কোন সফটওয়ার ছাড়া, এক সাথে যত খুশি তত Yahoo open করুন।

সালাম সবাই কে, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি দেখাব কি করে কোন সফটওয়ার ছাড়া, এক সাথে যত খুশি তত Yahoo open করতে পারবেন।

প্রথমে start এ যান, তারপর Run এ click করুন। এবং সেখানে regedit লিখুন। তারপর OK press করুন।

HKEY_CURRENT_USER  এর বামে "+" এ click করুন

একই ভাবে software এর বামে "+" এ click করুন

একই ভাবে yahoo এর বামে "+" এ click করুন

একই ভাবে pager এর বামে "+" এ click করুন

তারপর Test এর উপর একটি click করুন এবং ডানে পাশে লক্ষ করুন

এখন এখানে mouse এর right buttome এ click করে, নতুন একটি DWORD Value তৈরি করুন, এবং ইহা rename করুন "plural"

এখন plural এর উপর mouse এর right buttome এ click করে Modify তে click করুন

DWORD Value টির Value data "0" দেওয়া থাকবে, ইহা পরিবর্তন করে "1" করে নিন। এবং ok press করুন। ব্যাস হয়ে গেল...

প্রতিবার যেন এত কষ্ট করতে না হয় সে জন্য আপনি চাইলে ইহার জন্য একটি regedit file তৈরি করে রাখতে পারেন।

যেভাবে তৈরি করতে হবে......

Test এর উপর mouse এর right buttome এ click করে  "Export" এ click করলে একটি save option আসবে।

তারপর আপনি ইহাকে যে কোন নাম দিয়ে save করে রাখুন।

save করার পর এমন দেখাবে.... file টিকে যত্ন সহকারে save করে রাখুন।

এরপর থেকে পুরো কাজ না করে শুধু file টিতে দু্ই বার click করার পর  OK press করলেই চলবে। আপনি চাইলে এই file টি অন্য যে কোন কম্পিউটারে ব্যবহার করতে পারবেন।

এবার যত খুশি তত Yahoo open করুন।

জানিনা টিউনটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভাল লাগলে জানাবেন....

ভাল থাকবেন সবাই........

আসসালামুআলাইকুম

Level 0

আমি সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুস এবং সবসময় সাধারন ভাবে জীবন যাপন করতে চাই। যদি আমার দ্বারা আপনারা কোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমায় ক্ষমা করে দিবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ,ভালো লাগলো।আচ্ছা জিমেল বা অন্য কোন মেইলে এই রকম করা যায় কী?

    আপনাকেও ধন্যবাদ।

    ভাই আমার জানা নেই………

    সৈকত ভাই …একই টিউনআর কতদিন এভাবে চলবে……………………….??????????

Level 0

dhonno bad dea tomai choto bondu. great idea. amar khoob kaj a lagbe.

Level 0

হুম ভাল। অনেক আগে পুদিনা পাতা ভাই এই টিউনটি করেছিল।

vai ekshathe duijon ek id te ek e somoi ki log in korar kono upai jana ase? janale upokrito hoitam

Level 2

অনেক ধন্যবাদ । অনেক সুন্দর টিউন।

    আপনাকেও ধন্যবাদ।

এই টিউনটা আমি আগেই করছিলাম…

Level 0

ভাই আপনেরা এগুলা কি কপি/পেস্ট করেন ? নাকি নিজে নিজে বের করেন ??? যদি সত্যি সত্যি নিজে নিজে বের করে থাকেন তাহলে আপনাদের ফিউচার এ উন্নতি কেউ ঠেকাতে পারবে না।

কপি/পেস্ট হলেও ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আমি ০ আপনার সাথেএকমত কপি/পেস্ট হলেও ধন্যবাদ শেয়ার করার জন্য। তবে আমার মনে হচ্ছে এবার দিয়ে এই টিউনটি ৬বার করা হলো । বিভিন্ন লোক বিভিন্ন রকম করে কিন্চিত ঘুরিয়ে করে । আমার মনে হয়এদের সবার ই বাহ্ বা কুরনোটই মূল উদ্দেশ্য…………….

    only1kader না ভাই এগুলো কপি পেষ্ট না। আপনাকে ধন্যবাদ….

    prince-mahmud ভাই আমি এখানে নতুন ইহা আমার ২য় টিউন, ইনশাল্লাহ সামনে আরো টিউন পাবেন আশা করি। ভাই আমি একজন স্কুল শিক্ষক, তাই তেমন একটা সময় পাই না। তবে কথা দিলাম , সবোর্চ্ছ চেষ্টা করব।
    prince-mahmud আপনাকেও ধন্যবাদ।

    তবে prince-mahmud ভাই এই টিউন টা নতুন সদস্যদের কাজে লাগবে। আপনাকে আবারো ধন্যবাদ।

দারুন

জটিল হইছে ভাই

ভাই এত কষ্ট না করে Multi yahoo messanger software টি ব্যাবহার করলেই তো হয় । কিন্তু শেয়ার করার জন্য ধন্যবাদ

Level 0

vai,amar pc te kno ei systemta hocchena???apni jevabe bolcen sevabei korechi.but hocchena.kno hocchena janaben plz.

ধন্যবাদ ।