আপনার হার্ডডিস্কের যে কোন ড্রাইভ লুকিয়ে ফেলুন অতি সহজে কোন সফ্টওয়্যার ছাড়াই, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে !!!

আস্ সালামু আলাইকুম। অনেক প্রতিকূলতার মাঝে আজকে আমি প্রথম টিউন করছি। কম্পিউটার কিনলাম প্রায় ১বছর হলো। তাই কম্পিউটারের সম্পর্কে আমার জ্ঞান খুব কম। তবুও আমার জানার আগ্রহ থাকার কারণে যতটুকু জানি তা আপনাদের সাথে শেয়ার করছি। অভ্র দিয়ে নির্ভুল ভাবে লিখতে চেষ্টা করেছি। তবুও বানান ভুল হলে ক্ষমা করবেন। আমাদের এলাকায় কিউবি, বাংলা লায়ন, ব্রডব্যান্ড কিছুই আসেনি। জুম দিয়ে কোনমতে নেট চালাচ্ছি। আপনাদের কমেন্ট এর রিপ্লাই করতে আমার দেরী হতে পারে। এবার কাজের কথায় আসি।

ð পদ্ধতি :

১. প্রথমে “windows Key + R” চেপে “RUN” মেনু ওপেন করুন। “RUN” এ গিয়ে টাইপ করুন Diskpart। তারপর ok চাপুন।

২. এবার স্ক্রীনে “cmd” ওপেন হবে এবং লেখা আসবে DISKPART>

 (স্ন্যাপশট দেখুন)

৩. এরপর টাইপ করুন list volume এবং “enter” চাপুন। দেখবেন আপনার হার্ডডিস্কের লিস্ট আর সাইজ বর্ণনা করছে।

(স্ন্যাপশট দেখুন)

৪. এবার যে Volume লুকিয়ে ফেলতে চান তার জন্য টাইপ করুন select volume 1 অথবা 2 ইত্যাদি এবং “enter” চাপুন । অর্থাৎ যে volume লুকিয়ে ফেলতে চান তার সংখ্যা টাইপ করতে হবে।

(স্ন্যাপশট দেখুন)

৫. টাইপ করুন remove letter A অথবা B অথবা C এবং “enter” চাপুন । অর্থাৎ যে volume লুকিয়ে ফেলতে চান তার Capital Letter টাইপ করতে হবে।

(স্ন্যাপশট দেখুন)

দেখুন আপনার ড্রাইভটা হাইড হয়ে গেছে।

**এখন কথা হলো কিভাবে ড্রাইভটা ফিরিয়ে আনবেন। খুব সহজ, ধাপ ১-৪ পর্যন্ত যেভাবে করেছেন সেভাবে করে শুধু পঞ্চম ধাপে টাইপ করুন assign letter A অথবা B অথবা C এবং “enter” চাপুন। অর্থাৎ যে volume ফিরিয়ে আনতে চান তার Capital Letter টাইপ করতে হবে।

(স্ন্যাপশট দেখুন)

**আশা করি এই পদ্ধতি আপনাদের কাজে লাগবে।

কমেন্ট করুন।

যদি আপনাদের কারও Video Tutorial এর দরকার হয় তাহলে আমাকে মেইল করুন।

এখনকার মত এ পর্যন্তই। 

Level 0

আমি নোমান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের সন্ধানে ছুটছি ..... cell: 01555555505


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভাল লাগল ………….

Level 3

নোমান আপনার এই জানার আগ্রহ দেখে আমার খুব ভাল লাগলো..ধন্যবাদ এবং আমাদের এই টেকটিউনস্ পরিবারে আপনাকে স্বাগতম।আপনার পদ্ধতিটি একটু জটিল।আগে আমি এই ভাবেই ড্রাইভ লুকাতাম।কিন্তু পরে যেটি আমার নিজের চেষ্টায় শিখেছি সেটি অনেক সহজ।অনেকেই বিষয়টি জানে. প্রথমে My Computer রাইট ক্লিক তারপর manage তারপরDisk Management ক্লিক করলে ডান দিকে সব ড্রাইভ দেখাবে। এবার যে ড্রাইভটি হাইড করবেন তার উপর রাইট ক্লিক করে Change Drive Letter and paths তারপর remove এবংYes করুন দেখবেন ড্রাইভটি হাইড হয়ে গেছে।আবার ড্রাইভটি ফিরিয়ে আনতে হলে Change Drive Letter and paths তারপর Add এবংOK করুন কাজ শেষ।খুব কি কঠিন …….ধন্যবাদ।

Level 3

সবার কাছে আমার অনুরোধ কোন টিউনার বন্ধুকে কেউ ছোট করবেন না । উৎসাহিত করুন।একটি টিউন করতে কি যে কষ্ট শুধু একজন টিউনারই বোঝে।মনে রাখবেন যে বিষয়টি আপনার কাছে পুরানো সেটি হয়তো অন্যের কাছে নতুন ও মূল্যবান।এখানে কেউ আমরা প্রতিযোগী নই বরং আমরা একটি পরিবার এবং একে অপরের বন্ধু….সবাই ভালো থাকবেন।

🙂

Level 0

yes

Level 0

mithu vai thicki boleche.

apnake anurodh korchi j aro ekti trick khujun – jate disk management theke o drive ti ne dekha jae.

vai desktop design kmne korsen bolen….

Level 0

অস্থির হইছে ভাই…।
মিথুন ভাই আপনার টিপস টাও ভাল।