নিয়ে নিন এভিরার 6 মাসের জেনুইন লাইসেন্স নিজের নামেই!

এন্টিভাইরাস হিসেবে আমর প্রথম পছন্দ এভিরা। ব্যবহার করছি প্রায় ৩ বছর থেকে। সবধরনের এন্টিভাইরাস ব্যবহার করা হয়ে গেছে, তবে ব্যক্তিগতভাবে ভাইরাস ডিটেকশন পরীক্ষায় এভিরা সবার চেয়ে এগিয়ে। 97% ডিটেশকনের জন্য ইতিমধ্যে পুরষ্কারও পেয়েছে। যদিও এর ফলস পজেটিভ ডিটেকশন বেশী অর্থাৎ সন্দেহজনক ফাইল কে ভাইরাস বলে বেশী ডিটেক্ট করে তবে উল্টোটা কখনো দেখিনি। অর্থাৎ ভাইরাসকে ডিটেক্ট করতে ভুল করেছে এমনটা হয়নি।

দীর্ঘদিন ফ্রি ভার্সনটিই ব্যবহার করেছি। এন্টিভাইরাসের ক্ষেত্রে ক্রাক, প্যাচ পছন্দ করিনা। বেশীরভাগ ক্ষেত্রেই এরা ফায়ারওয়ালে ফুটো করে রাখে, ফলে হ্যাক হবার চান্স থাকে। বহুদিন থেকেই এভিরা প্রিমিয়াম ব্যবহার করছি, রিসেন্টলি লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় নতুন অফারের খোজে নেমেই পেয়ে গেলাম! কোন বাড়তি ঝামেলা ছাড়াই নিজ নামে নিয়ে নিন 2012 পর্যন্ত এভিরার 6 মাসের ফ্রি সাবস্ক্রিপশন!

বৈধ লাইসেন্স পাবার প্রসেসঃ

1. প্রথমে ফ্রি প্রমোশন অফারের এই সাইটে প্রবেশ করুন।

2. ফর্মটি পূরণ করুন। ইমেইল ঠিকানাটি নির্ভুলভাবে দিন, সেখানেই আপনার লাইসেন্স পৌছে যাবে। তার পর Request Licence Now এ ক্লিক করুন।

3. আপনার ইমেইলে ঢুকুন। এভিরা থেকে পাঠানো লাইসেন্সটি ডাউনলোড করুন।

4. এবার এভিরা ইন্সটলের সময় লাইসেন্সটি প্রবেশ করান

5. ব্যাস পেয়ে গেলেন 2012 পর্যন্ত 6 মাসের প্রিমিয়াম লাইসেন্স!!!

ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের অগ্রীম শুভেচ্ছা-

---- নেট মাস্টার।

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি ব্যাপার ইদ্নীং সবাই কি টিউনে কমেন্ট করতে ভুলে গেছে? 50 জন ভিজিটর আসলো 2 জন প্রিয়তেও নিল, কিন্তু কমেন্ট নাই কেন??

জী ভাই ! ভাবছি ব্যবহার করবো । কিন্তু আপডেও ও পিসি স্লো করবে কিনা এ ব্যাপারে কিছু বলবেন।

    @প্রিন্স মাহমুদ:
    এভিরা বিশেষত কম কনফিগারেশনের পিসিকে বেস করে বানানো যা খুব কম রিসোর্স ব্যবহার করে। তাই পিসি স্লো হবার চান্স প্রায় নেই! 🙂

Baneya nelam 6 month ar license atoden free ta babohar kortam. Thanks a loot. bai ami tt ta bangla leta parce na kov kosto lagca. help me please.

    @Mohammad saidur:
    বাংলা লেখার জন্য বিজয় বাহান্নো বা অভ্র ব্যবহার করুন। আপনি যদি বিজয় বায়ান্নো 2010 বা 11 ব্যবহার করেন তবে Ctrl+ALT+V চাপলেই ইউনিকোডে বাংলা লিখতে পারবেন বিজয় কিবোর্ড ব্যবহার করে।

ভাই এইটা কি Internet Sequrity দিবে?

    @অর্নব:
    হ্যা। এটা ইন্টারনেট সিকিউরিটি+ এন্টিস্পাইওয়্যার এর লাইসেন্স। ফ্রি ভার্সনটির জন্য তো লাইসেন্স দরকার পড়েনা। 🙂

Level 0

valo laglo

what will happen after 6 months?

    @Mohammad Aslam Ali:
    নূতন কোন অফার ব্যবহার করে আবার লাইসেন্স রিনিউ করে ফেলবেন! 🙂
    গত দেড় বছর থেকে আমি তো তাই করছি। 🙂

Level 0

good

Level 0

নেট মাস্টার ভাই, কাজ করে ধন্যবাদ এই উপকার করার জন্য, আশা করি আর নতুন কিছু পাব ????

@obuj chele:
হ্যা। তবে আমি টেকটিউনস মডারেটর প্যানেরের কেউ নই। তাই অ্যাড দেবার কাজটি আমার নয়। তবে টেকটিউনস চালানোর জন্য যে টাকার প্রয়োজন আশা করি এই অ্যাড থেকে তা চলে আসবে।
আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂

Level 0

Good. Net sara ki active kora jay?

Level 0

ধন্যবাদ……।

Level 0

valo laglo

Level 0

এইটা কোন page আসল ভাই? Link please.