উইন্ডোজ এক্সপি এবং 7 এর জন্য গুরুত্বপূর্ণ Run কমান্ড যা আপনার জন্য উপকারী হতে পারে

বন্ধুরা, আমি এখানে কিছু Windows XP এবং Windows 7 এর রান কমান্ড শেয়ার করছি যা আপনার কম্পিউটারে দক্ষতার জন্য উপকার হতে পারে। এ জন্যে আপনাকে তেমন কিছু করতে হবে না। শুধুমাত্র আপনাকে যা কতে হবে তা হলো Start বাটন থেকে আপনি Run অপশনে যান। রান বক্সে লিখুন cmd তাহলে একটি নতুন পর্দা প্রদর্শিত হবে।

নিচের ছবিটি লক্ষ্য করুন।

এখানে আপনার প্রযোজন অনুসারে শর্টকাট কি লিখুন। আমি কিছু শর্টকাট কি নিচে শেয়ার করছি।

  1. BOOTCFG- উইন্ডোজ বুট সেটিংস সম্পাদন করার জন্য।
  2. Copy- এক বা একাধিক পাইল অন্যস্থানে কপি করানোর জন্য।
  3. CD-Change Directory- কোন নিদ্দিষ্ট ফোল্ডারে সরানোর জন্য।
  4. DATE- তারিখ দেখান বা সেটিং করানোর জন্য।
  5. CACLS- ফাইলের permissions পরিবর্তনের জন্য।
  6. ECHO- পর্দায়  message প্রদশনের জন্য।
  7. GLOBAL- আন্তর্জাতিক দলের সদস্যপদ প্রদর্শনের জন্য।
  8. GOTO- সরাসরি একটি ব্যাচ প্রোগ্রামকে একটি লেবেল লাইন অতিক্রম করানো জন্য।
  9. MSIEXEC- মাইক্রোসফট উইন্ডোজ ইনস্টলার।
  10. PsInfo- সিস্টেম সম্পর্কে তথ্য তালিকার জন্য।
  11. PsPasswd- অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন।
  12. RDISK- রিকভারি ডিস্ক তৈরির জন্য।
  13. SHORTCUT- উইন্ডোজ শর্টকাট তৈরী (. LNK ফাইল)

আজ এতটুকু দিলাম। সময়ের কারণে বিদায় নিতে হচ্ছে। মনে কিছু নিবেন না। পরবর্তী অবশ্যই আরো শেয়ার করবো।

প্রযোজন হলে বিস্তারিত জানার জন্য ভিজিট করতে পারেন এখানে।

Level 0

আমি BD969। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এটা কি ভাই?

আচ্ছা ভাই একটু বিস্তারিত ভাবে বলা যায়না? মানে কোন কমান্ড দিয়া কি কাজ।

এই যেমন
CD-Change Directory- কোন নিদ্দিষ্ট ফোল্ডারে সরানোর জন্য।
এখানে কি সরাব কেমন করে সরাব কিছুই বুঝলাম না।

আমিও বুঝতে পারিনাই আরেকটু বিস্তারিত ভাবে প্রকাশ করুন।

Level 0

doesnt work on my pc win 7