ভুলে যাওয়া আপনার মোবাইলের মেমরি কার্ড এর পাসওয়ার্ড মুছে দিন ….

আজকাল সাবধানে বা অন্যান্য কারনে আমাদের পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। তাছাড়া ইন্টারনেট এর যেখানে যেই একাউন্ট করেন না কেন আপনাকে পাসোয়ার্ড ব্যবহার করতে হবেই। আর যদি পাসওয়ার্ড ভুল যান তাহলে icon sad ভুলে যাওয়া আপনার মোবাইলের মেমরি কার্ড এর পাসওয়ার্ড মুছে দিন .... || বিডিরঙ.কম বেশ চরম অবস্থা হবে আপনার।

এই পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনার প্রিয় মোবাইল এর মেমরি কার্ড এর পাসোয়ার্ড বের করবেন এবং মুছে দিবেন।

এই কাজ করার জন্য আপনাকে Xplore নামের একটা ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন তাই সফটওয়্যার টি এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন। সফটওয়্যার টি আপনার মোবাইল এ ইন্সটল করুন।

এবার সফটওয়্যার টি ওপেন করুন এবং কিছু সেটিং পরিবর্তন করার জন্য শুন্য (0) চাপুন একটা বিশাল কনফিগারেশন এর মেন্যু আসবে সেখানে “Show the System Files” অপশনে টিক দিয়ে শেভ করুন।

এবার আপনার মেমরি কার্ড এর পাসওয়ার্ড পাওয়ার জন্য “C:/Sys/Data/Mmcstore” লোকেশন এ গিয়ে তিন (3) বাটনে চাপ দিন দেখবেন কি যেন হিজিবিজি লেখা এসে হাজির হয়ে গেছে।

এবার সেখানে ৩ নং কলামে ! TMSD02G (c??”?x???5?5?5?5? এই ধরনের একটা কোড পাবেন এবার এই কোড থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ দিয়ে অক্ষর গুলো নিন যেমন আমার দেয়া কোড গুলো থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ হলে “5555 “ পাওয়া যায়। তাহলে পাসোয়ার্ড হল “5555″ icon smile ভুলে যাওয়া আপনার মোবাইলের মেমরি কার্ড এর পাসওয়ার্ড মুছে দিন .... || বিডিরঙ.কম । আর যদি আপনিC:/Sys/Data/Mmcstore” এখানে না যেতে পারেন তাহলে মনে করবেন যে আপনার মেমোরিতে পাসোয়ার্ড দেয়া নাই।

আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে মন্তব্য করে আমাকে জানান আমি বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ আমার এই পোস্ট পড়ার জন্য।

সূত্রঃ বিডিরঙ.কম

http://bdrong.com/aminul/mobileo/1093/

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai amar ta to java set er jonno kono software thakle den plz.

    ভাই জাভা সেটের জন্য আমি কোন সমাধান দিতে পারছিনা

    ——- দুঃখিত!

    Market-এ এক ধরনের SD Card unlocker পাওয়া যায়(made in china)।দাম ১৫০-২০০ টাকা।এই গুলা দিয়ে যে কোন এস ডি কার্ড কম্পিউটার ছাড়া এক মিনিটে আনলক করা যায়।

এটাকি যে কোন মোবাইলে ইনস্টল করা যাবে? ধন্যবাদ

এটা যেকোনো নোকিয়া সিম্বিয়ান OS মোবাইল ব্যবহার করা যাবে।

    আচ্ছা ভাই, জাভা ফোনে তো মাইক্রোএসডি ব্যবহার করা হয়। এখন অনেক সিম্বিয়ান ফোনে এই কার্ড চলে। তো সেখানে লাগালে কেমন হয় 😀

    এটা সম্ভব না ভাই। যদি এটা সম্ভব হত তাহলে পাসোয়ার্ড এর কার্জকারিতা বলে কিছু থাকতো বলে আমার মনে হয়না।

symbian সেটের কথা শুনলে এখন হিংসা হয় । সব কিছু যেন শুধু ঐ সেটের জন্য । আমাদের JAVA গুলা ফেউ ।

    কেন ভাইয়া? আমি আবার মনে করি যে জাভা সেট গুলোই বেশ জটিল 🙂

Apnar headline chilo m0che dewar bepare buT M0che dibo kivaBe ta likhen ne

    হ্যাঁ ভাইয়া যদিও টাইটেল টা একরকম লেখা আছে তবে পাসয়ার্ড পাওয়া মানে পাসোয়ার্ড মুছে দেয়া কোন ফ্যাক্টর নয়। 🙂

    @পাগল রাজপুত্র ভাই আপনাকে কিন্তু মিস করছি…..

