KDE Connect – তৈরি করুন অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ইকো-সিস্টেম

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

আপনি কি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ইকো-সিস্টেম খুঁজছেন? তাহলে বিশেষ এই টিউন আপনার জন্য। আজকে আমি এমন একটি অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করি দেব যেটা ব্যবহার করে আপনি উইন্ডোজ এবং এন্ড্রয়েডের মধ্যে দুর্দান্ত একটি ইকো-সিস্টেম তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে অ্যাপটির সাথে পরিচিত হওয়া যাক।

KDE Connect কী?

KDE Connect একটি দারুণ অ্যাপ যার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজের মধ্যে ফাইল আদান প্রদান সহ বিভিন্ন হ্যান্ডি কাজ করে ফেলতে পারবেন। ডিভাইস অনুযায়ী অ্যাপটি ইন্সটল করে নিন।

এটির মাধ্যমে উভয় ডিভাইসে আপনি ফাইল আদান প্রদান করতে পারবেন, টেক্সট কপি পেস্ট করতে পারবেন এমনকি ফোনকে মাউস পেড হিসেবেও ব্যবহার করতে পারবেন।

KDE Connect

উইন্ডোজ অ্যাপ @ KDE Connect

অ্যান্ড্রয়েড @ KDE Connect

কীভাবে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ইকো-সিস্টেম তৈরি করবেন

চলুন দেখে নেয়া যাক কীভাবে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ইকো-সিস্টেম তৈরি করবেন,

প্রথমে লিংক থেকে KDE Connect অ্যাপটি উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসে ইন্সটল করুন। উইন্ডোজ থেকে অ্যাপটি ওপেন করুন, দুটি ডিভাইস এক ওয়াইফাই এ কানেক্ট করুন।

উইন্ডোজ অ্যাপ থেকে Find Device এ ক্লিক করুন, এবার এখানে একই ওয়াইফাই এ কানেক্ট অ্যান্ড্রয়েড ডিভাইস দেখাবে। ডিভাইসে ক্লিক করে, ডান পাশ থেকে Pair এ ক্লিক করুন।

এবার ফোনের অ্যাপ এ যান, Pair new Device এ ক্লিক করুন।

আপনার পিসির নাম দেখাবে ক্লিক করলে Accept পপআপ আসবে। Accept করে দিন।

ব্যাস কাজ শেষ এবার চাইলে আপনি ফাইল আদান-প্রদান, মাউস কন্ট্রোল এমনকি ক্লিপ-বোর্ডও সেন্ড করতে পারবেন।

আপনার ফোন থেকে পাঠানো ফাইল গুলো পিসির Download ফোল্ডারে পাবেন।

শেষ কথা

উইন্ডোজ এবং এন্ড্রয়েডের অপারেটিংস সিস্টেমকে একই সাথে কানেক্ট করার তেমন ভাল কোন অ্যাপ এখনো আসে নি, তবে বেশ কিছু কাজ সহজে করে ফেলতে KDE আপনাকে সাহায্য করতে পারে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 523 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 111 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস