laptop(ডেল) এর ব্যাটারি চার্জ হওয়া বন্ধ করে কাজ করুন

laptop চালানোর সময় যদি ব্যাটারি চার্জ এ দিয়ে চালানো হয় তাহলে ব্যাটারি দ্রুত খারাপ হবার সম্ভাবনা দেখা দেয়। কারণ ব্যাটারি চার্জ এ বেশি সময় থাকলে তা গরম হয়ে উঠে যা ব্যাটারি এর লাইফ কমিয়ে দেয়। সরাসরি কারেন্ট দ্বারা চালানোর সময় আরা ব্যাটারি চার্জ হওয়া বন্ধ করা যায় । ডেল laptop এর ক্ষেত্রে কিভাবে বন্ধ করতে হয় তা আমি ্ক্রীন শট এর মাদ্ধমে দেখালাম। ডেল এর এটওয়ারের নাম dell battery meter. এই সফটওয়্যারন্য অন্য laptop এ ব্যাবহার করা যেতে পারে (নিশ্চিত না)
তবে মাঝে মাঝে  discharge(7% এর বেশি না) করে আবার charge দেওয়া উচিৎ ।

তবে নতুন গুলো ফুল চার্জ হওয়ার পরে আর চার্জ হয় নাঃ  http://www.dell.com/content/topics/global.aspx/batteries_sitelet/en/batteries_faq?c=us&l=en&cs=04#faq1      (নিচের কমেন্ট গুলোর আলোকে ঠিক করা হল  🙂  )

এটা আমার পোস্ট । বাংলা লেখার তেমন অভ্যাস নেই। তাই ভুল থাকলে কিছু মনে করবেন না 🙂

Level 0

আমি unknwon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Battery চারজ না করলে ল্যাপি কি আপনার নাচ দেখ চলবে?

    Level 0

    @Chumu: ac পাওয়ার এ চালাবেন। শুধু ্যাটারি চার্জ হওয়া টা বন্ধ করবেন। ্যাটারি ফুল চার্জ দেওয়া হয়ে গেলে চার্জ হওয়া বন্ধ করবেন, এতে ্যাটারি গরম হবে না, এর লাইফ টাইমও বেরে যাবে

Level 0

আমার LAPTOP-7 আমি কিভাবে করব বলেন দয়া করে
আর এটা সবাই দেখ http://free-software-homebd.blogspot.com/

    Level 0

    @ansar888: এটা ডেল ্যাপটপ এর সটওয়্যার, নাম dell battery meter এটা যদি আলাদা করে ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারেন তাইলে চলতে পারে, বা এরকম কোন অন্য সটওয়্যার খুঁজুন, আমি পেলে জানাব

ব্রাদার আমি আপনার সাথে ভিন্নমত পোষন করছি । শুধু ল্যাপটপের ব্যাটারী নয়, যে কোন লিথিয়াম আয়ন ব্যাটারী তার লাইফে সর্বমোট কতবার চার্জ হওয়া পর্যন্ত ফুল পারফমেন্স দেখাবে তার একটা পরিমান আছে । সোজা বাংলায় বলা যায় যতো বেশী বার চার্জ হবে ততো তাড়াতাড়ি ব্যাটারী দুর্বল হয়ে পড়বে ।
আপনার পরামর্শ অনুযায়ী যদি কিছুক্ষন চার্জ করি, তারপর আবার সেই চার্জ খরচ করি, আবার চার্জ দেই……..আবার………
এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই ব্যাটারীর অবস্হা কেরসিন হয়ে যাবে ।
যে সকল ইলেক্ট্রনিক ডিভাইস চার্জে চলে সেগুলো একবার ফুল চার্জ হয়ে গেলে যতই চেষ্টা করেন আর চার্জ নেয় না ।
অনেক সময় ব্যাটারী কন্ডিশন খারাপ হলে ফুলচার্জ হয়ে গেলেও চার্জার রিকানেক্ট করলে চার্জ নিতে পারে । মোবাইলের ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য করা যায় ।
আপনি খেয়াল করে দেখবেন – ল্যাপটপের চার্জ যখন ১০০% শো করে তখন যদি আপনি ব্যাটারী ইন্ডিকেটর/চার্জ ইন্ডিকেটরের উপর মাউস রাখলে একটি মেসেজ দেখাবে 100% / 99 % Available ( plugged in, not charging)
এর অর্থ হলো আপনার ল্যাপিতে চার্জারের প্লাগ লাগানো আছে, সেটি এখন সরাসরি সোর্স থেকে পাওয়ার নিচ্ছে এবং চার্জ হচ্ছে না ।
তাহলে বার বার চার্জ দিয়ে দিয়ে ব্যাটারীর ১২ টা বাজানোর দরকার কি ?
আমি এইভাবেই প্রায় ২ বছর ব্যাবহার করছি, আল্লাহর রহমতে এখনো ফুল পারফমেন্স পাচ্ছি ।

ধন্যবাদ টিউন করার জন্য ।

    Level 0

    @ভ্যাম্পায়ার: apni ki bolte chailen bujhlam na. ami charge bondho korar upai e bolesi, ami goto koek week dhore charge dey nai battery ekhn 83% ase, 99% theke 83% e asar karon laptop on korar por charging disable korte hoese tai. charge e thakle battery gorom hobe, ami tana 17/18 hour chalaisi, battery side gorom hoinai charging disable korar por

    @ভ্যাম্পায়ার: একেবারেই সত্য কথা। লিথিয়াম আয়ন ব্যটারীতে এত ঝামেলা নেই। ফুল চার্জ হয়ে গেলে এমনিতেই চার্জ নেওয়া থেমে যায়।

      @মিনহাজুল হক শাওন:

      একদম সহজ ভাষায় কন যে কোনটা করা উচিৎ?

      ব্যাটারি দিয়ে চালালে ব্যাটারি বেশিদিন যাইব? নাকি প্লাগ ইন করে চালাইলে ব্যাটারি বেশি দিন যাইব?

      আমি ও ডেল চালাই…

      একবছর চার মাস হইসে খরিদ করছি। এখন দেখায় যে ব্যাটারি ক্যাপাসিটি ৮৯% আসে। এখন কন কি করা উচিৎ আমার?

      Level 0

      @মিনহাজুল হক শাওন: আমার নকিয়া মোবাইল এর ্যাটারি ও লিথিয়াম আয়ন, কিন্তু বেশি চার্জ দিয়ে আগে নেট চালায় টা খারাপ হয়ে গেছে

      @মিনহাজুল হক শাওন: ধন্যবাদ শাওন ভাই ।

      @unknown: ভাই নোকিয়ার চার্জার আর ল্যাপটপের চার্জার কি এক বলেন? চার্জার অবশ্যই একটা ফ্যাক্ট, এখনকার নোকিয়া চার্জারগুলাও ব্যটারী ফুল চার্জ হয়ে গেলে চার্জ করাই বন্ধ করে দেয়।

      Level 0

      @মিনহাজুল হক শাওন: laptop এর সব লিথিয়াম আয়ন ব্যটারী এর quality ki একই? আমি জানি না, অনেক কম configuration এর laptop এর দাম ১ লাখ tk এর উপর আবার ওর চেয়ে ২/৩ গুন পাওয়ারফুল এর দাম অর অর্ধেক।

    @ভ্যাম্পায়ার: আমারও তাই মনে হয়।

    Level 0

    @ভ্যাম্পায়ার: v
    ভ্যাম্পায়ার এর সাথে সহমত। বার বার চার্জ-ডিসচার্জ করলে ব্যাটারি এর লাইফ সাইকেল অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।।

      @Ali Reza: ঠিক বলেছেন । আমাকে ল্যাপটপ কেনার সময় এই কথাটা ওরা বলে দিয়েছিলো ।

    আমিও প্রায় ৪ বছর ব্যাবহার করছি, এখনো ৩ ঘণ্টার উপর backup পাই।
    ধন্যবাদ টিউন করার জন্য।

    @ভ্যাম্পায়ার: ভাই, আমি আপনার সাথে একমত। সেই সাথে আমার একটা দাবি, মডারেটর দের উচিত এ ধরনের ক্ষতিকর পোস্ট delete করে দেয়া।

Level 0

ভাই আমার asus কি সফট অথবা কিভাবে করবো একটু বলবেন প্লিজ 🙁

    @Oxy7: আপনার চিন্তার কোন কারন নেই । ফুল চার্জ হয়ে গেলে এমনিতেই চার্জিং অফ হয়ে যায় ।

dhuru mia,ajaira pechal parlen. battery to full charge niye nile r chrage e hoy na. direct ac power thk tokhon laptop cholbe. battery jokhon charge e hobe na tokhon gorom hobe keno? r jodi gorom e na hoy tahole ei soft er dorkar ki? vai na heshe parlam na.

    Level 0

    @Saon A Menz: chalan, battery er life kome gele bujhben, net e search diee dekhte paren

Level New

লিথিয়াম আয়ন battery full discharge করবেননা, Ni-cad battery discharge করতে হয়।

একদম সহজ ভাষায় কন যে কোনটা করা উচিৎ?

ব্যাটারি দিয়ে চালালে ব্যাটারি বেশিদিন যাইব? নাকি প্লাগ ইন করে চালাইলে ব্যাটারি বেশি দিন যাইব?

আমি ও ডেল চালাই…

একবছর চার মাস হইসে খরিদ করছি। এখন দেখায় যে ব্যাটারি ক্যাপাসিটি ৮৯% আসে। এখন কন কি করা উচিৎ আমার?

    Level 0

    @সাজ্জাদ:
    ভ্যাম্পায়ার এর কমেন্ট টি ঠিক। তার কথা অনুসরন করুন।

    Level 0

    @সাজ্জাদ: আমার মতে full charge দিয়ে dell battery meter দিয়ে charging system off করে রাখুন। এতে কারেন্ট গেলে ব্যাবহার করতে পারবেন। পরে এক সময় চার্জ দিয়ে আবার অই কাজ করে ব্যাবহার করতে পারেন। নেট এ সার্চ দিলে অনেক তথ্য পাবেন

    @সাজ্জাদ: ব্যটারী নিয়ে একদম সহজ আর সঠিক পোস্ট এখানে।

    Level 0

    @unknwon: @unknwon:

    Unknown ভাই আপনার লিঙ্কেই গিয়ে পড়লাম – “Many modern laptops have an auto shutoff feature that will stop charging your battery when it gets to 100%.” আপনার লাপটপ যদি কয়েক বছর পুরাণ না হয় তাহলে আপনারও বাড়তি কিছু করা লাগবে না।।

ল্যাপটপ চলতে চলতে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কি ল্যাপটপ বন্ধ হয়ে যাবে?

Level 0

ami eshober mazhe nai………………emnitei 4hour thake from 6 month
thanks for share

Ami Acer use korsi, problem holo sobsomoy charging show kore ar din din bettary life kome jasse, monehoy 2-1 masher moddhe 10% er niche neme jabe hehehe… any suggestion pls??

Level 0

অনেক উপকারি টিপস, ধন্যবাদ।

Level 0

AMIO DELL USE KORI 4 HR WITHOUT PLUG IN CHARGING E CHOLE..KINTU AMI SOBSOMOY PLUG IN E REKHEI KAJ KORI.DIBBI CHOLCHE TO.

খুব ভাল পোষ্ট। এই পোষ্টটি করার জন্যে ধন্যবাদ, আশা করি এরকম পোস্ট আরও করবেন। আর আরেকটি কথা জানিয়ে দেই ভুয়া চার্জার থেকে সবাই সাবধান। অনেকে এর জন্যে মারাও গেছে, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন http://www.lecturesheet.com/2013/07/iphone-related-death-could-be-linked-to.html
অনেকে আবার শকও খেয়েছে, এ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন http://www.lecturesheet.com/2013/07/charging-iphone-with-different-charger.html