    ভাই সময় এতটাই কম পাচ্ছি যে টিটিতে ই আসি সারাদিন এ মাত্র ১ বার । আপনাদেরকেও মিস করি ভাই

ধন্যবাদ

Level 0

যেকোনো Symbian mobile সেট এ মেমরি কার্ড ভরে format দিলে পাসওয়ার্ড থাকবে না। এতে অবশ্য মেমরি কার্ড ফাকা হয়ে যাবে কিন্তু পাসওয়ার্ডও মুছে যাবে।

    সকল সিম্বিয়ান মোবাইল এ ফরম্যাট করে পাসোয়ার্ড দূর হয়না ভাই! আপনি কেমন করে এটা বলতে পারলেন ভাইয়া। তবে S60 V2 এর কিছু কিছু মোবাইল এ ফরম্যাট করে পাসোয়ার্ড চলে যায়।

    Level 0

    আমি আমার N82 (S60 V3) সেট এ format দিয়েছি……5800, E65 , N95, N86 ছাড়াও আরও কয়েকটি সেট এ মেমরি কার্ড format দিয়েছি যেগুলো পাসোয়ার্ড প্রটেক্ট করা ছিল।

আপনার নামের সাথে গ্রাভাটার মানিয়েছে 😛

কাজের টিউন। মেমরি কার্ড ছাড়া হ্যান্ডসেট ব্যবহার করি। প্রিয়তে নিলাম। পরে কাজে লাগবে।

Level 0

Xplore Use Kore Onek Din But Aeta Jantam Na Thanks Asha Kore Kaje Lagbe…

ভাই খুব দরকার চিল জিনিস টার কিন্তু আমার java set………..যদি এটার জন্নে কিছু দিতেন সারা জীবন মনে রাখতাম আর ধন্যবাদ দিতাম।

    আমি দুঃখিত! আমার কাছে এই রকম কোন বুদ্ধি নাই যে আপনাকে দেই! তবে পেলে অবশ্যই সেটা শেয়ার করব

    ধন্যবাদ

ভাল টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

vai, aita s60v2 te kaj kore but s60v3 te kaj kore na, ami nokia n73,e66 nd 6120c te try korechi. . .
C\sys\data
Te jawar por mmcstore file ta pawa jay na. . Othocho amr 2ta memory card a pa$sward dewa. .
Mobile a card ta dukanor por unlock korar jonno passward chay. . .
Unlock korte pari nah. .
Mobile er memory option a dukle bole je no memory card incerted
Ki korbo?
Please help.
Amar email: [email protected]

    আপনি কি আপনার সেই মেমোরি গুলো অন্য মোবাইল এ পাসোয়ার্ড প্রটাক্ট করেছিলেন? যদি তাই হয় তাহলে সেই ফোনেই কাজ করতে হবে অন্য ফোনে এটা কাজ করবে না।

আমি সব সময় আমার নোকিয়া ন৭৩ তে মেমোরি কার্ড insert করে formate দেই। সব password filer সাথে মুছে যায়। তার পর ডাটা রিকবারি software দিয়ে আগের সব ডাটা ফিরিয়ে আনি। খুব সহজে কাজ টা হইয়া যায়। আপনাকে ধন্যবাদ tune টা সুন্দর করে গুছিয়ে লিখেছেন বটে।

    জটিল বুদ্ধি তবে সকল মোবাইল এ কাজ করে না। 🙂

    ধন্যবাদ!

Amr s60v3 set a sys folder ta khali dekhacche.what can i do…..

    হয়তো আপনার মেমরিতে পাসোয়ার্ড দেয়া নাই।

আগে জানা ছিল, ধন্যবাদ ।

কম্পিউটার দিয়ে কীভাবে নষ্ট মেমোরী কার্ড ফরমেট করা যায় বা পাসওয়ার্ড দেওয়া মেমোরী কার্ড ফরমেট করা যায়।
আমি একবার অরচার্ড প্লাজা থেকে একটা মেমোরী কার্ড ফরমেট করছিলাম পাসওয়ার্ড দেওয়া। ১জিবি ১০০ টাকা দিয়ে। আমি উনার কাছ থেকে পদ্ধতিটা জানতে চাইলাম কিন্তু উনি বলল না। বলল এটাই আমাদের ব্যবসা আপনাকে বলতে সমস্যা আছে।

