জিপি ইন্টারনেট ব্যবহার করবেন না ভালো কথা : জিপি মডেম দিয়েই নেট ইউজ করুন যে কোন অপারেটরের।

জিপি কানেকশন আর জিপি মডেম  নিয়ে অনেকই হয়তো বিপাকে পড়েছেন। কোন সময় নেট স্পিড কম আবার কোন সময় ভালো কোন প্যাকেজ নাই। এর সাথে নতুন সমস্যা যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে জিপি ইউজাররা ব্লগস্পট সাইট ওপেন করতে পাড়ছেন না। সব ব্যাপার গুলো ভেবেই অনেকে হয়তো চাচ্ছেন জিপি বাদ দিয়ে অন্য কোন অপারেটরের নেট কানেকশন চালাবেন। কিন্তু বাধ সাধে আবার সেই জিপি মডেম। জিপি’র মডেম দিয়ে তো আর অন্য কানেকশন চালান যাবে না, আরেক টা মডেম কিনতে হবে আরও কিছু টাকার ধাক্কা। আর এতসব ভেবেই চ্যাঞ্জ করার হচ্ছেনা দুনিয়ার সবচেয়ে ফালতু কানেকশন। আজ আমি আপনাদের মাঝে যে ব্যাপারটা শেয়ার করতে যাচ্ছি টা হচ্ছে... আপনি জিপি মডেম দিয়েই অন্য যে কোন অপারেটরের নেট কানেকশন চালাতে পারবেন। এভাবে হয়তো অনেকেই চালাচ্ছেন কিন্তু আমার মনে হয় না জানা লোকের সংখ্যাই অনেকে অনেক বেশি। আর তাদের জন্যই আমার আজকের এই টিউন। চলুন দেখে নেয়া যাক কিভাবে জিপি মডেম দিয়ে অন্য অপারেটরের নেট চালান যায়...

প্রথমে জিপি মডেমের বাইডিফল্ট সফটওয়্যার টি ওপেন করুন। এখন উপরেরে দিকের টুলস থেকে অপশন এ ক্লিক করুন (Tools > Options)।

এখন যে পেজ টা আসবে ওখান থেকে আপনাকে প্রফাইল ম্যানেজমেন্ট এ ক্লিক করতে হবে, নিচের ছবির মতোন...

প্রফাইল নাম হিসাবে জিপি ইন্টারনেট দেয়া থাকবে কিন্তু নতুন কানেকশনটার জন্য এখানে আপনাকে একটা নতুন প্রফাইল তৈরি করতে হবে। ডান দিকে New এ ক্লিক করুন।

নিচের পেজটার মতো একটা পেজ ওপেন হবে... এখনে আপনাকে Profile Name, APN এবং Access Number দিয়ে একটা নতুন প্রফাইল করতে হবে।

আচ্ছা চলুন কোন ইন্টারনেট কানেকশন এর জন্য কিভাবে আমরা কনফিগার করবো স্ক্রিন শটের মাধ্যমে দেখে নেয়া যাক।

একটেলের জন্যঃ

Profile Name এ Aktel type করুন। APN টা Static Select করে বক্সে internet/robi লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন। নিচের ছবির মতোন...

এখন মডেমে আপনার একটেল সিম ভোরে নিন আর জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Aktel কে Select করে Connect এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি মডেমে একটেল নেট চালু।

বাংলালিংকের জন্যঃ

Profile Name এ Banglalink type করুন। APN টা Static Select করে বক্সে blweb লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন। নিচের ছবির মতোন...

এখন মডেমে বাংলালিংক সিম ভোরে নিন আর জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Banglalink কে Select করে Connect এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি মডেমে বাংলালিংক নেট চালু।

ওয়ারিদের জন্যঃ

Profile Name এ Warid Internet type করুন। APN টা Static Select করে বক্সে internet লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন। নিচের ছবির মতোন...

এখন মডেমে আপনার ওয়ারিদ সিম ভোরে নিন আর জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Warid Internet কে Select করে Connect এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি মডেমে ওয়ারিদ নেট চালু।

টেলিটকের জন্যঃ

Profile Name এ Teletalk type করুন। APN টা Static Select করে বক্সে gprsunl লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন। নিচের ছবির মতোন...

এখন মডেমে আপনার টেলিটক সিম ভোরে নিন আর জিপি'র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Teletalk কে Select করে Connect এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি মডেমে টেলিটক নেট চালু।

টিউনটা আমার বাংলা ব্লগ EarnTricks.CoM সর্ব প্রথম প্রকাশিত। চাইলে একবার ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে সময় করে টিউনটা পড়ার জন্য। কোথাও কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানাবেন। আর পোস্ট টা কেমন হল তা বলতে যেন ভুলে যাবেন না। ভালো থকাবেন।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই কাজে লাগবে… 🙂

    এই টিউনটা তে সর্ব প্রথম মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    হ্যাঁ আপনাদের কাজে লাগলেই আমার টিউনটা সার্থক।

বাহ! বেশ তথ্যবহুল ও কাজের টিউন,
ধন্যবাদ।

কাজে লাগবে………….ধন্যবাদ সুমন ভাই

    রাসেল ভাই অনেক দিন পর দেখা ! কি খবর আপনার ! কেমন আছেন ?
    আমার পরীক্ষা চলছে তাই নিয়মিত টেকটিউন্সে আসতে ও পারছিনা।
    আপনাদের কাজে লাগলেই আমার লেখা সার্থক। ধন্যবাদ।

    খবর মোটামোটি ভালো। ভালো করে পরীক্ষা দেন দোয়া রহিল…..

    কাল কম্পিউটার পরীক্ষা। 🙂

আমি কিন্তু অনেক আগে থেকেই ঘাট মাইরা ফালাইসি 😛

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আমিনুল ভাই আমিও জিপি মডেমে প্রায় ৬ মাস ধরে বাংলালিংক চালাচ্ছি। 🙂
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ভাই সুমন, বাংলালিংক এর নেট স্পীড কেমন?

Level 0

পুরাতন জিনিস আবার

ধন্যবাদ

Level 0

এর আগে একটা Tune হয়েছিলো
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/39869/

    হুম ভাই দেখলাম। আসলে ভুল হয়ে গেছে, টিউন করার আগে সার্চ দিয়ে দেখে নেওয়া উচিৎ ছিল আমার। আপনারা যদি বলেন তবে টিউনটা ডিলিট করতে মডারেটরদের অনুরোধ করতে পারি… তবে আমার টিউনটা তে আপনারা টেলিটকের ব্যাপারে জানতে পারলেন বোনাস হিসাবে। আর টেকটিউন'স আপনারা চাইলে টিউন টা ডিলিট করতে পারেন।

Level 0

অসাধারন হইসে।আমারো একটা জিপি মডেম পরে আছে।এয়ারটেল লাগিয়ে চেক করতে হবে।তথ্যবহুল ছবি সহ টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকে মুকুট ভাই। হ্যাঁ চেক করুন, ওয়ারিদ তো ভালোই সুবিধা দিচ্ছে মনে হয়… 🙂

Level 2

অপ্রাসঙ্গিক লিঙ্ক দেয়ার জন্যে তা মুছে দেয়া হলো এবং টিউমেন্টার তথা কমেন্টারকে ওয়ার্নিং দেয়া হল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ব্যবস্থা নেয় হবে।
– মডারেটর

    এখনকার টিটি'র মডারেশন ব্যবস্থা আগের যে কোন সময়ের চেয়ে ভালো। ধন্যবাদ মডারেটরদের।

Level 0

tnx……..

Level 0

gp internet খারাপ হয়ার মূল কারন হচ্ছে gp modem ভাল না। তাই আমার মনে হয় না অন্য operator use তেমন ভাল ফল পাওয়া যাবে । কারন NOKIA mobile বা ভাল modem দিয়ে gp তে ভাল speed পাওয়া যায়।

    ভাই হাসি পাইলো। আমি জিপি মডেম দিয়া বাংলালিংক চালাইতাছি কই আমার নেট স্পিড তোঁ কম না… মডেমের চেয়েও সবচেয়ে বড় ব্যপার হচ্ছে জিপিতে ভালো নেট স্পিড পাওয়া যায় না। আর আমার জিপি মডেম দিয়া অন্যান্য সিম ব্যবহারের অভিজ্ঞতাও আছে ভাই… 😉

Level 0

vai gp modem dia banglalionwimax chalano jabe?jodi jai tahole kibabe?banglalionwimax ki sim system?

    হাঃ হাঃ হাঃ আপনার কথা শুনে মজা লাগলো। না ভাই, বাংলা বিলাই সিম সিস্টেম না

    আপাতত করা যায় না, যদি কোন সিস্টেম পাই আপনাকে জানাবো @ Tamal ROY। আর Farhan Abid ভাই আপনাকে ধন্যবাদ।

very very useful..

Banglalink modem ar jonno ki kora jai? bolben ki

    সম্ভবত একি ওয়েতে করতে হবে, একটু ঘাঁটুন আশা করি আপনি পেরে যাবেন। আর জিপির মতই প্রোফাইল তৈরি করতে হবে যে কোন সিমের নেট চালাতে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ভাল কাজের পোস্ট ..
অনেকবার অনেক জায়গায় শেয়ার হওয়া ..
তবু বার বার দেখার মত জিনিস ..

