Plotogan – মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করুন একদম সহজে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 4
ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ

সুপ্রিয় পাঠকগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আশাকরি টিউনের টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের টিউনটি কি সম্পর্কিত। টাইটেল পরে হয়তো বুঝে গেছেন আজকের টিউনটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং। কারণ আজকের টিউনটি পড়ার পর আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। যে বিষয়টি আমাদের মাথায় এখন কাজ করছে সেটি হল কার্টুন কিভাবে বানাবো?!

মোবাইল দিয়ে কার্টুন বানানো যায়?! এটি তো অসম্ভব! কিন্তু না। বর্তমান বিশ্বে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো কোন অসম্ভব বিষয় নয়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই টিউনে আমি আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দেব। কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, আপনার ইচ্ছামত চরিত্র নিয়ে ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড নিবেন, ইচ্ছামত সাউন্ড রেকর্ড করবেন। বন্ধুরা আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।

কোন অ্যাপ দিয়ে কার্টুন বানাবো?

প্রথমত কার্টুন বানানোর জন্য আপনার একটি অ্যাপ এর প্রয়োজন। কার্টুন বানানোর জন্য প্লে স্টোরে অনেক অ্যাপ রয়েছে। কিন্তু এর বেশিরভাগই অকার্যকর। আমি যে অ্যাপটির কথা বলব সে অ্যাপটি 100% কার্যকর। অ্যাপটির নাম হল Plotogan। আপনি প্লে স্টোরে Plotogan লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন।

Plotogan অ্যাপটি দিয়ে কিভাবে কার্টুন বানাবেন?

১. প্রথমত Plotogan অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন।

২. তারপর অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে ওপেন করবেন।

৩. তারপর অ্যাপটি একটু লোডিং নিবে। তারপর যখন অ্যাপটি ওপেন হয়ে যাবে তখন আপনি প্রথমে একটি ইন্টারফেস দেখতে পাবেন। যার উপরে লেখা থাকবে Creat Video। ওইখানে ক্লিক করবেন।

৪. তারপর আপনার সামনে কার্টুন বানানোর পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে প্রথমে ক্যারেক্টার সিলেক্ট করতে বলবে। তাই প্রথমে No Character বাটনে ক্লিক করবেন।

৫. সেখান থেকে আপনি যে কোন ক্যারেক্টার নিতে পারবেন এবং ক্যারেক্টার বানাতেও পারবেন। ক্যারেক্টার বানাতে হলে প্রথমেই ক্যারেক্টার আইকনে ক্লিক করে প্রথমে দেখতে পাবেন ক্রিয়েট ক্যারেক্টার (Create Character) অপশনটি। ঐ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ইচ্ছামত ভাবে একটি ক্যারেক্টার বানিয়ে নেবেন।

৬. তারপর ওই ক্যারেক্টারটা সিলেক্ট করবেন।

৭. তারপর ক্যারেক্টার আইকনের ডান দিকে দেখতে পাবেন Scene অপশন নামে একটি অপশন রয়েছে। ওইখানে ক্লিক করবেন।

৮. তারপর আপনি আপনার ইচ্ছামত জায়গা নিতে পারবেন। যেমন হোটেল-রেস্টুরেন্ট, বাগান, বন, রাস্তা, কিচেন, বাড়ি, পার্ক ইত্যাদি। এগুলোর মধ্যে আপনি যেকোনো senes নিয়ে কার্টুন বানাতে পারবেন।

৯. Scene অপশনের ডানদিকে আপনি কথোপকথন অপশন দেখতে পাবেন। কথোপকথন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে একটি ক্যারেক্টার সিলেক্ট করতে বলবে। আপনি আপনার সিন্স এ সর্বোচ্চ দুটি ক্যারেক্টার বসাতে পারবেন এবং আপনাকে প্রতিটি ক্যারেক্টারের আলাদা আলাদা নাম দিতে হবে। কথোপকথন অপশনে ক্লিক করার পর আপনি যে ক্যারেক্টারের কথা বলাবেন ওই ক্যারেক্টারটির নাম সেখানে সিলেক্ট করবেন।

১০. তারপর আপনি রেকর্ড অপশনে ক্লিক করে কিছু বলবেন, তারপর ওকে করে দেবেন। তারপর কার্টুন ভিডিওটি প্লে করে দেখবেন - আপনি যা বলেছেন তা ঐ কার্টুনটিও বলছে। এভাবে আপনি ক্যারেক্টার সিলেট করে করে একটি পূর্ণ কার্টুন বানিয়ে ফেলতে পারবেন আপনার ইচ্ছামত ভাবে। এভাবে কার্টুন বানিয়ে আপনি ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন।

কিভাবে কার্টুন বানাতে হয় এ বিষয়ে যদি আপনারা কোন ভিডিও টিউন পেতে চান তাহলে অবশ্যই আমাকে টিউমেন্ট করে জানাবেন। তাহলে, আমি আপনাদের ভিডিও টিউন দিয়ে দেব। যেটা দেখে কিভাবে কার্টুন বানাতে হয় সেটি আপনারা ভালোভাবে বুঝে নিতে পারবেন। কোন সমস্যা হবে না। আর যদি এই টিউনটি পরেই আপনি কার্টুন বানাতে পারেন তাহলে কোন সমস্যাই নাই।

তো আজ এ পর্যন্তই রইল। যদি এই টিউন সম্পর্কে আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে টিউমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রতিটি টিউমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকটিউনসের সাথে থাকবেন। যদি এই টিউনটি আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন।

আসসালামু আলাইকুম।

Level 4

আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস