মজায় মজায় গণিত শিখুন – বলেন তো ৫১*১১ = ?

আসসালামু-আলাইকুম, আশা করি আপনারা সকলেই আল্লাহ্‌ এর রহমতে ভাল আছেন । আমি অনেক আগে থেকেই টেকটিউন এর সাথে যুক্ত কিন্তু কখনো কোন টিউন করা হয়ে উঠেনি । আজ ভাবলাম একটা টিউন করি যা সকলের কাজে আসতে পারে । আজকাল টেকটিউন এ শুধু আয় উপার্জন নিয়ে পোস্ট দেখি । অনেকে এই কারণে  অতিস্ট ও বটে । আমি তাই একটু শিক্ষামূলক কিছু নিয়ে লিখতে বসলাম । আমি একজন গণিতের ছাত্র তাই গণিত এর কিছু মজার কৌশল আপনাদের সাথে শেয়ার করছি । আপনারা হয়তো এই কৌশল টি অনেকেই জানতে পারেন ,কিন্তু আমার টিউন টি মুলত যারা জানেন না তাদের জন্য । আজ আমরা দেখবো কি করে অতি দ্রুত ১১ দিয়ে কোন সংখ্যাকে গুন করা যায় কোন খাতা কলম ছাড়াই । আমরা জানি কোন সংখ্যাকে ১০ দিয়ে গুন করা খুব ই সহজ । শুধুমাত্র যেই সংখ্যার সাথে ১০ গুণ করতে হবে তার শেষে একটা শুন্য বসিয়ে দিলেই হয় । ১০ দিয়ে গুণ করার নিওম টা অনেক সহজ ,কিন্তু বলেন তো ৫১*১১ =?

সাথে সাথে বলতে পারলেন নাতো , কিন্তু এখন যে টিপস টা দেব তার প্রেক্টিস করলে আপনি ও বলবেন এটা কোন বেপার হল নাকি ৫১ আর ১১ গুন করলে তো ৫৬১ হয় ।

তাহলে চলুন শিখে ফেলি গুণের নিয়ম টি , এতক্ষন পোস্ট টি পড়ে যদি বিরক্ত হয়ে থাকেন তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন ।

* প্রথমে যে সংখ্যার সাথে ১১ গুন করবেন সেই সংখ্যা দুটির মাঝে মনে মনে একটা ফাঁকাস্থান তৈরি করুন । উদাহরণ হিসেবে আমরা ৫১ ও ১১ কে নিচ্ছি । তাহলে ৫১ কে মনে মনে ভাবি ৫ __ ১

* এখন সংখ্যা দুটির প্রতিটি অঙ্ক যোগ করুন । যেমন  ৫+১=৬ ।

* এবার প্রথম ধাপে তৈরিকৃত ফাঁকাস্থানটিতে এই যোগফল টি বসিয়ে দিন অর্থাৎ ৫

* ব্যস আপনি উত্তর টি পেয়ে গেলেন ৫১*১১=৫৬১ ।

* প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে হাল ছারবেন না ,একসময় ঠিক ই পারবেন ।

* এভাবে বিভিন্ন সংখ্যা দিয়ে প্র্যাকটিস করতে পারেন ।

নোট - যদি গুণের সময় অঙ্ক দুটির যোগফল ৯ এর বেশি হয় তখন হাতে যা থাকবে তা বাম পাসের সংখ্যার সাথে যোগ হবে এবং বাকি অংক টি ফাঁকাস্থান এ বসবে । যেমন ৫৬*১১= ৫_৬ এখানে ৫+৬=১১ ।

সুতরাং ডান পাশের অংকটি ফাঁকাস্থান এ বসবে । অর্থাৎ ১ ফাঁকাস্থান এ বসবে ৫১৬

আর বাম পাশের অংকটি প্রদত্ত সংখ্যার বাম পাশের অঙ্কের সাথে যুক্ত হবে । অর্থাৎ ৫+১=৬

তাহলে আমরা সঠিক উত্তর পাবো ৫৬*১১=৬১৬

আজ এ পর্যন্ত , সবাই ভালো থাকবেন । আমার জন্য দোয়া করবেন । পোস্ট এর কোন ভুল থাকলে ক্ষমা করবেন । আর ভাল লাগলে কমেন্ট করতে ভুল করবেন না 🙂 ।

Level 0

আমি A.R.Bhuyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আনিসুর রহমান । অনলাইনে সময় কাটানোর পাশাপাশি ওয়েবসাইট নির্মাণ এবং ব্লগিং করতে ও পড়তে ভালবাসি । আমাকে পাবেন http://anisbd.com এ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice, thanks
……………………………………….

যেকোন সংখ্যাকে এভাবে ১১ দিয়ে গুণ করা যায় না, শুধুমাত্র ২ ডিজিটের সেসব সংখ্যা যাদের ২টা ডিজিটের যোগফল ১০ এর চেয়ে কম। আপনার সিস্টেমে ৫৬*১১ করে দেখেন তো কত হয়। যাই হোক প্রচেষ্টার জন্য ধন্যবাদ।

    Level 0

    @ইশতিয়াক: কমেন্ট এর জন্য ধন্যবাদ । এটার ও উপায় আছে ভাইয়া । একটু চিন্তা করলেই বুঝবেন … ৫৬*১১=৬১৬ । যখন গুণ করবেন তখন যদি অঙ্ক দুটির যোগফল ৯ এর বেশি হয় তখন হাতে যা থাকবে তা বাম পাসের সংখ্যার সাথে যোগ হবে । যেমন ৫৬*১১= ৫_৬
    , ৫+৬=১১ , ডান পাশের অংকটি ফাঁকাস্থান এ বসবে । আর বাম পাশের অংকটি প্রদত্ত সংখ্যার বাম পাশের অঙ্কের সাথে যুক্ত হবে । টিউন টি করার সময় এটা উল্লেখ করা উচিত ছিল কিন্তু ভুল হয়ে গেছে । আপনার জানার আগ্রহের কারণে সবাই জানতে পারবে । আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য ।

      @A.R.Bhuyan: জ্বি আমি জানি। আচ্ছা বলেন তোঃ ৪৫২৬*১১ = ৪৯৭৮৬ কেন? এটাও আপনার সূত্র একটু মোডিফাই করেই পাওয়া যায়।

Level 0

ato kosto korar ki dorkar ache!!! digital joge calculator ache na**

    Level 0

    yes vaia, erokom onek sonkha i modificatn kora jai . Dhonnobad apnar reply er jonno .@ishtiak vai.

Level 0

বাংলায় ভিডিও সহ কিভাবে ৩ সেকেন্ড এর মধ্যে যেকোনো দুই ডিজিট সংখ্যা এর সাথে ১১ গুণ করা যায় এর টিউটোরিয়াল দেখতে

বিস্তারিত>>>>>> http://goo.gl/y7pml

সবচেয়ে মজার কথা হচ্ছে এই ভাবে শুধুই ১১ না অন্য সংখ্যা যেমনঃ ১২,১৩,১৪,১৫,১৬,………সংখ্যা গুলোর সাথে সকল সংখ্যার গুণ করা যায়।কি অবাক লাগছে তাইনা।