পর যে ১০ টি কাজ আপনি করতে পারেন

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

নতুন আইফোন কেনার পরে স্বাভাবিক ভাবেই আপনি এক্সাইটেড থাকবেন, হয়তো বুঝতে পারছেন না কীভাবে শুরু করবেন। চলুন আজকের এই টিউনে আমরা জানব নতুন আইফোন কেনার পর আপনি কী কী কর‍তে পারেন।

১. আইফোন আপডেট দিন

ফোনটি কেনার পর ল্যাটেস্ট সব ফিচার পেতে আপনার প্রথমেই ফোনটির সিস্টেম আপডেট করতে হবে। এতে যেমন আপনি নতুন ফিচার পাবেন তেমনি ফোনের স্ট্যাবেলিটি ও সিকিউরিটি ইস্যু সলভ হবে। সুতরাং ফোনটি আনবক্স করে সবার প্রথমে আপডেট করুন।

আপডেট করতে Settings > General > Software Update এ যান এবং ল্যাটেস্ট iOS এ আপডেট করুন। আপডেট হতে কিছুটা সময় নিতে পারে তবে চিন্তার কিছু নাই ব্যাকগ্রাউন্ডেই আপডেট প্রক্রিয়া চলবে।

২. Apple TV+ ট্রায়েল একটিভ করুন এবং কিছু HDR ভিডিও দেখুন

প্রতিটি নতুন আইফোনে তিন মাসের ফ্রি Apple TV ট্রায়েল পাওয়া যায়। টিভি অ্যাপ থেকে এটি আপনি একটিভ করতে পারেন। যদি ভুল করে আনইন্সটল করে দিন তাহলে আপনার App Store থেকে ইন্সটল করুন।

Apple Tv তে লগইন করতে আপনি Apple ID ব্যবহার করবেন। যেকোনো ডিভাইস যেমন স্মার্ট টিভি এবং ল্যাপটপ থেকে টিভি দেখতে পারেন তবে আইফোনে অতিরিক্ত সুবিধা পাবেন। ল্যাটেস্ট আইফোনের HDR ডিসপ্লে দেবে চমৎকার টিভি অভিজ্ঞতা। iPhone 13 এবং 13 Pro এ আপনি পাবেন 1200 nits এর ব্রাটনেস লেভেল।

৩. Apple Arcade ট্রায়েল Redeem করুন

Apple TV এর মত নতুন আইফোনে আপনি পাবেন Apple Arcade এরও তিন মাসের ট্রায়েল। App Store এ গিয়ে Arcade ট্যাবে ক্লিক করে ট্রায়েল Redeem করতে পারেন।

Apple Arcade এ আপনি পাবেন হাই কোয়ালিটি এক্সক্লুসিভ সব গেম। রয়েছে SongPop Party এর মত Trivia গেম, Taiko no Tatsujin এর মত Rhythm-action গেম, The Oregon Trail, এর মত রেন্ট্রো ক্লাসিক গেম এবং মডার্ন Tiny Wings+, Jetpack Joyride+।

কিছু কিছু গেম আপনি কন্ট্রোলার দিয়েও খেলতে পারবেন আইফোনের গেমপ্যাড কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করতে পারবেন PlayStation অথবা Xbox controller এর সাথে।

নোট: Apple TV এবং Apple Arcade ট্রায়েল ভার্সন শেষ হবার আগে ক্যান্সেল করে দিতে পারেন না হয় শেষ হলে টাকা চার্জ করবে। সুতরাং ট্রায়েল শেষ হবার আগে রিমাইন্ডার সেট করে রাখুন।

৪. সিনেম্যাটিক ভিডিও শুট করুন

iPhone 13 এবং 13 Pro রয়েছে ভিডিও শুট করার ক্ষেত্রে Cinematic Mode, । এর মাধ্যমে আপনি সফট Bokeh ইফেক্ট এবং ফোকাস ট্রান্সজিশনের মাধ্যমে সিনেম্যাটিক ভিডিও ক্যাপচার করতে পারবেন। ভিডিও শুট করার পরেও চাইলে সেটা প্রয়োজন মত এডিট করে নিতে পারবেন।

এই মুডে ভিডিও করতে প্রথমে ক্যামেরা ওপেন করুন, নিচের লিস্ট থেকে Cinematic Mode সিলেক্ট করুন। এখন সাবজেক্ট ফোকাস করে Aperture, সহ অন্যান্য বিষয় বিবেচনা করে ভিডিও করা শুরু করুন।

৫. ট্রাই করুন বিভিন্ন Photographic Styles

iPhone 13 এবং 13 Pro, এ আপনি তুলতে পারবেন দুর্দান্ত ও নতুন স্ট্যাইলের ফটো। ফটো তুলার আগেই আপনি ফটো কাস্টমাইজ করতে পারবেন। ফিল্টার দিয়ে ছবি তুলার চেয়ে এটি আরও বেশি কার্যকরী।

ক্যামেরা ওপেন করে বিভিন্ন Photographic Styles আপনি সিলেক্ট করতে পারেন। পারফেক্ট স্কিন টোন, Contrast, Saturation এর কম্বিনেশনে আপনি সেরা মুহূর্ত ক্যাপচার করতে পারবেন।

৬. iPhone 13 Pro দিয়ে করুন ম্যাক্রো ফটোগ্রাফি

iPhone 13 Pro এ আছে তিনটি ক্যামেরা যেখানে আপনি Macro Mode এ ছবি তুলতে পারবেন। ছোট অবজেক্ট এর কাছ থেকে ছবি তুলতে এই মুড আপনাকে সাহায্য করতে পারে।

iPhone 13 Pro তার ultra-wide লেন্স দিয়ে এই ধরনের ছবি তুলে। এই লেন্স আবার iPhone 13 এর মধ্যে নেই। ফোনের ক্যামেরা অ্যাপ ওপেন করে কোন সাবজেক্টকে ক্লোজ করে ফোকাস করলে এই মুড চালু হবে।

৭. MagSafe অথবা একটি ফাস্ট চার্জার কিনুন

আমরা জানি এখন আইফোন আর বক্সের সাথে চার্জার দেয় না তবে একটি USB-C চার্জিং ক্যাবল দেয়। এই ক্যাবল দিয়ে আপনি ল্যাপটপ বা পাওয়ার এডেপ্টার দিয়ে আইফোন চার্জ দিতে পারেন অথবা পুরনো আইফোনের ক্যাবল দিয়েও চার্জ দিতে পারেন।

কিন্তু আপনি আইফোনে চার্জিং সুবিধা পেতে একটি ফাস্ট চার্জিং 20w USB-C এডাপ্টার কিনে নিতে পারেন। iPhone 12 এর পর থেকে আইফোনে এসেছে উন্নত মানের ওয়ারলেস চার্জিং ব্যবস্থা MagSafe Charger। 5w স্ট্যান্ডার্ড Qi চার্জার এর তুলনায় এখানে আপনি পাবেন 7.5w পাওয়ার।

৮. কিছু Shortcuts তৈরি বা ডাউনলোড করুন

আপনি আইফোনে নতুন হলে কাজের সুবিধার্থে শর্টকাট ওয়ার্কফ্লু তৈরি করে নিতে পারেন। Shortcuts অ্যাপ ব্যবহার করে আপনি হাতের কাছেই রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব টাস্ক।

এই অ্যাপ ব্যবহার করে আপনি অটোমেশন টাস্কও সেট করতে পারেন যেমন অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জ হওয়া, নির্দিষ্ট অ্যাপ ওপেন করলে নির্দিষ্ট কাজ করা ইত্যাদি।

৯. নতুন হোম স্ক্রিন এবং Control Center সম্পর্কে জানুন

iOS 14 থেকে অ্যাপল এনেছে App Library নামে দারুণ ফিচার এখন আপনাকে অ্যাপ পেজে স্ক্রুল করার দরকার নেই হোম পেজেই পেয়ে যাবেন সব প্রয়োজনীয় অ্যাপ সেটা আবার ক্যাটাগরি অনুযায়ী। হোম পেজে একই সাথে পাবেন চমৎকার Widgets অভিজ্ঞতা।

Widgets এর মাধ্যমে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো সহজেই দেখে নিতে পারবেন সেটা হতে পারে, weather, recent notes, Calendar, এবং ফটো অ্যাপের র‍্যান্ডম মেমোরি। তৈরি করতে পারেন কাস্টম Widgets ও যা কয়েক বছর আগেও আইফোন ইউজাররা ভাবতে পারতো না।

চাইলে আপনি Control Center ও কাস্টমাইজ করতে পারেন, দেখতে পারেন শর্টকাট। Control Center এ এড করতে পারেন Apple TV Remote, Voice Memos, এবং Screen recording।

১০. iPhone 13 Pro এ ব্যবহার করুন LiDAR Scanner

iPhone 13 Pro, দারুণ একটি ফিচার হচ্ছে LiDAR scanner যা লেজার ব্যবহার করে আপনার চারপাশের 3D উপস্থাপনা তৈরি করতে পারে। এই ফিচারটি Google Maps এবং Angry Birds AR, Smash এর মত গেম গুলোর AR পারফরম্যান্স আরও উন্নত করছে।

Polycam অ্যাপ এর মাধ্যমে চারপাশের পরিবেশের 3D স্ক্যান করতেও এই ফিচার ব্যবহৃত হয়। কোন জায়গার 3D স্ক্যান করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। তবে এটি স্ট্যান্ডার্ড ফোটোর উপর নির্ভর করে তাই এটি থেকে খুব চমকপ্রদ রেজাল্ট আশা না করাই ভাল।

LiDAR scanner ফিচারটি ইতিমধ্যে ক্যামেরায় ব্যবহৃত হয় যার মাধ্যমে কম আলোতেও আপনার এবং পয়েন্ট করা সাবজেক্টের দূরত্ব এটি পরিমাপ করতে পারে।

শেষ কথা

শখের ফোনটি কেনার পর স্বাভাবিক ভাবেই ডিসকোভার করবেন কি ফিচার আছে, নাই। ফিচার ডিসকোভার করার পাশাপাশি আপনার ফোনের যত্নের দিকেও খেয়াল রাখতে হবে। ফোনকে পড়ে গিয়ে ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করতে অবশ্যই ভাল মানের কেইস ব্যবহার করুন। তাছাড়া এক্সিডেন্ট ড্যামেজে রিপেয়ার খরচ পেতে AppleCare+ এ সাইনআপ করে রাখতে পারেন।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 587 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস