Windows7 এর Administrator Password ভুলে গেলে Password Remove করার সহজ পদ্ধতি ।

রমজানের ঈদের অগ্রিম সুভেচ্ছা জানি শুরু করছি আজকের টিউন, Windows7 এর Password ভুলে গেলে কিভাবে Password Remove করতে হয়।

চলুন বেশি কথা না বলে কাজে চলে যাই বাংলা ব্লগ টেকটিউন এর সাথে। প্রথমে এখান থেকে Software টি Download করে নেই।

১। Software টি ব্যবহার করার জন্য, কম্পিউটারের সাথে একটি USB বা Blank CD লাগিয়ে Software টি ইন্সটল করে Run করান। আমি USB তে ব্যবহার করেছি।

২। Password Reset Application টি USB বা সিডি তে Burn করেনিন, নিচের চিত্রের মত।

 

 

 

 

৩। এখানে যে Computer টি Locked হয়ে গেছে , সে Computer এর USB টা লাগিয় CPU কে Restart করে USB থেকে System কে Boot করান।

৪। নিচের চিত্রে দেখুন Please Select Windows installation to be processed এর মধ্যে ID = Path এবং 1 = C:\WINDOWS। এখন আপনার কাজ হবে Please enter your selection 1..1 or 0 to quit: এ 1 লিখে Enter করুন।

৫। তাহলে Windows এর মধ্যে যতগুলো User Account আছে সবগুলো Show করবে। আপনি যে User Account এর Password Remove করবেন তা Select করে Ok করুন। আমি এখানে Administrator এর Password Remove করব। তাই আমি 1 লিখে Enter করেছি।

 

 

 

 

৬। নিচের চিত্রের মত Confirm password Remove করার জন্য Y লিখে Enter করুন। Y লিখে Enter করার সাথে সাথে Password Remove হয়ে যাবে।

৭। এখন যে Window টা আসবে সেখানে লিখা আছে আপনি যদি অনন্য User Account এর Password Remove করতে চান তাহলে Y আর যদি Remove না করে Finish করতে চান, তাহলে N লিখে Enter করুন। আমি এখানে Finish করার জন্য N লিখে Enter করেছি।

 

 

 

 

৮। এখন আপনার USB টা Computer থেকে খুলে, Computer Restart করার জন্য যে কোন একটা Key তে ক্লিক করুন, তাহলে আপনার Computer টা Restart হবে ।

আপনার Computer টা হারিয়ে জাওয়া Password ছাড়া Open হবে। এখন আপনি ইচ্ছা করলে নতুন করে আবার Password দিতে পারবেন।

ধন্যবাদ সবাইকে আমার এই ছোট টিউনটি কষ্ট করে পড়ার জন্য। এবং এ টিউনটি যদি কারো কাজে লাগে তাহলে এ টিউনটি সার্থক হবে।

শেষের কথায় বলতে চাই, আপনাদের যদি এ টিউনটি উপকার এবং ভাল লাগলে ছোট্ট টিউনে ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না।
আমার এ টিউনটি farukbd.net এর গতকাল প্রকাশ করা হয়েছে।
Regards & thanks

MD.AL MAMUN

Level New

আমি মোঃ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 783 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i have not interested to give my biographical information.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thnks

Level 0

Vai jotil hoise 😀

    Level New

    ধন্যবাদ mm-ananভাই comment করার জন্য। চেষ্টা করি ভাল কিছু দেওয়ার জন্য।

Level 0

nice tune

Level 2

good good

Level 0

waiting for this

    Level New

    ভাই বুঝতে পারলাম না, কিসের জন্য Waiting. তবে ধন্যবাদ Comment করার জন্য।

      Level 0

      @MD.AL MAMUN: i was waiting for this kind of post, which i can use to modify admin password..

      thank you very much…

Level 0

really really good post. Thanx for this….

    Level New

    sajahanbd, thenk you verey much for the good Comment.

Level 0

Vai,there ij a problem,USB te to burn hoy nah..bole…need to purchase…@mamun

    Level New

    তাহলে ভাই CD তে BRUN করে ইন্সটল করেনিন। আমি এখানে USB তে Brun বলতে Usb তে ইন্সটল করে নিতে বলেছি।

nice tune,thanx

    Level New

    ধন্যবাদ শোভন আলম ভাই Comment করার জন্য।

Level 0

এটা কি windows xp তে করা যাবে?

