নিয়মিত windows install করুন, স্মার্ট হউন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি ভাল। কারন, আমি ভাল নেই। জ্বর হাঁচি কাশি সব একসাথে ধরসে আমাকে।

এর আগে মাউসের উপর একটা লেখা লিখে অনেক সমালচিত হয়েছিলাম। একজন বলেছিল ফালতু টিউন। এই লেখার জন্য যে জুতা খেতে হবে এই ব্যপারে মোটামুটি সিওর।

আমরা বাংলাদেশি কম্পিউটার ইউজাররা খুবই স্মার্ট। কারন আমরা সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক উইনডোজ ইন্সট্রল করি। তবে এতে আমাদের কোনই সমস্যাই হয়না। জদিও অনেক ডাটা ও সময় এতে নষ্ট হয়।

আসুন দেখি কেন আমরা উইনডোজ ইন্সট্রল করি। আমারা প্রায়ই কম্পিউটার অন করার পরে দেখি কোন কিছুই কাজ করতেসে না অথবা সব কিছু খুবই স্লো বা কম্পিউটার চালুই হচ্ছে না! তাই আমরা বাধ্য হয়েই নিয়মিত উইনডোজ ইন্সট্রল করি। কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার নিয়মিত আপডেট হচ্ছে এবং ইন্টারনেটের স্পিড বারছে আমাদের সময় বাঁচানোর জন্য। যেই সময়টুকু বাঁচল সেই সময়টুকু আমরা ব্যয় করি উইনডোজ ইন্সট্রল করতে। এতে দোষের তো কিছু নেই তাই না। 😀

আসুন এইবার দেখি আমরা এতো স্মার্ট হওয়ার পরেও কেন কম্পিউটারে এমন হয়। প্রধান কারন কম্পিউটারে কোন এ্যন্টি ভাইরাস নেই বা থাকলেও সেটা ফ্রি এ্যন্টি ভাইরাস। আমরা দুনিয়ার সব সফটওয়্যার ফ্রিতে ক্র্যাক করে ব্যবহার করি আর এ্যন্টি ভাইরাস কিনব ১,০০০/- টাকা খরচ করে! এ্যন্টি ভাইরাস কম্পানিগুলা ফাইজলামির আর জায়গা পায় না! মার্কেটে গিয়ে যখন দেখি ক্ষ্যাত পোলাপাইন গুলা এ্যন্টি ভাইরাসের লাইসেন্স করা সফটওয়্যার কিনতেসে তখন হাসি আর চেপে রাখতে পারিনা। মামুকে জিজ্ঞেস করলেইতো মামু কয়েক কোটি এ্যন্টি ভাইরাসের সিরিয়াল আর ক্র্যাক জোগার করে দিবে। খালি খালি টাকা নষ্ট করে পরিচিত পাবলিক দের কাসে ক্ষ্যাত হওয়ার কোন মানে নাই।

ভাই বা বোন আমার বিশেষ অনুরোধ উপরের লেখার সাথে আপনার কোন রকমের মিল পাওয়া গেলে নিচের লেখা পড়া থেকে বিরত থাকুন। চাইলে অসাধারণ এই ভিডিওটা দেখে আসতে পারেন।

আচ্ছা কখনও কি ভেবেছি ফ্রিতেইতো কত এ্যন্টি ভাইরাসের পাওয়া যায়। ৩০/- টাকার একটা সিডিতে প্রায় ৫/৬ টা প্রফেশনাল এ্যন্টি ভাইরাসের পাওয়া যায়। এর পরেও মার্কেটে ১,০০০/- টাকার এত এ্যন্টি ভাইরাস কেন বিক্রি হয়? মানুষ যতই বড় লোক হোক না কেন ফ্রিতে যদি কোন কিছু পাওয়া যায় তাহলে ফ্রিতেই কিনবে টাকা খরচ করে কিনবে না।