( অন্তত গেরামিন ফুনেরে বাশ তো মারা যায় .. 😛 )

যদিও ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি তবুও ট্রিক্স টা জানা থাকলো… আমার কাজে লাগলেও লাগতে পারে… ভালো টিউন… ধন্যবাদ…

Level 2

Ami Symphony FT30 Mobile Modem Use Kori Er Download Speed Avg. 25-31 kbps.

Level 0

puran kahini

    হ্যাঁ ভাই পুরান কাহিনী, তবে আপনার কাছে… উপরে যারা যারা কমেন্ট করছে তাদের জন্য নয়। আর আমার পোস্ট টা তাদের জন্যই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

এটাতো অনেক পুরানো নতুন কি আছে?

    যারা ব্যপারটা জানে না আমার পোস্ট টা তাদের জন্যই। ধন্যবাদ আপনাকে ওহাব ভাইয়া। 😉

Level New

প্রথমে ধন্যবাদ তথ্য বহুল টিউনটি করার জন্য। আশা করি এ পোস্টটি বাংলাদেশে অনেকের কাজে লাগবে। হয়ত আমারও একদিন কাজে লাগবে। আশা করি আরও নতুন নতুন তথ্যবহুল টিউন নিয়ে দেশে ও দশের অপকার করবেন। আবারও ধন্যবাদ তাহের ভাই।

খুব ভালো thanks

    কি সব আধ্যাতিক আধ্যাতিক শব্দ কন আপনে কিচ্ছু বুঝিনা ! 😉
    ধন্যবাদ মন্তব্যের জন্য। 🙂

    যাহ! আধ্যাত্মিক শব্দ কি কইলাম? মেলাদিন রাজশাহী থেকে ভাষা চেঞ্জ হয়ে গেছে, যাই হোক, অইডার মানে হইল জট্টিল কিংবা চরম 😛

    ও তাই কন !!! বুঝছি ভালা কইছেন। তার পরও সিউর হইবার মুন চাইলো। ধন্যবাদ

ভাল লাগলো। অনেক কাজে আসবে। প্রিয়তে নিলাম। ধন্যবাদ

আমি শুধু গ্রামীণফোন আর বাংলালিংক-এর টা জাতাম এখন সবগুলো যানতে পেরে খুবই ভালো লাগছে।

    ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাকে জানাতে পেরে আমারও আনেক ভালো লাগছে। 🙂 ভালো থাকবেন

ভাই আমি গতকাল গ্রামীণের একটা মডেম কিনেছি কিন্ত আমার মডেম এর ভিতর আপনার চিত্র এর মত ডান পাশে NEW SAVE EDIT undo এই রকম কোন অপশন নেই এখন কি করতে পারি ?

    রানার ভাই আপনি কি Tools > Options > Profile Management এ গিয়েছেন ? একটু ভালো মতো চেক করে দেখুন তো। আর মে বি জিপি’র নতুন মডেম এটা। তার পরও থাকার তো কথা। আপনি যদি খুজে না পান তবে এই লিংকে গিয়ে একটা স্ক্রিনশট সহ আমাকে একটা মেইল করেন তবে আমি চেষ্টা করবো আপনার সমস্যাটার একটা সমাধান দিতে। ধন্যবাদ

Level 0

ধন্যবাদ আপনাকে……

    সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ

      Level 0

      সুমন ভাই আমি GP মোডেম দিয়ে রবির আনলিমিটেড নেট চালাচ্ছি কিন্তু বুঝতে পারছিনা মাঝে মাঝে নেটওয়ার্ক 00 দেখায় কোনা সাইটে ঢুকতে চায় না । এখন আমি কি করতে পারি? আর আমি ঐ মোডেমে বাংলালিংক চালাতে চাচ্ছি তা বাংলালিংক কেমন হবে Please Reply দেন ।

      Level 0

      সুমন ভাই , আমি GP মোডেম দিয়ে রবির আনলিমিটেড নেট চালাচ্ছি কিন্তু বুঝতে পারছিনা মাঝে মাঝে নেটওয়ার্ক 00 দেখায় কোনা সাইটে ঢুকতে চায় না । এখন আমি কি করতে পারি? আর আমি ঐ মোডেমে বাংলালিংক চালাতে চাচ্ছি তা বাংলালিংক কেমন হবে Please Reply দেন ।

vai Citycell zoom ultra diye ki sob operator net chalona jaina.? please reply koren.

Level 2

vai akhon o tai korci GP MODEM and ROBI SIM……

Level 2

তমাল vai Citycell zoom ultra diye sob operator ar net cholbe na.
sodu CDMA operator cholbe

Level 0

thanks bro…………

ভাই অনেক ধন্যবাদ আপনাকে এই ধরনের প্রয়োজনীয় পোষ্ট করার জন্য। আমার অনেক উপকার হবে।