৬ টি প্রয়োজনীয় VPN ফিচার যেগুলো আপনার জানা উচিৎ

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

আমরা বিভিন্ন কাজে VPN ব্যবহার করি। কিন্তু VPN এ কিছু ফিচার আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না এবং স্বাভাবিক ভাবেই স্কিপ করে যাই। তো এমন কিছু ফিচার সম্পর্কে আজকে জানব যেগুলো দারুণ কাজের কিন্তু আমরা এড়িয়ে যাই।

১. Killswitch

যেকোনো VPN এর খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে killswitch। killswitch এর কাজ হল, যখন VPN কাজ করা বন্ধ করে দেবে এটি সাথে সাথে আপনার ইন্টারনেট কানেকশন অফ করে দেবে। এটা গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের হাইড রাখতে অনেক সময় VPN ব্যবহার করি। কিন্তু VPN অফ হয়ে গেলে যেন আমাদের আইডেন্টেকটিউনস পাবলিশ না হয়ে যায় এজন্য Killswitch এর উৎপত্তি।

আপনি যখন টরেন্টিং করবেন এবং রিয়েল আইপি গোপন করে কোন কিছু করতে চাইবেন তখন এই ফিচারটি আপনার গোপনীয়তা রক্ষায় সাহায্য করবে। বেশির ভাগ VPN এ এই ফিচারটি ডিফল্ট ভাবে এনেভল থাকে তবে যদি সন্দেহ থাকে তাহলে একবার ভাল করে চেক করে নিন। যেমন NordVPN এ এটি আলাদা ভাবে এনেভল করতে হয়।

২. স্ট্রিম সার্ভিস ক্র‍্যাকিং

আমরা যখন বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস বাইপাস করতে VPN ব্যবহার করি তখন একটি বিষয় খেয়াল করি আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা সার্ভিস এভেইলেবল।

যেমন ইউরোপীয় ইউজাররা শুধু মাত্র US এর কন্টেন্ট দেখতে পারে আবার US এর ইউজাররা অন্য কন্টেন্ট। এই সমস্যার সমাধান হচ্ছে আপনি এড্রেস থেকে একটি ফেক ব্রিটিশ এড্রেস দিয়ে দিন, কাজ শেষ। এখন চাইলে এভাবে সব কন্টেন্ট দেখতে পারবেন।

এখন আপনি আমেরিকান হয়ে ইউরোপিয়ান ফুটবল ফ্যান হলেও সমস্যা নাই সব স্পোর্টস এর এক্সেস পাবেন।

৩. মডার্ন VPN প্রোটোকল

VPN ইউজ করার সময় আপনার প্রোটোকলও চেক করা উচিৎ। কখনো কখনো কোন VPN প্রোটোকলে আপনি কানেক্ট আছেন সেটা জানা দরকার। আপনার সিকিউরিটি কেমন হবে, নেট স্পিড কেমন হবে সেটা নির্ভর করবে প্রটোকলের উপরে। মেশিন একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করবে তার সেট অফ রুল হচ্ছে প্রোটোকল। সেরা প্রোটোকল আপনাকে নিরাপদ রাখবে এবং ইন্টারনেট কানেকশন হবে দ্রুত গতির।

সেরা VPN গুলো স্বাভাবিক ভাবে OpenVPN অথবা মালিকানাধীন প্রোটোকল ব্যবহার করে, তবে আপনার চেক করা নেয়া ভাল। সেটিংস ম্যানুতে আপনি প্রোটোকল পাবেন, ভাল হয়ে বিভিন্ন প্রোটোকল চেক করে দেখুন কোনটি সেরা ফলাফল দেয়। আমাদের সাজেশন থাকবে OpenVPN এর মত সিকিউর প্রোটোকল গুলো ব্যবহার করবেন।

৪. Split Tunneling

VPN এর দারুণ একটি ফিচার যা অনেকেই জানে না সেটা হচ্ছে Split Tunneling। এটার মাধ্যমে নির্ধারণ করা যায় কোন অ্যাপ VPN ব্যবহার করবে কোন অ্যাপ VPN কানেকশন ব্যবহার করবে না। VPN ব্যবহারে স্পিড কমে যেতে পারে সেটা আমরা জানি। এক্ষেত্রে VPN ব্যবহার করে সিকিউর ব্রাউজও করতে পারেন অন্যদিকে VPN ছাড়া ফুল স্পিডে ডাউনলোডও করতে পারেন। আবার টরেন্টে ডাউনলোড এর সাথে ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজও করতে পারেন।

তবে সব VPN এ এই ফিচারটি থাকে না, NordVPN এবং ExpressVPN এ এই ফিচারটি আছে।

৫. একই সময়ে মাল্টিপল কানেকশন

আপনি যখন কোন VPN সাবস্ক্রিপশন নেবেন তখন নিশ্চিত হোন এটি একই সময়ে মাল্টিপল ডিভাইসেও কানেকশন নিশ্চিত করে কিনা। যেমন যদি একই সাথে ল্যাপটপ ডেক্সটপ, মোবাইলে VPN ইউজ করতে পারেন তাহলে এটি চমৎকার হতে পারে।

যদি একটি সাবস্ক্রাইবে ১০ টির মত কানেকশন পাওয়া যায় তবে ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরও খরচ কিছুটা বেঁচে যেতে পারে।

৬. পারফরম্যান্স চেক

সর্বশেষ, আপনি VPN এর ক্ষেত্রে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে পারফরম্যান্স। নতুন VPN নেয়ার পর পরই আপনি এর স্পীড এবং সিকিউরিটি যাচাই করবেন। কিছু কিছু VPN যেমন ExpressVPN, বিল্ড ইন পারফরম্যান্স টুল থাকতে পারে তবে আপনি speedtest.net, এর মত টুল গুলো দিয়েও সেটা যাচাই করতে পারেন।

স্পীডের সাথে সাথে আপনার কানেকশনটি কতটা নিরাপদ সেটা জানতে লিক টেস্টও করতে পারেন। কিসের মধ্যে টাকা দিচ্ছেন সেটা অবশ্যই আপনার জানা উচিৎ।

শেষ কথা

VPN সার্ভিস নেয়ার পরে অবশ্যই উপরে উল্লেখিত বিষয় গুলোর দিকে আপনার নজর রাখা উচিৎ। ট্রায়েল পিরিয়ডেই যদি আপনি সন্তুষ্ট না হোন তাহলে চাইলে এটা ক্যান্সেল করতে পারেন। সুতরাং বিষয় গুলোতে নজর দিন এবং যেটা আপনার ডিমান্ড পুরোপুরি ফিলআপ করতে পারে সেটা নিন।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 622 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস