ইউটিউবের মাথা নষ্ট করা ৪ টি সেরা ট্রিকস

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

কাজ কর্ম না থাকলে আমরা ইউটিউবে থাকতে পছন্দ করি, ভিডিও দেখি বা শর্ট দেখি। ইউটিউব অভিজ্ঞতা আরও সুন্দর করতে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ কিছু ইউটিউব ট্রিকস। চলুন কথা না বাড়িয়ে ট্রিকস গুলো দেখে নিই।

১. সহজে জুম এবং জুম আউট

আপনি ফোনে ইউটিউব যখন দেখবেন তখন ফুল স্ক্রিন করার জন্য অবশ্যই ডানপাশের ফুল স্ক্রিন আইকনে ক্লিক করবেন? এটার আর প্রয়োজন নেই।

আপনি কোন ভিডিও ফুল স্ক্রিনে দেখতে চাইলে ভিডিওটি একটি আঙুল দিয়ে Swipe up করুন, দেখবেন এটি ফুল স্ক্রিন হয়ে গেছে, আবার জুম আউট করতে Swipe Down করুন। ভাল লাগল না?

২. চ্যাপ্টারে চলে যাওয়া

বিভিন্ন ভিডিও চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা থাকে। চ্যাপ্টারে শিফট হতে আমাদের Description এ যেতে হয়। সেটার আর দরকার নেই, আপনি দুই আঙ্গুলে ডাবল ট্যাপ করে পরবর্তী বা পূর্ববর্তী চ্যাপ্টারে চলে যেতে পারেন।

৩. ইজি ফরওয়ার্ড করা

ভিডিও ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে যেতে আপনাকে নিচের প্রোগ্রেসবার যেতে হবে না। ভিডিওতে ট্যাপ করে ধরে ডান দিকে নিলে ফরওয়ার্ড হবে এবং বামে নিলে ব্যাকওয়ার্ড হবে।

৪. প্রোগ্রেসবারের কালার চেঞ্জ করা

আপনি ডেক্সটপে ইউটিউবে ভিডিও দেখার সময় যদি Awesome টাইপ করেন তাহলে নিজেই অবাক হয়ে যাবেন। এটি করার পর আপনার প্রোগ্রেসবারের কালার চেঞ্জ হয়ে ব্লিকিং করতে থাকবে।

শেষ কথা

আমার ব্যক্তিগত ভাবে ইউটিউবের এই ট্রিকস গুলো দারুণ লাগে, আশা করছি আপনারও ভাল লেগেছে এবং এগুলা আপনার ইউটিউবিং কে আরও সহজ করে দেবে।

বলতে পারি এই টিউন থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 587 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস