মোবাইল দিয়ে ভিডিও এডিট করার বেস্ট ৫টি অ্যাপ্লিকেশনঃ
আসসালামুয়ালাইকুম ভার্চুয়ালাইজেশন এর এই যুগে ভিডিও এডিটিং প্রয়োজন পড়ে না এমন মানুষ খুব কমই আছে। আপনি যদি ডিজিটাল মাধ্যমে আপনার পদচারণা ফেলে রাখেন। তাহলে সেক্ষেত্রে ভিডিও এডিটিং আপনারা হয় তোবা প্রয়োজন পড়বে এবং এই জন্য আপনাকে সর্বপ্রথম বেছে নিতে হয় আপনার হাতে থাকা মুঠোফোনটি বা স্মার্টফোনটি। বন্ধুরা আজকের এই টিউনস এ আমি আপনাদের সাথে আপনার স্মার্টফোনে ব্যবহার করার জন্য পাঁচটি বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি। সেই ভিডিও এডিটিং অ্যাপস গুলো সত্যিকারঅর্থে আপনার ভিডিওকে প্রফেশনাল লেভেল এ আপনি কম কাজ জানা সত্ত্বেও আপনার ভিডিও কে এডিট করতে সহায়তা করবে।
তাহলে চলুন জেনে নেয়া যাক কোন কোন অ্যাপস গুলো আমাদের আজকের এই সেরা পাঁচের মধ্যে রয়েছেঃ
১)সর্বপ্রথম আমাদের কাছে যে অ্যাপসটি রয়েছে সেটি হচ্ছে কাইনমাস্টার(kind master)। কাইনমাস্টার আমার নিজের পার্সোনাল অনেক পছন্দের একটি অ্যাপস অ্যাপ্লিকেশন যেটা আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস যেটা অ্যাপেলের ডিভাইস দুইটাতে কিন্তু ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনি কিনে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি অনেক বেশি ফিচার্স পাবেন এবং আপনি অনেক স্মুথলি ভাবে কাজ করতে পারবেন। কাইনমাস্টার ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ্লিকেশন।
২)মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কাইনমাস্টার এর পরে যেন ইনশর্ট(Inshot) এর কথাই আসে। আর এই জন্য আমরা আমাদের দুই নাম্বার সিরিয়ালে রেখেছি ইনশর্ট(Inshot)ভিডিও এডিটর। এই এডিট অ্যাপ্লিকেশন আপনি আপনার অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইস উভয়ই থেকে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন। ইনশর্ট(Inshot) দিয়ে ভিডিওর কালার এডিটিং, ভিডিও এর ব্রাইটনেস-কন্ট্রাস্ট এডিটিং ইত্যাদি সমস্ত বিষয় করতে পারবেন। ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনি কিনে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি অনেক বেশি ফিচারস পাবেন এবং আপনি অনেক স্মুথ কাজ করতে পারবেন। ইনশর্ট (Inshot)সত্যিকার অর্থে আপনার ভিডিওকে প্রো লেভেলে নিয়ে যেতে পারবে।
৩)বন্ধুরা তিন নাম্বার এ আমাদের কাছে যে লিষ্টটা রয়েছে সেটা হচ্ছে আই মুভি ভিডির এডিটর (IMovie video editor)। আই মুভি ভিডির এডিটর (IMovie video editor)হচ্ছে সাধারন আইওএস ডিভাইস এর জন্য অ্যাপেল ডিভাইস এর জন্য নয়। অ্যাপেল ডিভাইস এর জন্য ইনশর্ট (Inshot)বেস্ট।
৪)বন্ধুরা আমাদের চার নাম্বার লিস্টে আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলমিক প্রো(FiLMiC Pro)। আপনারা অনেকেই হয়তো বা শুনেন নি। কারন আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা এখানে বিগেনার রয়েছেন। কিন্তু আজ থেকে আপনারা মোটেও বিগেনার নয়। কারণ আজকে থেকে ফিলমিক প্রো সহ আরো আরো একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের কথা আপনাদেরকে মোট পাঁচটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। যে পাঁচটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি ইউটিউব ফেসবুক বা পার্সোনাল ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনার ভিডিও এডিট করে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন। ফিলমিক প্রো(FiLMiC Pro) একটা খুবই দুর্দান্ত এবং প্রফেশনাল ভিডিও এডিটর। যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিও এডিট করতে পারবেন। তবে এটা দিয়ে এডিট করতে গেলে আপনাকে আমি বলব অবশ্যই এটা কিনে তারপর এডিটিং করবেন। কারণ এটা কিনলে আপনি যে ফ্রিজ গুলো পাবেন, কালার এডিটিং এর ক্ষেত্রে অন্যান্য অন্যান্য সব কিছুর ক্ষেত্রে যে সমস্ত ফিচারস গুলো পাবেন। সেই ফিচারগুলো আপনি কিন্তু আসলে ফ্রিতে বা হ্যাক করে পাবেন না।
৫)আমাদের লিস্টে একদম লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলমোরাগো (FilmoraGo)
কম্পিউটার এর পাশাপাশি ফিলমরাগো রয়েছে বা ফিলমোরা মোবাইল ডিভাইসে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করেও কিন্তু আপনি মোবাইলে আপনার ভিডিও এডিট করতে পারবেন। এবং খুব সহজেই আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ফিচারস বিভিন্ন ধরনের টেক্সট এনিমেশন এবং অন্যান্য যত রকমের ট্রানজেকশন কালার আছে, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের লিস্ট এর ৫টি
বেস্ট ভিডিও এডিটর ফর মোবাইল ইউজার্স কোন গুলো সেগুলো আশা করছি আপনারা জানতে পেরেছেন এবং পরিচিত হতে পেরেছেন।
বেস্ট ৫টি এডিটর ফর মোবাইল হচ্ছেঃ
১)কাইন্ড মাস্টার(kind master)
২)ইনশর্ট(Inshot)
৩)আই মুভি ভিডিরও এডিটর (IMovie video editor)
৪)ফিলমিক প্রো(FiLMiC Pro)
৫)ফিলমোরাগো (FilmoraGo)
আমাদের এই টিউনটি যদি আপনাদের কাছে এতোটুকু উপকার মনে হয় তাহলে অবশ্যই একটি জোসস দিবেন এবং জানাবেন টিউমেন্ট করে কেমন লাগলো এবং পরবর্তীতে এ ধরনের আরও দুর্দান্ত টিউনস পেতে ফলো করুন।
দেখা হবে পরবর্তী কোন টিউনে এ সে পর্যন্ত সবাই অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালো থাকবেন।
(আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারকাতু)
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফোনে ভিডিও এডিটিং এর সবচেয়ে সেরা অ্যাপ হলো CapCut