আপনার ওয়েবসাইট কি সবাই দেখতে পারছে?

বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।
আজ আপনাদেরকে আমি খুব উপকারি একটি টিপস দেব, আশা করি সবার উপকারে লাগবে। যাক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

একটি ওয়েব সাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটটা ঠিকমত সব ব্রাউজারে কাজ করছে কিনা বা ঠিকমত প্রদর্শন করছে কিনা তা একজন ওয়েব ডেভলপারকে খেয়াল রাখতে হয়।

কারন আমরা জানিনা কোনব্যবহারকারী কোন ব্রাউজার ব্যবহার করছে।আবার আমাদের পক্ষে এটাও সম্ভব নয় একটার পর একটা ব্রাউজার ইনস্টল করে চেক করে দেখা আমাদের ওয়েবসাইটা ঠিকমত ব্রাউজারে প্রদর্শন করছে কিনা।আমার মনে পড়ে একবার আমি একটা ওয়েবসাইটের কাজ কমপ্লিট করার পর তা যখন ইন্টারনেট এক্সপ্লোরারে চালু করলাম দেখলাম সব ঠিক আছে।কিন্তু যখন তা মজিলা ফায়ারফক্সে চালু করলাম দেখলাম আমার ওয়েবসাইটের হিডার গেছে ফুটারে আর ফুটার গেছে হিডারে ।দেখে তো আমার মাথা গরম।
পরে অবশ্য তা ঠিক করেছিলাম।যাই হোক আপনি এখন ইচ্ছে করলে জানতে পারেন কোন ব্রাউজার কিভাবে আপনার তৈরি করা ওয়েবসাইটকে প্রদর্শন করছে।আর এ জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা শুধু এই http://browsershots.org ওয়েবসাইটে যান।

আপনার তৈরি করা ওয়েবসাইটের ইউআরএল দিন।আপনার ব্রাউজারের ভার্সন ঠিক করে দিন তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন।দেখবেন কিছুক্ষনের মধ্যে কোন ব্রাউজার কিভাবে আপনার তৈরি করা ওয়েবসাইটকে কিভাবে প্রদর্শন করছে তা শো করবে।আপনি ইচ্ছে করলে এই রেজাল্টের স্কীনশর্টটি ডাউনলোড করে নিতে পারেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা সহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ওপাপ সাইটের জন্য এ ধরনের কোন লিং আপনার জানা থাকলে লেয়ার করুন প্লিজ

Level 0

ওপাপ সাইটের জন্য এ ধরনের কোন লিং আপনার জানা থাকলে শেয়ার করুন প্লিজ

আপাতত জানা নেই জানলে অবশ্যই জানাবো, প্রথম মন্তব্য করার জন্য অসংখ্যা ধন্যবাদ

ভালো তথ্য…

Valo jenes delen.