ফোনের স্ক্রিনের স্ক্র্যাচ নিমেষে সাফ করার ‘ম্যাজিক’ জেনে নিন!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
ফোনের স্ক্রিন থেকে স্ক্র্যাচ দূর করার জন্য রয়েছে বেশ কয়েকটি উপায়। কিন্তু যে কোনও উপায়ে স্ক্র্যাচ দূর করলে হবে না। এর জন্য প্রথমে নিজের ফোনের মডেল Google-এ সার্চ করুন। এবং সেখান থেকে জেনে নিন আপনার ফোন স্ক্রিনে কী কী উপাদান ব্যবহার করতে পারবেন না।

বিভিন্ন কারণে ফোনের স্ক্রিনে স্ক্র্যাচ তৈরি হয়। কিন্তু নতুন ফোনে এই ধরনের স্ক্র্যাচ তৈরি হলে তা ফোনের সৌন্দর্য্যে ব্যাঘাত ঘটায়। তাই ফোনের স্ক্র্যাচ দূর করা জরুরি। ফোনের স্ক্র্যাচ দূর করার জন্য রয়েছে বেশ কয়েকটি উপায়। যেগুলির মাধ্যমে আপনি খুব সহজেই ফোনের স্ক্রিনে থাকা স্ক্র্যাচ দূর করতে পারবেন। এর জন্য প্রথমে নিজের ফোনের মডেল Google-এ সার্চ করুন এবং সেখান থেকে জেনে নিন আপনার ফোন স্ক্রিনে কী কী উপাদান ব্যবহার করতে পারবেন না। তাহলে ফোনের স্ক্র্যাচ দূর করার সময় ওই উপাদানগুলি ব্যবহার করা একদমই সঠিক সিদ্ধান্ত হবে না। তাহলে কীভাবে আপনার ফোনের স্ক্রিন থেকে স্ক্র্যাচ দূর করবেন? জানুন সব পদ্ধতিগুলি-

তার আগে কিছু নির্দেশনা আছে-

  • প্রথমেই ফোনটি সুইচ অফ করুন।
  • ফোন চার্জিংয়ের সময় স্ক্র্যাচ ক্লিনিংয়ের উপাদানগুলি ব্যবহার করবেন না।
  • স্ক্র্যাচ স্ক্রিন গার্ডে রয়েছে নাকি আসল স্ক্রিনে রয়েছে তা বুঝতে হবে। কারণ যদি স্ক্রিন গার্ডে স্ক্র্যাচ তৈরি হয় তাহলে নতুন স্ক্রিন গার্ড ব্যবহার করা যেতে পারে।
  • কোনও খসখসে কাগজ বা কাপড় ব্যবহার করা যাবে না। তুলো বা অত্যন্ত মসৃন কাপড় ব্যবহার করতে পারেন।
  • কোনও লিকুয়িড ব্যবহার করবেন না। এতে ফোন নষ্ট হতে পারে।

এবার জেনে নিন কীভাবে আপনার দূর করবেন সেই পদ্ধতিগুলো- 

টুথপেস্ট-
টুথপেস্টের মাধ্যমে আপনার ফোনের স্ক্যাচ মুছতে পারেন। সেক্ষেত্রে কোনও টুথপেস্ট নিয়ে কাপড়ে লাগিয়ে দিন। এবং তা দিয়ে স্ক্র্যাচের জায়গায় আস্তে আস্তে কিছুক্ষণ বুলিয়ে দিতে পারেন। এর ফলে কিছুক্ষণ আস্তে আস্তে ঘষতে হবে। তাহলেই স্ক্র্যাচ উঠে যাবে।

বেকিং সোডা-
বেকিং সোডা অন্যতম ভালো উপাদান। যা ব্যবহার করে আপনি কয়েক মুহূর্তে ফোনের স্ক্রিন থেকে স্ক্র্যাচ দূর করতে পারবেন। বেকিং সোডা এবং জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। এবং সেটি ফোনের স্ক্র্যাচের জায়গায় লাগিয়ে রাখুন। এবং কিছুক্ষণ লাগিয়ে রাখার পর তা কাপড় দিয়ে মুছে দিন।

ম্যাজিক ইরেজার-
ম্যাজিক ইরেজার ব্যবহার করে ফোনের স্ক্র্যাচ দূর করতে পারবেন। তবে খুব অল্প স্ক্র্যাচ হলে তবেই এটি কার্যকর হবে।

আর এইভাবেই ঘরোয়া উপায়ে আপনার ফোনকে করতে পারেন আরো আকর্ষনীয়।

ধন্যবাদ কষ্টকরে আমার টিউনটি পরার জন্য। আরো মজার টিউন পড়তে আমার টিউন প্রোফাইলে ঘুরে আসুন আর প্রতিদিন আপডেট পেতে ফলো বাটনে ক্লিক করুন।

Level 1

আমি শ্রাবন মজুমদার। Manager, Reputed Company, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস