আপনার সিস্টেমে ভিসতা চলবে তো?

ডেস্কটপে বর্তমানে অনেকেই উইন্ডোজ ভিসতা ব্যবহার করলেও নিজের ল্যাপটপে ভিসতা ঠিকমতো রান করবে কিনা অনেকে এই ভেবেই এক্সপি থেকে ভিসতায় আপগ্রেড করা থেকে বিরত থাকেন।আপনি চাইলে আপনার পিসিকে দিয়েই পরীক্ষা করিয়ে নিতে পারবেন এটি ভিসতা রান করার উপযুক্ত কিনা সেটা।

*এজন্য প্রথমে Download  সাইট থেকে উইন্ডোজ ভিসতা আপগ্রেড এডভাইজার সফটওয়ারটি ডাউনলোড করে নিন।এরপর এটি ইন্সটল করে রান করান।

 43.png

*ইন্সটল হবার পর এপ্লিকেশনটি লঞ্চ করে Start Scan বাটনে ক্লিক করুন।মিনিটখানে ধরে এটি আপনার সিস্টেমের সব কম্পোনেন্ট পরীক্ষা করে দেখবে।

44.png

*এরপর এটি জানাবে আপনার সিস্টেম আসলেই ভিসতা চালাবার যোগ্যতা রাখে কিনা।আর সম্ভাব্য কিসব আপগ্রেডের মাধ্যমে আপনি আরো ভালোভাবে ভিসতা রান করাতে পারবেন তাও বলে দিবে এই সফটওয়ার।

45.png 

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস