কিভাবে বুঝবেন আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত

পৃথিবীতে ভাইরাসের যেমন অভাব নেই, তেমনি কোন কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তার লক্ষণেরও অভাব নেই। সাধারনত নিচের লক্ষণগুলো দেখলে ধরে নেয়া যেতে পারে কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।

  • টাস্ক ম্যানেজার ডিজ্যাবল হয়ে থাকলে-এটি বুঝার জন্য  Ctrl+Alt+Del চাপ দিন কিংবা টাস্কবার এ মাউস রেখে ডান বাটন চাপ দিন। টাস্ক ম্যানেজার উইন্ডোটি না আসলে অথবা টাস্ক ম্যানেজার অপশনটি যদি নিষ্ক্রিয় থাকে তবে বুঝবেন কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়েছে।
  • রেজিস্ট্রি এডিটর নিষ্ক্রিয় হয়ে থাকলে- এটি বুঝার জন্য স্টার্ট মেনু থেকে রানে গিয়ে regedit লিখে এন্টার দিন। যদি রেজিস্ট্রি এডিটর উইন্ডোটি না আসে তাহলে বুঝতে হবে সেটি ভাইরাসে আক্রান্ত।
  • কম্যান্ড প্রমট নিষ্ক্রিয় হয়ে থাকলে- এটি বুঝার জন্য রান এ গিয়ে cmd লিখে এন্টার দিন। যদি cmd উইন্ডোটি না আসে তাহলে বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।
  • স্টার্ট মেনুতে সার্চ অপশন না থাকলে।
  • কোন প্রোগ্রাম চালু নেই অথবা কোন ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম চালু নেই কিন্তু সিপিইউ এর ব্যবহার ৫% এর উপর দেখালে- এটি বুঝার জন্য Ctrl+Alt+Del চেপে পারফরমেন্স ট্যাবে ক্লিক করুন। এবার উইন্ডোটির একেবারে নিচে স্ট্যাটাস বারে লক্ষ করুন।
  • কম্পিউটারের হার্ডড্রাইভ অথবা পেনড্রাইভে ডাবল ক্লিক করার পর ওপেন না হলে।
  • কম্পিউটারের ড্রাইভে অথবা পেনড্রাইভে ডান মাউস ক্লিক করলে ওপেন অপশনটি দ্বিতীয় অবস্থানে দেখালে কিংবা প্রথম অপশনটি ভিন্ন ভাষায় দেখালে।
  • কম্পিউটার যদি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
  • কম্পিউটার যদি থেমে থেমে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট নেয়। তবে কম্পিউটার অন্যান্য কারনে যেমন উইন্ডোজের সিস্টেম ফাইল মিসিং হলে, লো ভোল্টেজ থাকলে রিস্টার্ট হতে পারে।
  • খুব বেশি প্রোগ্রাম ইন্সটল নেই অথচ কম্পিউটার ওপেন ও শাটডাউন হতে দীর্ঘ সময় লাগলে।
  • কম্পিউটারে কোন প্রোগ্রাম ওপেন করলে, বন্ধ করলে বা অন্য কোন কম্যান্ড দিলে তা এক্সিকিউট হতে বেশি সময় নিলে।
  • ফোল্ডার অপশন না থাকলে- এটি বুঝার জন্য মাই কম্পিউটার ওপেন করে টুলস মেনুতে গিয়ে ফোল্ডার অপশনটি লক্ষ করুন। এটি না থাকলে।
  • Hidden files & folders অপশনটি না থাকলে কিংবা কাজ না করলে। এটি দেখার জন্য মাই কম্পিউটার ওপেন করে টুলস মেনুতে গিয়ে ফোল্ডার অপশন এ ক্লিক করুন। এবার View ট্যাবে ক্লিক করে Show hidden files & folders এ ক্লিক করে ওকে করুন। এই ফাংশনটি কাজ করছে কিনা তা দেখার জন্য অপশনটিতে আবার আসুন। যদি পূর্বের মত Do not show hidden files & folders অপশনটিতে টিক চিহ্ন থাকে তাহলে বুঝবেন এটি ভাইরাসে আক্রান্ত।
  • কম্পিউটার ওপেন হওয়ার সময় C:\windows কিংবা C:\my documents উইন্ডোসহ ওপেন হলে।
  • তেমন কোন প্রোগ্রাম ইন্সটল নেই কিন্তু সি ড্রাইভের স্পেস যদি ফুল বা পূর্ণ দেখায়।
  • অল্পতে কম্পিউটার ঘন ঘন Hang হলে।
  • কোন মেসেজ যদি নির্দিষ্ট কোন এন্টিভাইরাস ইন্সটল করতে বলে।
  • কোন ওয়েবসাইটে যেতে গিয়ে অন্য ওয়েবসাইট এ চলে গেলে।
  • উইন্ডোজ ট্রে নোটিফিকেশন এরিয়াতে কোন এরর মেসেজ বার বার দেখালে।
  • এন্টিভাইরাস প্রোগ্রাম ইন্সটল হতে না দিলে, এন্টিভাইরাস কাজ না করলে, নিষ্ক্রিয় থাকলে কিংবা এন্টিভাইরাসটি নতুন করে রিস্টার্ট করতে না দিলে।
  • ডেস্কটপে কোন নতুন আইকন দেখলে যা আপনি রাখেননি কিংবা ইন্সটল করা প্রগ্রামের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
  • কেউ কোন ফাইল বা ফোল্ডার হিডেন করেনি অথচ আপনি তা খুজে পাচ্ছেন না, আবার ডিস্ক স্পেস ঠিক দেখাচ্ছে।
  • কম্পিউটার ওপেন হওয়ার সময় লগ ইন অপশন আসে কিন্তু লগ ইন করলে কম্পিউটার ওপেন হয় না।
  • কম্পিউটার ওপেন হয়ে ডেক্সটপ আসে কিন্তু মাউস ও কীবোর্ড কাজ করেনা।
  • এছাড়াও উইন্ডোজ এ অন্য কোন অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিক অবস্থায় ধরে নেয়া যেতে পারে।

সংকলিত

ভাল লাগলে কমেন্ট করবেন। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্ল্যাক এন্ড হোয়াইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bickon bro, thnx 4 the important info

ধন্যবাদ আপনাকেও।

Level 0

অনেক
ধন্যবদ

onak onak thnx nice tune ar jonno.

ভাই ! মাইন্ড কইরেন না !
প্রশ্ন : কিভাবে বুঝবেন আপনার কম্পুতে ভাইরাস ধরছে নাকি এন্টি-ভাইরাস ধরছে…………????????????
উত্তর : আমি সব (একটু বেশি) বুঝি…………………………………..

রোগ নির্ণয় হল কিন্ত সেই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা জানালে ভাল হতো ।
ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য ।

    Level 0

    রোগমুক্তির উপায় আমার https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/38095/, https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/38205/, https://www.techtunes.io/internet/tune-id/38379/ এই তিনটি টিউনে পাবেন। ধন্যবাদ।

      @MITHU: MITHU ভাইয়ের এই কমেন্টটি ভুল করে দেখতে পাইনি। আপনার টিউনগুলো স্বাভাবিকভাবে খুব সাজানো-গোছান হয়। আপনার ফটোশপের টিউটোরিয়ালগুলো আমার যে কি উপকারে এসেছে তা আমি বলে বোঝাতে পারব না। আমি নিজে আপনার একজন অন্ধ ভক্ত। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করার মত অকৃতজ্ঞ আমি নই। ভাল থাকবেন।

১৩ নং সমস্যা, কি করবো?

হালনাগাদ করা ভাল কোন এন্টিভাইরাস দিয়ে আপনার পিসির পুরো সিস্টেম স্ক্যান করে দেখতে পারেন। স্ক্যান করার পূর্বে সম্ভব হলে নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল দিলে ভাল ফল পাবেন।

দারুন একটা টিউন করেছেন… 🙂 ধন্যবাদ

good..carry on

true image diye image kora pc amr 1month por por ami restore kore nei ar anti virus use kori na,2 year jabot cholsi ebaei

Level 0

কম্পিউটারে যদি ভাইরাসের হাত থেকে বাচাতে চান তাহলে এই সাইটে ডুকে antivirus download কর-
http://free-software-homebd.blogspot.com

অসংখ্য ধন্যবাদ খুব ভালো জিনিস দেখালেন। সবার কাজে লাগবে।

ধন্যবাদ সকলকে

Level 0

THANKS!!! Bro

Level 0

onek thnks………… onek kicu janlam..

Level 0

thnks bro

valo laghlo…

Level 0

……ভালো ভালো………

Level 0

খুব ভালো জিনিস দেখালেন।

ভাই ভাল জিনিস দিছেন আমারটায় একদম এরকম সমস্যা হইছিল পরে এই ভুত তারানোর জন্য লাকি ভাইরে দিছি মাসাআল্লাহ এখন শান্তিতে আছি

Level 0

kajer jinis…….share korar jonno thanks.

খুব সুন্দর হয়েছে।