আপনার মোবাইল গোপনে কে ঘাটাঘাটি করে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রহমানির রাহিম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।

এখনকার সময়ে আমাদের পার্সোনাল সবকিছুই কিন্তু আমাদের স্মার্ট ফোনে থাকে, আমাদের ভিডিও বলেন, আমাদের ফটো বলে, ফেসবুক, Gmail, ইত্যাদি সব কিছু থাকে আমাদের স্মার্ট ফোনে। আর আমাদের চারপাশে কিছু খারাপ মানুষ আছে যাদের নজরটাই থাকে আমাদের স্মার্ট ফোনের উপরে। আমরা যখন আমাদের ফোন রেখে কোথাও যাই যেমন - আপনার ফোন রেখে একটু বাহিরে গেলেন, আপনি অফিসের কাজ করার সময় ডেস্কে রেখে কাজ করছেন, তখনি দেখা যায় ওই মানুষগুলো চেষ্টা করে আপনার ফোনে কি আছে সেটা দেখে নিতে। বন্ধুরা এই সমস্যার কি কোন সমাধান নেই? অবশ্যই আছে।

আজকের টিউনে বলব আপনার ফোন কেউ আনলক করতে চেয়েছিল কি না, এবং কে এই মানুষ।

তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

বন্ধুরা এই কাজ করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটি সেটিংস করবেন সব কিছু ধাপে ধাপে দেখিয়ে দেব আজকের এই টিউনে।

১. আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে-স্টোরে।

২. প্লে স্টোরে যাওয়ার পর এই সার্চ বারে সার্চ করতে হবে Third Eye লিখে।

৩. তারপর এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির সাইজ কিন্তু খুব কম এবং এই অ্যাপসটি এই পর্যন্ত ডাউনলোড করা হয়েছে 1M এর ও বেশি।

৪. অ্যাপস ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নিবেন।

৫. ওপেন করার পর এই যে ডান পাশে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ৪ বার ট্যাপ করবেন। ট্যাপ করার মাঝখানে অথবা শেষে Permission চাইবে Allow করে দিবেন।

৬. তারপর এরকম একটি পেজ ওপেন হবে। এখন এই অ্যাপস যেহেতু আপনার Look Screen মনিটর করবে তাই এখানে আপনাকে আরেকটি Permission দিতে হবে। এই যে Active এখানে ক্লিক করতে হবে।

৭. তারপর আবারও Permission চাইবে এটা on করে দিবেন। on করে দেওয়ার পরে Home বার্টনে ক্লিক করে সরাসরি বের হয়ে আসবেন।

৮. তারপর আবারও অ্যাপসটি ওপেন করবেন।

৯. ওপেন করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দ্বিতীয় নাম্বারে যে অপশন আছে Number of unlock attempts এখানে ক্লিক করবেন।

১০. ওপেন করার পরে 1 Attempts সিলেক্ট করে দিবেন।

এবার আপনার কাজ শেষ। এখন আমি দেখাব এই অ্যাপসটি কিভাবে কাজ করে। মনে করেন আপনি আপনার ফোনটি কোন জায়গায় রেখে আপনি বাহিরে গেলেন। এখন আপনার ফোনের লক খোলার জন্য কেউ একজন চেষ্টা করেছিলো। এখন তার কে আপনার মোবাইল ব্যবহার করার চেষ্টা করেছিলো এবং কখন তা দেখার জন্য আপনাকে যা যা কর‍তে হবে।

১. প্রথমে আপনাকে চলে যেতে হবে Third eye সফটওয়্যারে।

২. অ্যাপসটি ওপেন করার পরে ডান পাশে দেখতে পাবেন Photo Log এখানে ক্লিক করবেন।

৩. এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যবহার করতে চাওয়া তার ছবি এবং সময়।

৪. এখন বাম পাশে যে General অপশন আছে এখানে ক্লিক করবেন।

৫. এখানে ৩ নাম্বারে আপনি দেখতে পাবেন Last unlock time এখন যে আপনি মোবাইল ব্যবহার করছেন, এর আগে Last কবে আপনার মোবাইল আনলক করা হয়েছিলো।

বন্ধুরা এই ছিলো আজকের টপিক, আশাকরি সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে। এতক্ষণ ধৈর্য সহকারে আজকের এই টিউন দেখার ও পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো ও সুস্থ থাকুন সবাই, আল্লাহ হাফেজ।

Level 5

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস