
ParetoLogic_PC_Health_Advisor_3.1।।।5MB হচ্ছে ছোট,হাল্কা,কিন্তু খুবই দরকারি সফট। কিছু দিন পূর্বে আমার পিসি স্লো আর রেজিস্ট্রি সমস্যার জন্য কোন সফটওয়্যার ইন্সটল হচ্চিলনা।তখন এক্সপারটদের হেল্প নিলাম,সবাই ParetoLogic এর কথা বলে।এখন সফট তো পেলাম কিন্তু ফুল ভার্সন আর মেলে নাহ(অনেক রাগ হচ্ছিলো নিজের উপর)যাই হক প্রায় ১২ দিন পর সফটা পাই।সাথে সাথে ভাবলাম সবার সাথে শেয়ার করে কিন্তু পরের গোলামী করলে যা হয়, অফিসে কাজের চাপে আর পেরে উঠতে পারি নাই।যাই হোক যারা system utility soft lover তাদের কাছে একেক জনের কাছে একেকটা ভালো লাগে।কেউAdvance system care pro,আবার কেউ Regcure.ইত্যাদি আরও অনেক।আমারও এগুলো অনেক প্রিয় কিন্তু ঐযে পূর্ব অভিজ্ঞতা থেকে বল্লাম এই সফটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
বেশি কথা না বলে চলুন এর কাজ/বৈশিষ্ট্য সমূহ দেখি।
ইনস্টলেশন এবং ব্যবহার:
* প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন ।
* এখন সফটওয়্যারটি Winrar দিয়ে Extract করুন ও ওপেন করুন ।


NEXT

I Agree

NExt

Install


OK

Run Pc Health Advisor (Check Mark) উথিয়ে দিন এবং Finish

Winrar দিয়ে Extract করা ফাইল -এ গিয়ে Patch ফাইল ওপেন করুন


Open File

Select PCHA>Open

Apply Patch


Scan Only




Driver Install করা থাকলে No,না থাকলে Yes.

পিসি Restart করুন।বাস শেষ।
এটার আরও বিস্তারিত জানার জন্য যান এই লিংক যদিও ইংলিশ।
যদি এরকম আরও দরকারি সফটওয়্যারের প্রয়োজন হয় , তবে Visit Here ..
ওরে বাবা কত বড় হইয়া গেল।নাহ পোস্ট করা বড়ই কষ্ট।তবে সবাইকে দেয়ার মাঝে আনন্দ। আজ হাম্বা কিনতে যাবে কে কে??????????????
আমি netseeder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ। আগে থেকেই ছিল