রিমুভেবল ডিস্কের পাসওয়ার্ড

পেনড্রাইভ ও মেমোরি কার্ডে অনেক সময় আমরা এমন সব ফাইল রাখি, যা অন্য কেউ দেখলে ক্ষতি হয়ে যেতে পারে।

তবে চাইলে সুরক্ষিত করে রাখা যায় বহনযোগ্য ডিভাইস এর তথ্য।

অপরের কাছ থেকে ডিভাইসটির সুরক্ষা দিতে ডিভাইসটিতে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়।

"ইউএসবি সিকিউর" নামের একটি সফটওয়্যার এর সাহায্যে যে কোন মেমরি কার্ড ও পেনড্রাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখা যাবে।

নিচের লিঙ্ক থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন মিডিয়াফায়ার থেকে (1.24mb)-

http://www.mediafire.com/?chzmcnhlb5u#2

ডাউনলোড করা সফটওয়্যারটি  কম্পিউটারে ইন্সটল করুন। সাথে সিরিয়াল কি দেওয়া আছে, ফুল ভার্সন করে নিন।

ইন্সটল করার সময় ডিভাইসটি অবশ্যই কম্পিউটারে কানেক্ট রাখুন ও Destination Drive হিসেবে কোনটি প্রটেক্টেড করতে চান, তা দেখিয়ে দিন।

ইন্সটল হয়ে গেলে উক্ত ডিভাইসে গিয়ে দেখুন USB Secure.exe নামে একটি ফাইল চলে এসেছে।

ওখানে ডাবল ক্লিক করলে নিচের মত একটি চিত্র পাবেন।

Set Password এবং Confirm Password এর ঘরে কাঙ্খিত পাসওয়ার্ডটি  লিখে Protect এ ক্লিক করুন।

এবার লক্ষ্য করে দেখুন, ডিভাইসটির সব ডাটা হাইড হয়ে গেছে।

এখন থেকে যেইই হাইড করা ডাটাগুলো দেখতে চাইবে, তাকে পাসওয়ার্ড দিয়ে আগে ডিভাইসটি আন প্রটেক্টেড করে নিতে হবে।

ভাল লাগলে মন্তব্য করুন। ধন্যবাদ।

Level 0

আমি বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি----- http://www.facebook.com/profile.php?id=100000687055447


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Je computer e ei software ta na thakbe, sei computer theke ki pen drive er data gulo dekha jabe ?

    Jabe na. Tobe software ta pendrive/memory card er vetore "USB Secure.exe" hishebe thakbe.Thanks.

ঐ পেনড্রাইভ লিনাক্সে কি চলবে?

আমি উইন্ডোজে ব্যবহার করে দেখেছি। লিনাক্সের ব্যাপারে কিছু বলতে পারলাম না। ধন্যবাদ।

Level 0

এইটাতো দেখি ট্রায়াল ভার্সন। তা আপনার কাছে কি এইটার কোনো সিরিয়াল কি বা ক্রাক ফাইল আছে কি ?
যদি থাকে তাহলে জলদি শেয়ার করেন ।
আর যদি না থাকে তাহলে ভবিষ্যতে কোনো সফটওয়ার শেয়ার করার আগে এর সম্ভাব্য প্রয়োজন গুলো দেখে নিবেন যাতে এর দ্বারা কেউ সমস্যায় না পরে।
আসা করি খেয়াল রাখবেন। ধন্যবাদ ।

    ধন্যবাদ।

    ভাই, ফুল ভার্সন এর মিডিয়াফায়ার লিঙ্ক দিয়ে পোস্টটি আপডেট করে দিলাম। উপকৃত হলে মিষ্টি পাঠিয়ে দিয়েন। ধন্যবাদ।

Level 2

full version ছাড়া এই সফটওয়্যার দিয়া কি করবো ???? মাত্র ৩ ট্রায়াল …
ফুল ভার্সন শেয়ার করুন।

    ভাই, ফুল ভার্সন এর মিডিয়াফায়ার লিঙ্ক দিয়ে পোস্টটি আপডেট করে দিলাম; এবার খুশি তো? উপকার পেলে মিষ্টি পাঠিয়ে দিয়েন। ধন্যবাদ।

Level 0

According to download.com this software is a not a freeware but a trial ware and only 5-use trial.
So what should I do after 5-use trial ?
Do U have any answer ?

    ভাই, ফুল ভার্সন এর মিডিয়াফায়ার লিঙ্ক দিয়ে পোস্টটি আপডেট করে দিলাম; এবার খুশি তো? উপকৃত হলে মিষ্টি পাঠিয়ে দিয়েন। ধন্যবাদ।

ধন্যবাদ

নতুন pen drive er জন্য কী প্রতিবার install দিতে হবে?

Level 0

key kaj kore na plz.parle abar key den?

    আমিই ব্যবহার করে দেখেছি, ওই কি ১০০% কাজ করে। আপনি মনে হয় registration key দিতে ভুলে গেছেন। serial key ও registration key নিজ নিজ ঘরে বসিয়ে ফুল ভার্সন করে নিন। আশা করি সফল হবেন। ধন্যবাদ।

Level 0

New Version USB Secure _1.5.5.rar ফুল ভার্সন
সিরিয়াল কি আছে 100% kaj kore
download here
http://www.mediafire.com/?0dhpcnvxtl6gfe7

ধন্যবাদ।

প্রিয়তে রাখলাম জটিল হইছে । ধন্যবাদ

    ধন্যবাদ রাজপুত্র ভাই, আপনার নামের টাইটেলটাও জটিল হইছে।

Level 0

ভাই এই সফটওয়্যারের দারা লুকানো ফাইল কয়েক মিনিটেই দেখা সম্ভব। বুদ্ধিটা আমি বলবনা কারন তাইলে আমার গয়েন্দাগিরি হবেনা । কিন্তু সবাইকে জানাচ্ছি এই সফটওয়্যারের এবং fake folder ব্যবহার করলে যথেষ্ট সাবধান থাকবেন। আমি দুই সফটওয়্যারেই ত্রুটি পেয়েছি ।

    ভাই, চুপ করে আমাকে মেইল করে উপায়টা জানাবেন? আমি আপনার গোপনীয়তার দিকে যথাসম্ভব দৃষ্টি দিব, কথা দিলাম।

অন্য কম্পিউটারে হবে?

Level 0

matha khatan peye jaben…….