নোটপ্যাড যাদু – পর্ব (৪)

টেকে এখন এত টিউনার যে সকালে যদি ভাবি এটা নিয়ে টিউন করবো বিকালে দেখা যায় তা অলরেডি টিউন হয়ে গেছে।
তাই নতুন টিউন করা খুবই কঠিন কাজ যা হোক চলুন শুরু করি আজকের নোটপ্যাড যাদু ..............

নোটপ্যাড দিয়ে লক করুন আপনার পিসি

  • ১. নোট প্যাড ওপেন করুন।
  • ২. নিম্নলিখিত লাইন কপি করুন।
  • set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
    set oShellLink = WshShell.CreateShortcut(wshShell.SpecialFolders("Desktop") & "\LockWorkstation.lnk")
    oShellLink.TargetPath = "%windir%\system32\rundll32.exe"
    oShellLink.Arguments = "user32.dll,LockWorkStation"
    oShellLink.Save

    যে কোন নামের পর.VBS লিখে সেভ করুন।এটা একটা শর্টকাট তৈরি হল এবার এটাতে ক্লিক করুন।
    এবার আপনি যে ফোল্ডার লক করবেন (যেমন - আমি যে ফোল্ডার লক করবো তাহলো D:\movies\ ) সেই ফোল্ডারে একটি text ফাইলে টাইপ করুন -
    ren movies movies.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
    loc.bat লিখে সেভ করুন।এবার আবারো একটি text ফাইলে টাইপ করুন -
    ren movies.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} movies
    key.bat লিখে সেভ করুন।
    এখন D ড্রাইভে দেখবেন দুইটি ব্যাচ ফাইল loc এবং key এবার যখন আপনি loc ফাইলটিতে double ক্লিক করবেন তখন movie ফোল্ডারটি বদলে control panel হয়ে যাবে আর যখন আপনি key ফাইলটিতে double ক্লিক করবেন তখন control panel ফোল্ডারটি বদলে movie হয়ে যাবে।

    Level New

    আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    Level New

    বা! দারুণ তো!! এক্ষুনি পরীক্ষা করছি। ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ মঈন ভাই।
    খুব ভাল টিউন।
    তবে এ ধরণের একটি টিউন বোধহয় আগে করা হয়েছিল।
    আর আমার মনে হয় vbs ফাইলটি তৈরী করার কোন দরকার নেই।
    শুধু Batch ফাইল দুটোই যথেষ্ট।
    লক্ষ্য করেছেন, এখন থেকে মন্তব্য দেয়ার জন্য লগইন করতে হবে।
    একটি চাহিদা পুরণ হলো।
    এখন থেকে কেউ আর ছদ্ম নাম দিয়ে লাগামহীন মন্তব্য করতে পারবে না।
    ভালই হলো।
    ভাল থাকুন।

    Level New

    আসলে নোটপ্যাড ট্রিকসগুলো সবারই জানা যা হোক আগামীতে নতুন কিছু দেয়ার চেষ্টা করবো ধন্যবাদ।

    না ভাই আমাদের দু একজনের জানা তাই বলে সবার জানা নয় আর ব্যাপার গুলো খুবই মজার আপনি চালিয়ে যান।

    asolei mojar. vai chalie jan

    Level New

    মইন ভাই, আপনার মত করে একটা বই নিয়ে ছবি তুলতে চাইছি আমি। হেলপ করেন

    Level New

    @ Robayeth একদিন আমার বাসায় চলে আসুন তারপর ছবি তুলে দিব।

    Level 2

    আর কত কাল এভাবে মুখের ওপর বই ধরে রাখবেন।
    এবার বইটা দয়া করে সরান!
    আমরা ভালভাবে দেখি আপনাকে।

    হাঃ হাঃ হাঃ আসলে আমার মনে হচ্ছে মঈন ভাই অনেক পড়ুয়া ছাত্র, তাই না মঈন ভাই???

    সুন্দর, চািলয়ে যান।

    Level New

    @ http://www.Linkinworld.com ভাই ওটা আমার প্রিয় খেলোয়ার গ্যারি নেভেলের লেখা বই তাই ……………………

    Level 2

    ভালো টিউন, আগে দেয়া হইছে তাতে কি? আগে যারা মিস করছিল তারা তো এই বার পেল, আজকে যারা মিস করবে তাদের জন্য না হয় পরে আবার অন্য কেউ আবার টিউন করবে 😉
    লগইন করে মন্তব্য দেয়াকে সাধুবাদ জানাই, কাযর্করী পদক্ষেপ।

    আমিও কিংটুন ভাইয়ের সাথে একমত, আগের জিনিস ঘাটাঘাটি করার সময় কোথায়, ভালো কোন টিউনের পুনরাবৃত্তিতে আমার মত অনেক দিন পর পর যারা ঢোকে তাদের অনেক সুবিধা। @ইসমাইল ভাই, আমার অনেক অনুরোধ এর পর দেখি কর্তৃপক্ষ ব্যাপারটা শুনেছে (অবশ্য আমি ছাড়াও অনেকে চাইত এই ছদ্মবেশী মন্তব্য প্রতিহত হোক)। আশা করছি কেউ আমার উপর রাগ করবেন না। 😉

    You Are Great ………….

    Level 0

    খুব ভাল টিউন।

    crying ami bujhe uthte parlamna