    Level New

    A.A. Mahdi vai aponar comment ta bojta parse na. pls english ba banglai comment koren.

Level 0

এটা কি windows xp তে করা যাবে?

Level 3

bios pswd break kora jai ki ?

    Level New

    ইনফেরন ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ করার জন্য। আপনি যে প্রশ্নটি করছেন, তা করা যাবে, তবে এ সফটওয়ার দিয়ে না, যদি সফটওয়ার দিয়ে হয় তা হলে আমি জানি না এ জন্য কোন সফটওয়ার দরকার নাই, আপনার মাদার বোর্ড থেকে সিমস ব্যাটারি এবং বায়স এর জাম্পার খুলে কম্পিউটার ১-২ মিনিট এর জন্য চালু করেন। তারপর কম্পিউটার বন্ধ করে যেখান থেকে ব্যাটারি এবং সিমস জাম্পার খুলেছেন সেখানে লাগিয়ে দেন। ব্যাস আপনার কাজ শেষ, এখন আর বায়স পাসওয়ার্ড চাইবে। এটা বায়স পাসওয়ার্ড ব্রেক করার সিস্টেম। এছাড়া অনন্য কোন পদ্ধতি থাকতে পারে ,তা আমি জানি না। আমি এভাবে বায়স এর পাসওয়ার্ড riরিমুভ করে থাকি।

ভাই ফুল ভার্সন দিলে ভাল হত

    Level New

    সাজেদুল হক মাসুম ভাই ধন্যবাদ আমার টিউনে কমান্ড করার জন্য। ভাই আপনি এটা ccdiসিডি তে রাইট বা ইউএসবি তে ইন্কসটল করে নিতে হবে। আপনি তো এটা সব সময় কম্পিউটার ব্যবহার করবেন না। আপনার যখন প্রয়োজন তখন এটা ব্যবহার করবেন সিডি থেকে। আর এ সফটওয়ার তা যদি ফুল ভার্সন পাই সেন্ড করে দিব আপনার ইমেইলে।

আসসালামুআলাইকুম। ধন্যবাদ আল মামুন ভাই।

    Level New

    ওলাইকুম আসসালাম, ধন্যবাদ মন্তব্য করার জন্য মুহাম্মদ জিয়া ভাই ।

অনেক ধন্যবাদ আল মামুন ভাই। সেভেন নিয়ে বেশী বেশী টিউন আশা করছি।

    Level New

    প্রথমে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। চেষ্টা করব করার জন্য।

Level 0

এটার Serial Key চাই ??????

    Level New

    রাফিকুল ভাই প্রথমে ধন্যবাদ মন্তব্য করার জন্য আমি চেষ্টা করতাছি দেওয়ার জন্য। যখন পাই আপনার ইমেইল এ পাঠিয়ে দিব। আপনি এক কাজ করতে পারেন, সিডি তে ব্যবহার করতে পারেন।

Level 0

Please……………………………………………………..

Level 0

trail virson a usb te kaj kore na………….full virson kinte bole………tai kub kusi hote parlam na cause try korar moto cd akon hat a nai……..

    Level New

    চেষ্টা করতাছি সিরিয়াল কী দেওয়ার জন্য। সিডি তে রাইট করে নিলে ভাল হয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 0

অনেক ধন্যবাদ আল মামুন ভাই। passwoart ta নেওয়ার কোন উপাই থাকলে জানাবেন/।

    Level New

    আমার মনে হয় নাই। জদি থাকে জানাব।

    Level New

    ধোঁয়াতে বরফ ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য।

vai serial key ta dite parle valo hoy,,,[email protected]

Level 0

ভাই windows 7 genuine করার উপায় জানাইলে উপকৃত হইতাম

Level New

Vai sudu sudu Hoyrani hoilam sathe akta disk nosto korlam. Ata kaj kortase na.
test kora kono kichu thakle janaben.

Level New

vai, demo version দিয়ে কাজ হয় না ফুল ভার্সন দিলে কাজ হবে।আমি ট্রাই করেছি।ধন্যবাদ