Messanger এবং WhatsApp এর ডিলিট হওয়া মেসেজ দেখুন!

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনস্ট্যান্ট মেসেজিং অপশন গুলোতে মেসেজ ডিলিটের অপশন থাকায়, আমরা সহজেই অপ্রত্যাশিত কোন মেসেজ কাউকে পাঠিয়ে দিলে সেটা ডিলিট করে ফেলতে পারি। এই ফিচারটি আমাদের প্রয়োজনের সময় দারুণ ভাবে সাহায্য করে। তবে সকল পরিস্থিতি আবার এক নয়।

কখনো কখনো আপনাকে কেউ এমন মেসেজ পাঠাতে পারে যা আপনার জানা খুব গুরুত্বপূর্ণ, হয়তো আপনি দেখার আগে তার মাইন্ড চেঞ্জ হয় গেল এবং ডিলিট করে দিলো। সৌভাগ্যক্রমে আপনি এর সমাধান পাবেন Android 11 এর পরের ভার্সন গুলোতে। আপনি চাইলে দেখে নিতে পারবেন, ডিলিট করার আগে কে কি মেসেজ আপনাকে পাঠিয়েছিল।

মেসেঞ্জার এবং WhatsApp এর ডিলিট মেসেজ চেক

তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনি মেসেঞ্জার এবং WhatsApp এর ডিলিট মেসেজ চেক করবেন।

প্রথমে ফোনের Settlings এ চলে যান। Notifications এ ক্লিক করুন।

Advanced Settings এ ক্লিক করুন

Notification History তে যান এবং সেটা এনেভল করে দিন। এখন থেকে সব মেসেজ দেখানে আসতে থাকবে।

এবার দেখুন যাদু!

যাদের ফোনে এই ফিচারটি নেই তারা থার্ডপার্টি একটা অ্যাপ ব্যবহার করে এই সুবিধাটি নিতে পারেন। প্লে-স্টোরে যান এবং Notification History লিখে সার্চ দিন এবং Notification History  ইন্সটল করে নিন।

শেষ কথা

আর এভাবেই আপনি খুব সহজে মেসেঞ্জার এবং WhatsApp এর ডিলিট মেসেঞ্জার দেখে নিতে পারবেন।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস