Search Engine Optimization-(পর্ব- ১)

আমি অনেক দিন আগে একটা টিউন করে ছিলাম টিউনটা ইচ্ছে হলে দেখতে পারেন। তারপর অনেক ব্যস্ততা ছিল কারন HSC এক্সাম ছিল।

এখন এক্সাম শেষ তবুও কোচিং ঝমেলার কারনে টেকটিউনে আসি ঠিকই কিন্তু টিউন করতে পারি না। অবশেষে আজ টিউন করতে বসলাম।

আমি নিজে Search Engine Optimization সম্পর্কে শিখছি আর আমার অভিজ্ঞতা আপনাদের সাথে share করার চেষ্টা করছি। শাকিল ভাই অনেক গুলি টিউন করেছে এ সম্পর্কে। ওনারা পুরা বস মানুষ। আমি টিউন করতে ভয়ই পাচ্ছি।

অনেকের কমেন্টে দেখলাম তারা SEO বিস্তারিত জানতে চান। যথা সম্ভব আমি বিস্তারিত ভাবে লেখার চেষ্টা করব।

প্রথমেই আসা যাক Search Engine Optimization (SEO) কত প্রকার?

Search Engine Optimization দুই প্রকারঃ

১.অনপেজ SEO

২.অফপজে SEO

আজ আলোচনা করব অনপেজ SEO মেথড সম্পর্কে। onpage SEO হচ্ছে আপনি আপনার সাইট - এ বসে যে সকল কাজ করবেন।

১. Keyword রিসার্সিং ঃ ব্লগে কোন পোস্ট করের সময় চিন্তা করবেন যে, পাঠাক যখন কোন বিষয় সার্চ করবে কোন তখন কি কি লিখে সার্চ করবে তা খেয়াল করুন। ওই শব্দগুলো যদি আপনার লেখা মধ্যে থাকে, তাহলে সার্চ ইঞ্জিন আপনার ব্লগ থেকে ওগুলো খুজে পাবে। এখন প্রশ্ন হল Keyword কিভাবে খুজে পাবেন। Keyword খুজে পাবার সব চেয়ে ভাল টুল হল গুগোল -এর keyword Tool. এখানে কয়েকটা Keyword দিয়ে তার সাথে সর্ম্পকিত অন্য Keyword গুলো সম্বন্ধে ধারনা পেতে পারেন। এছাডাও ওখানে দেখবেন কত কতজন ওই keyword গুলো সার্চ করছে। আপনি সেগুলো থেকে বাছাই করে সব চেয়ে জনপ্রিয় Keyword নিয়ে লিখুন। তবে খেয়াল রাখবেন যে সবগুলোই খুব বেশি পপুলার keyword না হয় – তাহলে ওইসব keyword নিয়ে লিখে খুব একটা সুবিধা করতে পারবেন না। খুজে পাওয়া keyword গুলো google Trends নিয়ে কমা দিয়ে তুলনা করুন। দেখুন কোন keyword গুলো সব চেয়ে বেশি জনপ্রিয় সেগুলো দিয়ে ব্লগ লিখুন।খেয়াল রাখবেন যেন সবগুলো keyword ই যেন লেখার মধ্যে বারবার ঘুরে আসে।untitled19.JPG

২.পোস্টের হেড লাইনঃ এটা অনেক গুরুত্বপুর্ন। হেড লাইন এমন ভাবে লিখবেন যেন আপনার রিসার্সিং Keyword গুলো থাকে।

৩.মেটা ট্যাগ- এর ব্যবহারঃ ব্লগ পোষ্টের সময় মেটা ট্যাগগুলো ব্যবহার করতে ভুলবেন না – Meta Keywords এবং Meta Description। বিভিন্ন cms -এর  জন্য মেটা ট্যাগ- এর প্লাগিন পাওয়া যায়।

৪. ইমেজ এবং ALT Tags : ব্লগ পোস্টের সময় একই সাইজের ইমেজ ব্যবহার করুন। ছবি দেবার সময় ছবি ALT ট্যাগে Keyword বসিয়ে দিন। গুগোল ইমেজ সার্চ কাজে দিবে।

পরবর্তি টিউনে সাইট ম্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

বিস্তারিত এখানে

Level 0

আমি নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভিসিট করুন আমার SEO ব্লগ আমার Tech ব্লগ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চোট খাট সাইটের জন্য অফপেজ অপটিমাইজেশন বেশি কাজের।তবে Nokia, Samsung, Lg এগুলোও কিন্তু অনেক পপুলার কিওয়ার্ড। এরকম কিওয়ার্ডে টপ 10 এ থাকতে পারলেই অনেক ভিজিটর পাওয়া যাবে। ধন্যবাদ আপনার টিউনের জন্য।