গুগলেক বেল রাখুন আপনার কােজর Schedule,গুগল আপনােক SMS কের মেন কিরেয় েদেব।একদম FREE !!

এটা আমার প্রথম পোষ্ট।ভুল হলে ভুলটা আমাকে জানালে খুশি হব।আমি পুরোনো কিন্তু মজার একটা বিষয় নিয়ে লিখছি।যেহেতু এটা গুগলের আনেক পুরাতন ফিচার তাই আনেকে হয়তো আগেই জানেন।যারা জানেন তারা পোষ্টটি ignore করতে পারেন।গুগল কেন এই ফিচার অফার করছে,আপনার কি কাজে লাগবে, কেন এটা মজার এইসব  কথা না লিখে আমি শুধু কিভাবে এটা Use  করতে হয় সেটা দেখাচ্ছি। চলুন শুর করা যাক।

Google Calender  হচ্ছে গুগলের এক্তা জনপ্রিয় ফিচার যেখানে আপনি আগে থেকে কোনো reminder এড করে রাখলে গুগল সেই সময় আপনাকে SMS or email (depends on your setup) করে জানাবে। কিভাবে তা setup krben চলুন দেখা যাক।

Step 1: প্রথমে http://www.google.com এ যান। উপরে বাম দিকের কোনায় দেখুন Calender লেখা আছে। Calender এ ক্লিক করুন।

1

আথবা নিচের URL কপি করে ব্রাউজার এর এড্রেসবার এ পেস্ট করে সরাসরি যান ঃ

https://www.google.com/accounts/ServiceLogin?service=cl&passive=true&nui=1&continue=http%3A%2F%2Fwww.google.com%2Fcalendar%2Frender%3Fhl%3Den%26tab%3Dwc&followup=http%3A%2F%2Fwww.google.com%2Fcalendar%2Frender%3Fhl%3Den%26tab%3Dwc&hl=en

Step 2: আপনার জিমেইল আইডি পাসওয়াড দিয়ে লগইন করুন।যে নতুন Window আসলো সেখানে Continue ক্লিক করুন :

2

 

Step 3: এখন আপনার জিমেইল একাউন্ট এর উপরে ডান দিকে লেখা Settings এ ক্লিক করুন।

3

Step 4:  এবার “Mobile Setup” এ ক্লিক করুন।এবার আপনার Country Code সহ মোবাইল নম্বর লিখুন।যেমন ঃবাংলাদেশের Country code +88.তাই আমর মোবাইল নম্বর লিখলাম +8801919094246. এরপর “Send Varification Code” এ ক্লিক করুন এবং OK করুন।কিছু সময়ের মাঝে আপনার মোবাইল এ একটা Varification Code পাঠাবে গুগল।এবার এই কোডটা “Varification Code” নামের যায়গায় লিখে “Finish Setup” এ ক্লিক করুন।গুগল আপনাকে আর একটা CConfirmation SMS সেন্ড করবে।নিচের ছবিতে procedure দেখুন ঃ

4

 

Step 5: এবার আপনার মোবাইল SMS কে Default Notification হিসাবে Select  করে দিন।Step 4 শেষ করার পর এই Screen টা Automatic আসবে।এর “Type of Notification” টিক দিয়ে Save ক্লিক করুন।

5

Step 6:  এখন আপনার Event ক্লিক করুন।কোন ডেট এর কয়টার সময় আপনি Notification চান,সেই Position এ ক্লিক করুন।এবার Details লিখে “Create Event” এ ক্লিক করুন।এভাবে যখন যখন Notification দরকার সেই সময়ে “Event ” Create  করে রাখুন এবং দেখতে থাকুন Google এর Magic.

6

 

আরো বিস্তারিত জানার জন্য কিম্বা এইরকম আরো মজার বিষয় জানার জন্য নিয়মিত চখ রাখতে পারেন আমার ব্যাক্তিগত ব্লগ এ এখান থেকে।  কিম্বা Direct নিচের লিংক থেকে :- http://technologybrief.blogspot.com/

Level 0

আমি programmermamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am mamun,Software Engineer.Passed from KUET at March,2008.Now working in Nitol TATA as software engineer.My cell is 01919094246


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াও ,…… নাইস টিউন মামুন ভাই!! কিপ ইট আপ!!

Level 0

ধন্যবাদ মামুন ভাই৷ আছি আপনার সাথে৷ চালিয়ে যান……………

কোন কোন মোবাইল সাপোর্টেড?

    মেরাজ ভাই, সব Valid Mobile SIM তেই হবে। Just try.

ধন্যবাদ..
মোবাইল এক্টিভেট করেছি,,,
দেখি আজ রাতে পাঠায় কিনা..
আবারো ধন্যবাদ!

Level New

এইত আমরা ডিজিটাল যোগের লোক Google আমাদের গুরুত্বপূর্ণ কাজ গুলা মনে করেদিবে। তা ভাবতেই ভালো লাগছে মামুন ভাই।