পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করা।

সকলে আমার সালাম নিবেন, আশাকরি আপনারা সকলে ভাল আছেন। আমি কিছুদিন যাবত টিউন করব ভাবতেছি, কিন্তু এত টিউনারদের মাঝে কি টিউন করব? যাইহোক বুকে সাহস নিয়ে টিউন করে ফেললাম। এবার কাজের কথায় আসি

আপনি ইচ্ছে করলে পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের ইমেজ যুক্ত করতে পারেন। এজন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন এবং যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন সেই ইমেজটি ফোল্ডারের ভিতরে রাখুন, তারপর একটি নোটপ্যাড খুলুন, নিচের কোডটি টাইপ করুন অথবা কপি করে পেষ্ট করুন।

[ExtShellFolderViews]

{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]

Attributes=1

IconArea_Image=Images\Delouar.jpg

[.ShellClassInfo]

ConfirmFileOp=0

IconFile=%SystemRoot%\system32\SHELL32.dll

IconIndex=161

Save করে বেরিয়ে আসুন

উল্লেখ্য কোডের যে অংশে Images\Delouar.jpg লেখা আছে সে অংশটিকে আপনার ফোল্ডার এবং ইমেজের নাম দ্বরা রিপ্লেস করুন।

উদাহরন: আপনার ফোল্ডারের নাম যদি হয় Images-2 এবং ফোল্ডারের ভেতরের ইমেজের নাম যদি হয় Computer.jpg তাহলে Images\Delouar.jpg এর জায়গায় লিখতে হবে Images-2/Computer.jpg

তারপর নোটপ্যাডটিকে রিনেম করুন desktop.ini (.txt ফরমেট এর পরিবর্তে .ini ফরমেট হবে) নামে

এবার ফেল্ডার এবং desktop.ini ফাইলটি কপি বা কাট করে পেনড্রাইভ/মেমোরি কার্ডে পেষ্ট করে পেজটি Refresh করুন।

দেখুন আপনার ইমেজটি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে।

এটি আমার প্রথম টিউন, আমার জন্য প্রারথনা করবেন যাতে অনেক ভাল ভাল টিউন করতে পারি।

Level 0

আমি H.M.DELOUAR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি তো সালাম দিলেন না।তাই উত্তর দিলাম না।কিছু মনে করবেন না।ভাল টিউন।

Kajj to hoi naa ??

জয় ভায়া আমি এইমাত্র চেক করলাম সবকিছু িঠক আছে

উইন্ডোজ ৭ এ হয়না যতদুর জানি 🙁

ধন্যবাদ Mukut ভাই মন্তব্য করার জন্য।

আসসালামু আলাইকুম, টিউনটি খুব-ই ভাল হয়েছে………… সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ

আগে জানতাম মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। আর মন্তব্যের রিপ্লে দেবার জন্য Replay অপশন ব্যবহার করুন।

Level 0

কাজ করতেসে না । করলাম কাজ আপনি জেভাবে বললেন কিন্তু কিছুই দেখায় না। এখন কি করব

    78626 ভাই, আমার মনে হয় আপনি Format পরিবর্তন করতে পারেন নাই। এখানে .txt হচ্ছে নোটপ্যাড এর Format যা প্রথমে ছিল। পরে আপনি .txt Format কে .ini করবেন এবং নোটপ্যাডটির নাম দিবেন desktop

    যদি আপনার কম্পিউটারে Format Hide থাকে তাহলে যে কোন ফোল্ডারে Open করে মেনো বারের Tools>Folder options>View> এ ক্লিক করুন, Hide extensions for known file types বক্স এ ঠিক চিহ্ন তুলে দিন। তার পর দেখুন আপনার সব ফাইলের Format Show করতেছে। তার পর .txt Format কে .ini Format দ্বারা রিপ্লেস করুন।

Level 0

cholche na je……ki kori….ar ekbar ki code ta deben….

    bapi ভাই কোড ঠিক আছে, আমার মনে হয় আপনি Format পরিবর্তন করতে পারেন নাই। এখানে .txt হচ্ছে নোটপ্যাড এর Format যা প্রথমে ছিল। পরে আপনি .txt Format কে .ini করবেন এবং নোটপ্যাডটির নাম দিবেন desktop

    যদি আপনার কম্পিউটারে Format Hide থাকে তাহলে যে কোন ফোল্ডারে Open করে মেনো বারের Tools>Folder options>View> এ ক্লিক করুন, Hide extensions for known file types বক্স এ ঠিক চিহ্ন তুলে দিন। তার পর দেখুন আপনার সব ফাইলের Format Show করতেছে। তার পর .txt Format কে .ini Format দ্বারা রিপ্লেস করুন।

    Level 0

    onek chesta koreo parlam na.

অনেক চেষ্ট করেও সফল হলাম না

কয়েক দিন আগে TECHTUNES এ দেখেছিলাম RAM হিসাবে PENDRIVE এর ব্যবহার কিন্তু TUNE টা খুজে পাচ্ছিনা।যদি কারো জানা থাকে সাহায্য করুন।উপকৃত হব।

    My computer>(right click)properties>advanced>performance settings>advanced>select pendrive>check custom size>set the maximum size as available>set the minimum size 3300>ok.
    then restart computer.
    4gb পেনড্রাইভ ইউজ করা ভাল।তবে পেনড্রাইভের ক্ষতি হতে পারে।এটা Ram হিসেবে নয়,virtual memory হিসেবে কাজ করে।

vai amao holona onek chesta korlam

উইন্ডোজ ৭-এ হয় না… 🙁

আমার কাঝে একটা সফ্যটওয়ার আছে।

…….

amar kasha akta sof asay.kentu apnar ta o Valo হইছে। ধন্যবাদ

এই লিংক থেকে ডাউনলোড করুন http://www.mediafire.com/?wx9n1055zg83idk

Level 0

Vai windows 7 e kaj kore na……..