*দোকানে লেখা থাকে এখানে মেমোরী কার্ডের পাসওয়ার্ড/লক খোলা হয় আমার প্রশ্ন কী একটা পদ্ধতিতে যেন তারা মেমোরী কার্ডটাকে চার্জ দেয় এবং কম্পিউটারে লাগালে কানেকশন পেয়ে যায় যেখানে মোবাইল থেকে পাসওয়ার্ড দিলে কম্পিউটারে কানেকশন পায় না। কিন্তু সিস্টেমটা কী কেউ কি জানেন জানালে খুশী হব।

    আমি জানি এবং আমিও সেই কাজ করে থাকি। তবে এটা কোন সফটওয়্যার দিয়ে পাসোয়ার্ড মুছা যায়না। এটা এক ধরনের কার্ড রিডার পাওয়া যায় যে কার্ড রিডারে লাগিয়ে ২-৩ মিনিট কম্পিউটার বা কোন USB পাওয়ার এ লাগিয়ে রাখলে মেমরি কার্ড Corrupt হয়ে যায়। তার পরে ফরম্যাট করলেই সকল সমস্যার সমাধান।
    🙂

ভাই কার্ডরিডারটা কোথায় এবং কীভাবে পাব বলবেন কী?

যোগাযোগ করলে খুশী হব [email protected]

    ভাইয়া আমি সেটা বলতে পারব না। কারন আমি থাকি চাঁপাইনবাবগঞ্জ এ আর সেই কার্ডরিডার টি আমার বড় ভাই কিনে এনেছিল। তবে আমার জানামতে মোবাইলের পার্টস রিসেলার দের কাছে হয়ত পাওয়া যাবে। তবে একটা কথা মনে রাখবেনঃ এই কার্ডরিডার দিয়ে সুধু মেমরি পাসোয়ার্ড ভাঙ্গা যাবে তাছাড়া কোন ফাইল আদান – প্রদান করা যাবে না।

জিনিসটার নাম তো বলতে পারবেন সম্ভব হলে একটা ছবি দিয়েন।

    ঠিক আছে আমি সেই প্যাকেট'র স্ক্যান কপি ও সেই জিনিসটার একটা ছবি উঠিয়ে দিব তবে এখন সেটা আমার কাছে নাই আমার ভাইয়ার কাছে আছে তাই….

    আবার ভুলা মানুষ তাই আমাকে জিটকে নক করবেনঃ [email protected]

Level 2

সম্পূর্ণ মেমোরি কার্ডে পাসওয়ার্ড দেওয়া ভালনা :p

    তাহলে অর্ধেক পাসোয়ার্ড দেয়া যায়। প্লিজ তাহলে সয়ার কর‍্যন।

আমি জাভা handset ব্যবহার করি। কিছুদিন আগেই আমার memory card এর password ভুলে যাই। Solution হিসাবে memory card টা format করতে হয়েছিল। কিন্তু password থাকায় format ও করতে পারছিলাম না। তখন, Nokia Symbian OS এর handset 6120 তে memory card লাগানোর পর password ছাড়াই format করতে দিয়েছিল। আমার মনে হয়, যারা জাভা handset এর memory card এর password হারিয়ে ফেলছেন তারা Symbian OS এর কোন handset এ লাগিয়ে দেখতে পারেন- অন্তত format করতেই হবে।

    Level 0

    আমিও তাই বলেছিলাম……কিন্তু টিউনার একমত হলেন না !

    এই কাজটি শুধু যে সেটে মেমরিতে পাসোয়ার্ড দিয়ে সেই সেটেই এই ট্রিক্স কাজ করবে। আর জাভা তে হলে ফরম্যাট করতে হবেইই।

    @mrnine87 ভাই আমি আপনি কি ব্যপারটি বুঝেছেন? আমার পদ্ধতি ব্যবহার করলে পাসোয়ার্ড দিয়ে মেমরি আনলক করা যাবে। তাই মেমরি ফরম্যাট করার প্রয়োজন নাই।

    Level 0

    OK

Level 0

vai C:/Sys/Data/Mmcstore ai location ta astese na…….:( akhon ami ki korbo???????

comillar bahar market a memory card unlocker pawa jay

Level 0

tune ta pore j tuku janlam, comment pore tar teke onk besi kicu janlam…
thanks a lot……..

Level 0

আমিনুল ভাই অন্য একটা মোবাইলে লক করেছিলাম এখন সেই মোবাইল আমার কছে নাই,এখন কিভাবে ভুলে যাওয়া পাসওর্ড বাইর করব?