ফাইল-ফোল্ডার ডিলিট না হলে কি করবেন, তাহলে দেখেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুনাময় আল্লাহর নামে শুরু করলাম। অনেক সাহস নিয়ে প্রথম টিউন করতে বসলাম। আমরা পিসিতে দেখি যে অবাঞ্চিত ফোল্ডার তৈরি হয়ে যায় অনেক কারন বসত এই রকম

হতে পারে। যাই হোক এই ফোল্ডার গুলু ডিলিট করা যায়না, তখন আমাদের মাথা খারাপ হওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আমার দেওয়া এই সফটওয়্যার দারা আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন  http://www.mediafire.com/?dv2apgkv1kwl72c। সফটওয়্যার টি ডিউনলড করার পর ইন্সটল করুন। তারপর যেই ফোল্ডার ডিলিট হয়না সেই ফোল্ডার এর উপর মাউস এর রাইট বোটম টিপুন তখন আপনি আনলকার নামে একটি ফোল্ডার দেকবেন ওইটাতে কিল্লিক করে ফোল্ডার ডিলিট করবেন। আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করবেন, আশা করি কমেন্ট করবেন। এর আমাকে একটু সাহায্য করবেন আমি কিভাবে প্রোফাইল পিকচার এড করবো। আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন, সুস্তু থাকবেন, ভালবাসা সহ আপনাদের সাব্বির।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রুচির চরম অবনতি। বাজে।

কেন আমি কিছুই বুঝলাম না, Zashid ভাই

এই এই সফটওয়্যার টা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। ধন্যবাদ আপনাকে

কিভাবে কাজ করে স্ক্রিনশট সহ দিলে বেশি ভাল হত।

ধন্যবাদ@Hossain bhai

আমি স্কীন শট কীভাবে নিতে হয় জানিনা, আপনি জানলে আমাকে জানান। আর এটাটে স্কীন শট নেওয়ার মত কিছুই নাই। স্বাভাবিক ভাবে install করবেন , তারপর যেই ফোল্ডার ডিলেট হয়না সেই ফোল্ডার এর উপর মাউস এর রাইট বাটন চাপলে unlocker নামে একটা অপশন দেখবেন, তখন এটাতে ক্লীক করলে আপনি ডিলিট অপসন পাবেন, তখন ডিলেট করবেন। ধন্যাবাদ মন্তব্য করার জন্য @সোনার দেশ

প্রথম টিউন হিসাবে ভালই তো! কিন্তু পরের টিউন গুলো থেকে বানানের দিকে নজর রাখবেন ভাইয়া! 😀

Level 0

সফ্টওয়ারের ঝামেলায় যেতে চাইনা দুইমাস আগে একটি সফ্টওয়ার ডাওনলোড করেছিলাম এর কয়েকদিনের মধ্যেই কম্পিউটার ভাইরাসে ভরে যায় এবং কম্পিউটার স্ক্রিনে লেখা ওঠে আপনি আপনার কম্পিউটারকে স্পাম মেশিন হিসাবে ব্যবহার করছেন ২৪ মধ্যে ঠিক করুন তা না হলে আমরা পুলিশের শরনাপন্ন হতে বাধ্য হব । সফ্টওয়ারের বিকল্প পদ্ধতি থাকলে বলুন ।

মন্তব্য করার জন্য ধন্যবাদ। ঠিক আছে বানান ঠিক রাখার চেস্টা করব@রাত জাগা পাখি

ধুর কি বলেন এটা ১০০% পরীক্ষিত আপনার পিসির কিছুই হবেনা। আপনি ডাউনলোড করে দেখেন@878

টেকটিউনে প্রোফাইল পিকচার সেট করার নিয়ম জানতে নিচের লিংকটি ভিজিট করুন।

https://www.techtunes.io/webware/tune-id/36249/

স্ক্রিনশট নেয়ার জন্য উইন্ডোজ সেভেনে Snaipping Tool নামে একটা অপশান স্টার্টমেনুতে পাবেন।এর এক্সপির জন্য কিবোর্ডের PrtScn নামে একটি কি আছে খুজে দেখলে পাবেন।এটি সিলেক্ট করে মাইক্রোসফট ওয়ার্ড খুলে পেস্ট করলে ইমেজটি দেখতে পাবেন তবে এটা লোকোয়ালিটির।এছাড়া নিচের সফটগুলো ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারেন।

http://www.etrusoft.com/capture.exe

http://download.cnet.com/ScreenHunter-Free/3000-2192_4-10063246.html

Thanks,
Anek din dhore ekta file delete korte parchhilam na, Aj parlam.

ভাই আসিফ পাগলা সাব্বির, আমার প্রশ্ন অন্য যায়গায়- আপনার টিউনের নিচে যে ছাবি লাগিয়েছেন সেটা কার ?

কেন ভাই? এমনি একজন মানুসের@অপদাথ

আমি capture software টি ডাউনলড করসি কিন্ত কাজ বুজতাসিনা প্লিজ হেল্প@নিশাচর নাইম

Level 0

ধন্যবাদ ! এমন জিনিসের খুবই প্রয়োজন ছিল আমার । ১নং ধন্যবাদ ।

ধন্যবাদ আসিফ ভাই। আমার খুব কাজ এ লাগেছে।

Level 0

apnake dhonnobad bro, smart ekta software share korar jonno

Level 0

“http://www.mediafire.com/?dv2apgkv1kwl72c” লিংকটা মনে কাজ করছে না, দয়া করে একটু চেক করে দেখেন।

Level 0

আমি প্রোফাইল ছবি যুক্ত করতে পারছি সাহায্য চাই