আসুন এইবার দেখি আপনার কম্পিউটারের মূল্য কত এবং কনফিগারেশন কি। ধরলাম অনেক বছর আগের কিনা পেন্টিয়াম 4 কম্পিউটার। মূল্য আনুমানিক ৪০,০০০/- টাকা। যদি ধরি বর্তমানে কেনা (দোয়েল ব্যাতিত) কোন নেটপ্যাড লো কনফিগারেশনের তাও সেটা ২০,০০০/- এর কমতো না। তার পরেও যদি আরও কম দামি সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড কোন কম্পিউটার আপনি ব্যবহার করে থাকেন তাহলে এই ওয়েবসাইটে এসে আপনার এই লেখা পরার সম্ভাবনা খুবই কম।  ১,০০০/- টাকা দিয়ে যদি কেউ লাইসেন্স করা একটা এ্যন্টি ভাইরাস ১ বছরের জন্য কিনে তাহলে তার দৈনিক গড়ে ৩/- টাকার ও কম খরচ হবে! আপনার কম্পিউটারের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই পরিমান টাকা কি খুব বেশি হয়ে গেল? আপনি যদি এককালীন নূন্যতম ২০,০০০/- টাকা দিয়ে কম্পিউটার কিনতে পারেন তাহলে ১,০০০/- টাকা দিয়ে তার নিরাপত্তা ও সুরক্ষার জন্য লাইসেন্স করা একটা এ্যন্টি ভাইরাস কিনতে পারবেন না? আপনার প্রিয় কম্পিউটারের ভালোর জন্য একটু স্মার্টনেস নাহয় কমালেনই!

আমি ব্যক্তিগতভাবে ডাউনলোড করা আর ৩০/- টাকার সিডিতে কেনা প্রায় ৮-১০ টা এ্যন্টি ভাইরাসর ইউস করসি এবং অনেক বার উইনডোজ ইন্সট্রল করসি। আর লাইসেন্স করা তিনটা এ্যন্টি ভাইরাস পান্ডা ক্যাস্পারস্কি নরটন ইউস করসি। কিন্তু এই শয়তান এ্যন্টি ভাইরাসগুলার জন্য কখনও উইনডোজ ইন্সট্রল করার কোন সুজোগ পাইনি। 🙁

আমার এই লেখা যদি আপনাদের ভাল লাগে (না লাগার চান্স ৯৫%) তাহলে আমার এই থার্ড ক্লাস সরি ফোর্ত ক্লাস এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। ফালতু একটা ব্লগ তৈরি করসি। বাংলায় বানাতে কষ্ট হবে তাই ইংলিশে বানাইসি। আলসেমির চূড়ান্ত পর্যায় বোঝেনইতো। ইন্দুর বিলাই কাউয়া কেউই এই ওয়েবসাইটে ঢুকে না ।

সবাই ভাল থাকবেন। মন্তব্য করতে ভুলবেন না। কোন প্রশ্ন থাকলেও জিজ্ঞেস করবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি upol69। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই পড়ে ভালই লাগলো। আপনি কি একবার ভেবে দেখেছেন ক্রাক করা উইনডোজে জেনুইন এন্টিভাইরাস কেমন লাগে? ঠিক যেন লুঙ্গিতে কোট পরা।ভাই লিনাক্স ব্যবহার করেন ভাইরাসের চিন্তা থেকে রেহায় পান।উইনডোজের অনেক সফট লিনাক্সে ব্যবহার করা যায়।

    Level 0

    @Joy: অনেক সফট ব্যবহার করা যায় কিন্তু অনেক সফট ব্যবহার করা যায় না। ক্রাক করা উইনডোজের মূল্য কিন্তু জেনুইন এন্টিভাইরাসের চেয়ে অনেক বেশি। ক্রাক করা উইনডোজ দিয়ে তেমন সমস্যা কিন্তু হচ্ছে না।

    Level 0

    @Joy: ভাই, আমি এই কমেন্টটাই করতে চাইছিলাম। ধন্যবাদ।

আমি প্রায় কোন সমস্যা ছাড়া ৩ মাস ধরে উইন্ডোজ একটানা ব্যাবহার করছি এখন পর্যন্ত কোন সমস্যা নেই ইনশাল্লাহ হবেওনা আর আমি একটু বেশি স্মার্ট কেননা আমি Eset Smart Security 5 ব্যাবহার করছি যার ক্ষমতা আপনারা সবাই জানেন, আর হাঁ আমারটা ক্র্যাক করা ২০১৬ পর্যন্ত।

    Level 0

    @smtanvirahmed: আমিও Eset ক্র্যাক করে ব্যবহার করেছিলাম। ভাইরাস ধরত মারত কিন্তু তারপরেও দেখা যেত যেই ফাইলের ভাইরাস আবার active হয়ে গেসে।

    ভাই, আপনার ক্রাক ফাইলটা যদি আমাকে দিতেন দয়া করে। তাহলে কৃতজ্ঞ থাকব। আমি কি আমার ইমেইল এখানে দেব?
    অথবা আপনি যেভাবে আমাকে দিতে চান। তবে ভাই দিবেন অবশ্যই।

      Level 0

      @Mamun Abdullah: সরি ভাই আমার কাসেতো এইগুলা নাই। প্রায় ২ বছর আগেই এইসব জঞ্জাল ডিলিট করে দিসি। smtanvirahmed ভাইয়ের কাসে ক্র্যাক আসে আপনি উনার কাসে চান।

    @smtanvirahmed: ভাইয়া কিছু মনে করবেন না, যে অ্যান্টিভাইরাস নিজের সিকিউরিটি নিশ্চিত করতে পারে না(কারন একে ক্র্যাক করা যায়) সে কিভাবে অন্যকে সিকিউরিটি দিবে?

আপনার সাইটটা সুন্দর!

Level 0

@আপোন জন: আপনে টিউন পড়া আগে বাদ দেন। মান খারাপ বা ফালতু হলে সেইটা মডারেট বুঝবে। আপনারতো তো মনে হয় হাসান যোবায়ের, জাকির, প্রবাসি তাদের টিউনও ভাল লাগে না।

Level 0

ভাই কিছু মনে করবেন না আপনার বিঞ্জাপনটা আমার কাছে খুবি ভালো লেগেছে।
(আমি টিউন করতে পারিনা তাই শুধু comment করি।)

    Level 0

    @Aynal369: সরি ঠিক বুঝলাম না। একটু বুঝায় বলবেন কি।

thanx brother. sottiy ekta valo kotha bolesen. at last a spacial thanx to you.

    Level 0

    @Monir Hossain: আপনার কমেন্ট পরে চোখ জুরায় গেল। উপরের কমেন্টে দেখেন আপন জন নামে একজন আমাকে বলসে টিউন করা বাদ দিতে।

Level 2

apni amar moner kotha bolechen

এত কস্ট করে চুরি করার কি দরকার ( পাইরেটেড উইন্ডোস আর জেনুইন এন্টী-ভাইরাস !! খিকজ ) ,আমি জানতাম বাঙালি সস্তা পেলে আলকাত্রাও খায়, কিন্তু লিনাক্স এ মানুষের কি এল্যার্জি তা আমি বুজি না !
২০১৩ সালে যখন বিল মামু ঠেলা দিবে তখন সবাই উইন্ডোস ছেড়ে দিতে বাধ্য হবে, তাই আমি মনে করি সব কিছুর জন্য আগে থেকে আয়োজন করে রাখা দরকার ।

    Level 0

    @উদাসী মিরাজ: ভাই, বলেন কি!! আর উইন্ডোজ ব্যবহার করতে পারব না?? তা হলে সর্বনাশ! 🙁
    আমি লিনাক্স ইউজ করেছি, কিন্তু উইন্ডোজ বেশি ভাল। মাইক্রেসফট অফিসের কাছে ওপেন অফিসগুলো কিছুই না। মহা বিপদ হবে। 🙁

      @NUMB: ভাই আমিত তাই জানি তাই আগে থেকে প্রস্তুত হয়ে নিচ্ছি জাতে যে কোন সময় উইন্ডোস ছেড়ে ফ্রি লিনাক্স এ অভ্যস্থ লাগে । আর পাইরেটেড জিনিস ইউস করতে কেমন যেন লাগে !!!

    Level 0

    @উদাসী মিরাজ: আমার পিসিতে প্রায় ৫০ টার মত সফটওয়্যার আসে। সেইগুলা সব কি লিনাক্সে চলবে? পাইরেটেড উইন্ডোজে জেনুইন এন্টী-ভাইরাস ব্যবহার করে কি কোন সমস্যা হচ্ছে?

      @upol69:
      নাহ ভাই সমস্যা না, কিন্তু এতে আমাদের দেশের অসম্মান হয়, আমরা যেখানে ফ্রি অপারেটিং সিস্টেম ইউস করতে পারি সেখানে পাইরেটেড উইন্ডোস ব্যাবহার করার দরকার হয় না, আর লিনাক্স এর জন্য উইন্ডোস এর বিকল্প সকল সফট দেয়া আছে, সুতরাং ভয়ের কোন কারন নাই আর আপনি যদি তবুও উইন্ডোস এর সফট লিনাক্স এ চালাতে চান তবে wine নামে একটা সফট আছে যা দারা আপনি উইন্ডোস এর প্রায় সকল সফট চালাতে পারবেন 😀

    @উদাসী মিরাজ: দেখেন মিরাজ ভাই, যেখানে আপনার কথার মর্ম কেউ বুঝবে না,সেখানে কষ্ট করে বলবেনও না। বৃথা যাবে।

Level 0

সুন্দর টিউন ও সুন্দর সাইট।

    Level 0

    @NUMB: ধ্যনবাদ। উপরে দেখেন আপোন জন নামে একজন বলসে আমাকে টিউন না করতে। কি করব বলুনতো?

আমি কিন্তু মজা পাইসি।

    Level 0

    @এম.এইচ.রিয়াদ: ধ্যনবাদ। আপনি যেমন মজা পাইসেন তেমন আপোন জন নামের একজনের এতই ফালতু লাগসে যে মুখ হা হয়ে গেসে। কি করি বলুন তো?

Level 2

পোস্ট স্টিকি করার দাবি জানাই।

    Level 0

    @shaonx: আমি আশাও করিনি এমন কমেন্ট করার জন্য অনেক ধ্যনবাদ। আপনার মনে হচ্ছে পোস্ট স্টিকি করা দরকার কিন্তু উপরের কমেন্টে দেখুন “আপোন জন” কি লিখেছে। একসাথে অনেক দাবি করলে পোস্ট স্টিকি করার সম্ভাবনা আছে। সাইফুল ইসলাম ভাইয়ের https://www.techtunes.io/tuner/saifulmd_0/ যদি ভাল লাগে তাহলে অবশ্যই পোস্ট স্টিকি করা হবে।

Level 0

upol69 ভাই, প্রকৃত কথাই বলেছেন।এজন্য আপনাকে ১০০০০০০০০০০০০০বার ধন্যবাদ।ভাই কোনটা কিনলে ভালো হবে?

    Level 0

    @ganibd: আপনি আমাকে ১০০০০০০০০০০০০০বার ধন্যবাদ দিয়েছেন কিন্তু উপরে দেখেন আপন জোন নামে একজন বলেছে এইরকম টিউন করলে মান নষ্ট হবে। নিচে আপনার প্রশ্নের উত্তর দিলাম।

Level 0

upol69 ভাই, প্রকৃত কথাই বলেছেন।এজন্য আপনাকে ১০০০০০০০০০০০০০বার ধন্যবাদ।ভাই কোনটা কিনলে ভালো হবে দয়া করে জানাবেন।

    Level 0

    @ganibd: মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ। ভাল একটা কথা জিজ্ঞেস করেছেন। আমার অভিজ্ঞতা থেকেই উত্তর দেই। পান্ডাতে সব ঠিক আসে কিন্তু প্রায়ই অটোমেটিক আপডেট বন্ধ হয়ে যায় এমনকি তখন ম্যনুয়ালিও আপডেট করা যায় না। ক্যাস্পারস্কির সবই খুব ভাল কিন্তু তারা নিজেদের মার্কেটিং করার জন্য বিনা প্রয়োজনে স্ক্রিনে আসে। সিডি ঢুকালে জিজ্ঞেস করবে পেন ড্রাইভ ঢুকালে জিজ্ঞেস করবে আরও বিভিন্ন ভাবে ডিস্টার্ব করবে। নরটনে আমার দেখা কোন সমস্যাই নাই। সার্ভিস খুবই ভাল। মেয়াদ উত্তির্ন হওয়ার সময় মনে পারে আমি এ্যন্টি ভাইরাসর ইউস করি। কখনই কোন ভাবে ডিস্টার্ব করে না। scan update সবই অটোমেটিক হয়।

Level 0

ভাই আমি আপনার পুরপুরি একমত হতে পারলাম না।একটা উদাহরন দেয়া যাক আমি Kaspersky Internet Security ব্যাবহার করি যেটির license key আমি বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করি। আমি ১ বছর রেজিস্টার করা license ব্যাবহার করেছি।আমি ক্র্যাক করা কী এর সাথে অরিজিনাল কী এর কোন পার্থক্য পাই নাই একটাই সমস্যা এটা হল license key কিছু দিন পর পর ব্লক হয়ে যায় তাই নতুন কী ডাউনলোড করতে হয় আই ঝামেলা ছাড়া আর কোন সমস্যা হয় না।আমি অরিজিনাল লাইছেন্স কী antivirus দ্বারা আমার পিসি স্ক্যান করে যে রেজাল্ট পাইছি আর ক্রাক করা কী antivirus দ্বারা স্ক্যান করে কোন পার্থক্য পাই নাই।আর OS ইন্সটল করা ডেইলি ডেইলি এটা আসলে কিছু মানুষের সখ তা ছাড়া কিছু না।

    Level 0

    @sohagpnk: আপনি যা বললেন তার সাথে আমার আভিজ্ঞতা আছে। তবে আমার ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে সেইটা স্ক্যান করে কোন পার্থক্য পাই নাই কিন্তু ক্র্যাক করাটায় কোন ভাইরাস মরে না আর অরিজিনালটায় ভাইরাস মরে।

Level 0

vai kicu mone koren na! ami ashole bujhte parlam na apni actually ki bujhate sasshen????????
example-free AVG internate secuirity,ESET smart secuirity licance till 2018 or 2016 egula ki pc k full protect korte pare na?against virus etc………..

    Level 0

    @phrumel: আমার কিন্তু মনে হচ্ছে আপনি খুব ভাল ভাবেই বুঝেছেন আমি কি বোঝাতে চাইসি। আর আপনার উত্তর হচ্ছে কখনই পারে না।

মিরাজ ভাই কি বললেন এটা ২০১৩ সালে বিল কাকু কি করবে উইন্ডোজকে?

    @smtanvirahmed: ভাই আমার জানা মতে মাইক্রোসফট করপোরেশন ২০১৩ সালে বাংলাদেশে জেশব পাইরেটেড উইন্ডোস আছে তা বন্ধে কার্যকরী ভুমিকা নিবে

    Level 0

    @smtanvirahmed: ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশে বাঁচতে পারব নাকি জানিনা, আর আপনি বিল গেটস ২০১৩ তে কি করবে সেইটা নিয়ে চিন্তা করতেসেন?

আমি 2035 সাল পর্যন্ত ক্রাক ক্যাস্পারস্কী পিওর লাগাইছি। খুব একটা খারাপ না। নিয়মিত আপডেট করি কীনা। ভালো টিউনের জন্য থ্যাংকস ।

    Level 0

    @Aowlad Hossain: খুব একটা খারাপ না মানে কিন্তু ভালোও না। ২০৩৫ সাল পর্যন্ত আপনার হার্ডওয়্যারের কোন পরিবর্তন কি হবে?

Level 0

everything is ok but video link ta kano dilan ? 59 ta dislike cilo ami 60 korlam ;

    Level 0

    @jabad bd: আরও একটা পরসে এখন দেখলাম ৬১ টা। আমার অবদানেও পরতে পারে। বাংলাদেশের নাম্বার ১ হিরোর নাম্বার ১ গানের অবস্থা দেখালাম আরকি। http://www.youtube.com/watch?v=kffacxfA7G4 এই লিঙ্কে ওয়ার্ল্ডের মোস্ট হিট একটা গান আছে। সেটার dislike এর পরিমানটা দেখে এসেন।

Level 0

Justin Bieber ar like 32.73%, but shakib ar 14.08% , and the bottom line is that, i hate shakib…..

    Level 0

    @jabad bd: take like korar kono karon ami dekhini. tarporeo she no 1 hero kivabe thik bujhlam na???

@উদাসী মিরাজ ভাই ২০১৩ সালের পর বিল কাকু কত লক্ষ পিসি ইউজারকে আইনের সামনে আনতে পারবেন তা বিল কাকুই গণিত কষে বের করবেন।
হ্যাঁ নিয়মিত উইন্ডোজ ইন্সটল করা অনেক ইউজারের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। ইউজাররা কোন হিসাব নিকাশ না করে অযাচিত ভাবে যেকোনো সফটওয়্যার ইন্সটল করেন, তার ব্যবহার কতটুকু হবে কা যাচাই না করেই। আমি আমার ১৮মাস পুরনো ইন্সটল করা উইন্ডোজ ইউজ করছি কোন সমস্যা ছাড়াই, প্রথমে এভাস্ট ফ্রী এন্টিভাইরাস ইউজ করতাম এখন ইন্টারনেট সিকিউরিটি ইউজ করি যদিও ashbase.dll ক্র্যাক করে কিন্তু এখনও পর্যন্ত কোন প্রকার সমস্যায় পড়িনি। তবে মাসে কমপক্ষে দুবার ওএস ইমেজ ব্যাকআপ নিই, যাতে করে কখনও যদি সমস্যায় পড়ি তবে সিস্টেমকে যাতে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। আমার পিসিতে এমএস অফিস নাই কারণ পোর্টেবল এমএস অফিস দিয়ে আমার সব কাজ হয়ে যায়। আরও অনেক পোর্টেবল সফটওয়্যার আছে আমার যা দিয়ে আমার প্রায় সব ধরনের কাজ হয়ে যায়। যে সফটওয়্যার আমি নিয়মিত ব্যবহার করি তা আমি ইন্সটল করে নিই। আমার ব্যবহার বিধির জন্য বিগত ১৮ মাস যাবত উইন্ডোজ ইন্সটল করতে হইনি এবং আশা করি ভবিষ্যতেও লাগবে না।
আপনার সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ।

Vai apnar uddog ta attonto sundor hoise aita te amar kono dimot nai.kintu vy jan apnar sathe pura puri akmot o hoite parlam nah.ami personaly eset nod 4.2 er trailer period ta ke lock kore 8mas dhore use kortese.ar ai 8mas e 1bar o kono setup dawa lage nai even virus khali detect e kore nai jharu pita dia dabrani khawaise.ta charaw tt te xp/vista genuin er anek gula tune ase jai gula te try marle windows to genuin hoiboi sathe sathe windows er to security essential asei jaita n0rt0n /kasper re challenge marar o joggota rakhe.vy jan akta kotha koi ,amader desher manush gorib. Amar m0to jara student manush tader nun antei panta furay obosta tara 1hajar taka paile aita tader kase anek.tobe jara samorthoban tader uchit license marka antivirus use kora

    Level 0

    @hijack newton: vai ami nijeo CSE er student. 1hajar taka pawa amar jonno onek boro bepar. tarporeo nirapottar jonnoi ami license kora kinte boltesi.

সুন্দর !

বাহ! মজা তো। আমি তো লাইফে কোন ক্র্যাকড এন্টিভাইরাস বেশিদিন ব্যবহার করিনি।এভাস্টেই কাম চলে!!

    Level 0

    @দিহান: আপনার এভাস্ট কি লাইসেন্স করা?

      @upol69: হ্যা, ফ্রি এন্টিভাইরাসটা এম্নিতে ১ মাস থাকে, লাইসেন্স করে নিলে ১ বছর। আমারটা অবশ্য ১৮ বছর

Level 0

সব বুজলাম ভাই, কিন্তু যে ছবি টা দিলেন তা দিয়ে কি বুজালেন? আপনার পছন্দ বা রুচি নিয়ে তো বুজার আর বাকি রইলনা।

    Level 0

    @sajid85: ভাই আপনি কিন্তু একদম উলটা বুঝলেন।

Level 0

@upol ভাই আমি crack সরি crack বললে ভুল হবে চুরি করা কী চালিত antivirus দিয়া স্ক্যান করে সব ভাইরাস রিমুভ করার পর genuine license করা antivirus দিয়া স্ক্যান করে কোন virus পাই নাই । ভাই আমি অনেক দিন ধরে চুরি করা কী দিয়া kaspersky চালাইতেছে কোন সমস্যা হয় না শুধুমাত্র কী বার বার download করার দরকার পরে ।আমি কোন পার্থক্য পাই নাই ভাই ।

ভাই, আমি উইন্ডোজ ৭ প্রফেশনাল ইউজ করি (অবশ্যই জেনুইন) মার্কেট মূল্য ($ 299 মাইক্রোসফট এর সাইট থেকে এই দামই দেখছি) । আচ্ছা আপনি কি জেনুইন উইন্ডোজ ইউজ করেন ????
আবার বড় করে বললেন আমরা ফ্রী তে সব ইউজ করতে চাই ।
আপনার তো উইন্ডোজ সেটআপ দেয়া লাগবেই, কারন আপনার উইন্ডোজ ই তো পাইরেটেড !!!!
১০০০ টাকা দিয়ে আন্টিভাইরাস না কিনে ২০,০০০ টাকা দিয়ে উইন্ডোজ কিনুন 😛
আমি MS Security essential ইউজ করি (অবশ্যই ফ্রী) আর আমার উইন্ডোজ জেনুইন , মজার ব্যাপার কি জানেন, আমার উইন্ডোজ ক্রাশ করে কম …………
আপনি নিজেই যখন পাইরেটেড কিছু ব্যাবহার করেন তখন এইসব আউল ফাউল টিউন ক্যামনে করেন ???? :O

(বি.দ্র.: টিউন আন্টিভাইরাসের কিন্তু ছবি ছাকিব কানের(!!!!!) বরই আজিব !!!!!!!!!! )

    @কমপুটার পোকা: আমরা জেনুইন Windows 7 ফ্রী পাইছি।

    Level 0

    @কমপুটার পোকা: আমি উইন্ডোজ ৭ ৬৪ বিট জেনুইন ব্যবহার করেছিলাম। প্রায় কোন গেমসই চলে না! স্মার্টনেসের প্রতিক হিসাবে ছাকিব কানের ছবি দিসি।

      @upol69: আপনার গেমস কি জেনুইন ছিল ??? আর আপনি সত্যিই ছাকিব কানের মত ইসমার্ট…………………

Level 0

পড়ে ভালই লাগলো..

আমি Microsoft এর Antivirus- Microsoft Security essential ব্যাবহার করি। কোন ভাইরাসের সাধ্য নাই আমার পিসিতে আসার। আর আমি গত ২রা জুন Windows ইন্সটল দিয়েছি। এখনও আমার পিসি স্লো হয়নাই। আমার Auto update অন করা। ক্রাক করে পুরা জেনুইন বানায় নিছি। অবশ্য Microsoft আমাদের University ‘র student দের Microsoft Windows7 সহ Microsoft এর ৭০ টা প্রোডাক্ট ফ্রী দিয়েছে

    Level 0

    @SHAIKH NOOR-E-ALAM: ভাই জলদি আপনার University র নাম বলেন। আপনার কথা শুনে আমারতো লোভ লাগতেসে।

Level 0

upol69 ভাই ধন্যবাদ।আমি গত ১ বছর NORTON (লাইসেন্সকৃত) কিনে ব্যবহার করছি। এখনও কোন সমস্যা হয়নি। পিসি যথেষ্ট ফাস্ট।এখনও Windows install দেওয়া লাগেনি।

ভাই এটা কি করলেন !!!!!!!!!!! পুরা পাঙ্খা !! শুধু এতোটুকুই বললাম আপনার টিউনটির প্রত্যেকটি লাইন favorite এ রাখার মতো ।

আপনাকে ১০০তে ১০০

Level 0

vai apnar post ta pore onek mojai laglo.apni to khub mojar manush

Level 0

নতুন Windows install করলে কি Virus সম্পূর্ণ Vanish হয়ে যায়? জানালে উপকৃত হব।

    Level 0

    @ganibd: না ভাই সি ড্রাইভ সাময়িক ভাবে ভাইরাস মুক্ত হবে। ১ ঘন্টার মধ্যই আবার ভাইরাস লাগতে পারে। অন্য ড্রাইভের সব ভাইরাস ঠিকই থাকবে।
    Windows install শেষ হলে ড্রাইভার install শেষ করে সাথে সাথে লাইসেন্স করা anti virus install করে তখনি আপডেট দিতে হবে। তাহলেই ইনশাল্লাহ সব সমস্যার সমাধান।

Level 0

vai pc slow hang kora kisu nidristo karoner janno sai bisoy gulo nea parla tune koren taholae ar windows a prob hoba na. ami to windows salaitasi prai 7/8 mas jabot net o use kori continue prob to hossa na slow o to na.toba kisu kisu tecnique jana thakla virous kono e prob na. dudin pora windows o deta hoi na. toba tune ta jara new user tader janno onek shantir. sorbopori apnar tuneta valo hoisa karon tune ta korta onek kosto hoisa ar ata karo na karo kaja lagba

Level 0

bhai ami sob e trial version use kore amer to kono chintai nai abar mone koriyen na je ami everyday windows dei ami 3/4 mas por por windows dei amer sob tria version jemon antivirus idm ip hide ja ja ja lage sob trial . bhai akhon janayen trial use kora valo na na kharap na kno problem ase aktu janayen

Level 0

বড়ই খাসা লিখেছেন। আশা করি নিয়মিত লিখে যাবেন…

বাহ খুব ভাল টিউন করলেন , আসলে টিউনটা আরও ব্যাপক হওয়া দরকার ছিল , কিছু মিসিং আছে , যাই হোক , আমার মন্তব্য হল , যারা টিউন এর বিপক্ষে তারাও ভুল বলেন নী আর যারা পক্ষে তারাও ভুল বলেন নী , আসলে মুল ব্যাপার তা হল উইন্ডোজ কে ব্যাবহার নিয়ে , একটু চিন্তা করুন সবাই আমরা টেকটিউনস এর ভক্ত এখানে আসি জানার জন্য আর জানানর জন্য আমরা প্রায় সবাই আসি পাওয়ার আসা নিয়ে কেউ প্রসংসা আর কেউ ফ্রি সফটওয়্যার এর জন্য , দাতা আছেন অনেক এর মধ্যে প্রবাসি ভাই , আমার মনে হয় অনেক দিচ্ছেন , যা কষ্ট করে যোগাড় করে দিচ্ছেন , এমন অনেক দাতা আছেন যারা অনেক কষ্ট করে দিচ্ছেন , পাচ্ছেন আত্মতৃপ্তি আর প্রশংসা ,আর উপল৬৯ ভাই দিলেন পরামর্শ আর জ্ঞান , যদিও বিজ্ঞাপন মনে করে অনেক ভাই মন্তব্য করেছেন তাতে টিউন এর ভবিষ্যৎ আরও ভাল হবে ,ভুল একটা সেটা হল উইন্ডোজ ইন্সটল করে স্মার্ট মনে করা বাক্য টা , যারা জেনুইন অ্যান্টিভাইরাস ব্যাবহার করেন তাদের কে ও উইন্ডোজ ইন্সটল করতে হয় , তো যাদের জেনুইন নেই তারা দিলে স্মার্ট হবে কেন ? আসলে আপনি টিউনটায় ইন্সটল আর স্মার্টনেস কে বিয়োগান্তক দিক দিতে গিয়ে ভুল করেছেন , তাই আপনার জেনুইন অ্যান্টিভাইরাস এর প্রচার অনেকেই উদ্দেশ্যমূলক মনে করে নিয়েছেন , আসলে ভুল তো আমরা করি তাই বলে এত বলে কয়ে ভুল ? আবার ও মন্তব্বে আসছি …।

    Level 0

    @ইশতিয়াক: আমার এই টিউন পরার পরে যদি মার্কেটে জেনুইন অ্যান্টিভাইরাস কয়েক লক্ষ টাকারও বিক্রি হয় আমি তার থেকে ১ টাকাও পাব না। 🙁

    Level 0

    @ইশতিয়াক এই লিঙ্ক দিলেন কেন? আমার এই পোস্টকি টেকি না?

@upol69 আপনার পোস্ট টেকি কি না , এই চিন্তা করেন কেন ,এখানে আরও বিষয় উল্লেখ আছে তা বুঝার চেষ্টা করুন , আপনার পোস্ট এ সরা সরি জেনুনিন অ্যান্টিভাইরাস এর ব্যাপার এ উৎসাহ দেওয়া হয়েছে যা টাকা দিয়ে ই কিনতে হয় , আর বাংলাদেশি সিনেমার নায়ক সাকিব খান কে কোন কারনে ব্যাবহার করছেন ? এমন করা ঠিক না , একজন টিউনার এর অনেক চিন্তা ভাবনা করে টিউন করতে হয় আপনি বিষয় টা কে হাল্কা ভাবে নিয়ে টিউন করেছেন , আপনি আপনার একটা সাইট এর লিংক দিয়েছেন এটা আমার দেয়া লিংক এর সাথে মিলাবেন তারপর বলবেন , আমি সার্বিক ভাবে বুঝার একটা লিংক দিয়েছি, আপনি না বুঝে অন্য প্রস্ন করেছেন , আপনার আরও বুঝার আছে , আমি চাই আপনি আপনার তৃতীয় টিউন এর মাধ্যমে আপনার পূর্ণতা বুঝিয়ে দিন ।ও আরেকটা কথা আপনি সম্ভব হলে জেনুইন উইন্ডোজ কিভাবে সহজে পাওয়া যাবে সেটা একটু সব্বাইকে জানান , কম্পিউটার যদি ৫০ হাজার বা লাখ টাকায় কিনতে পারে , তো জেনুইন কিনতে পারলে কেন কিনবেনা ? তো আগে সিস্টেম টা কে জেনুইন করার জন্য উৎসাহ দিন , পরে বাকি গুলোর জন্য উৎসাহ এবং উপকারিতা জানাবেন , আপনার কাছে উইন্ডোজ এর জেনুইন সিস্টেম টার বিষয়ে বিস্তারিত টিউন আশা করছি …।
আবার কথা হবে

Vai ekebare sothik kotha bolesen. Ami Kaspersky internet security use kori. Amar prai 8 month hoye gese windows dei nai. imagine it?

স্মার্ট সলুশান হল “ইমেজ ব্যাকাপ”। উইন্ডোজ সেটাপ দিয়ে সকল ড্রাইভার এবং সবসময় দরকার হয় এমন অ্যাপ্লিকেশান গুলো ইন্সটল করুন(যেমনঃ ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, ডাউনলোড ম্যানেজার, এন্টিভাইরাস ইত্যাদি)। এরপর কন্ট্রোল প্যানেল থেকে একটি ইমেজ ব্যাকাপ রেখে দিন, ৩০ গিগার কম জায়গা নিবে। পরে উইন্ডোজে কোন ঝামেলা হলেই ইমেজ রিস্টোর…