Wisecut – ভিডিও এর সাইলেন্ট পার্ট রিমুভ করুন একদম সহজে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি দেখাব কিভাবে আপনি স্বয়ংক্রিয়ভাবে ভিডিও থেকে সাইলেন্স অংশ গুলো কেটে বাদ দিতে পারবেন।

Wisecut কি?

Wisecut একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অনলাইন টুল যা দিয়ে ভিডিও এডিট করা যায়। এই টুলটি ব্যবহার করে আপনি সহজেই যেকোনো ভিডিও এর সাইলেন্স পার্ট টুকু রিমুভ করতে পারবেন। আপনি টুলটিতে আপনার ভিডিও দেবেন সেটা স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্স অংশটা বাদ দেবে।

টুলটি একই সাথে আপনার ভিডিওকে Transcript করতে পারবে। চাইলে ভিডিওতে যুক্ত করতে পারবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড৷

Wisecut এর ফ্রি প্ল্যানে আপনি প্রতিমাসে মাত্র ৪৫ মিনিটের ভিডিও প্রসেস করতে পারবেন। প্রতি ফাইলে আপলোড লিমিট ১জিবি এবং ৩০ মিনিট। Wisecut এ আপনি পাবেন AI storyboard, YouTube integration, এবং Auto cut story এর মত ফিচার। ভিডিও আপলোড করুন এবং প্রয়োজন অনুযায়ী ফিচার নির্বাচন করুন। প্রয়োজনীয় ফিচারে ভিডিও প্রসেস করার পর চাইলে, ড্রাগ এন্ড ড্রপ করে ভিডিও পার্টও রিঅর্ডার করতে পারবেন। সর্বশেষ ভিডিও টি লোকাল ড্রাইভে ডাউনলোড করে নিতে পারবেন।

Wisecut

অফিসিয়াল ওয়েবসাইট @ Wisecut

যেভাবে Wisecut ব্যবহার করবেন

প্রথমে Wisecut এ চলে যান এবং সাইন আপ করে নিন। প্রয়োজনে ইমেইল ভেরিফাই করুন। ভেরিফিকেশনের পর আপনাকে ড্যাশ-বোর্ডে নিয়ে যাওয়া হবে।

ভিডিওটি আপলোড করুন

এবার আপনি যা করতে চান সেটি সিলেক্ট করুন। যদি সাইলেন্ট পার্ট রিমুভ করতে চান তাহলে “Auto Cut Silences” অপশনটি সিলেক্ট করুন।

এবার আপনার ভিডিওটি প্রসেস হতে কিছুটা সময় নেবে। প্রক্রিয়াটি শেষ হলে আপনার ভিডিওটি একটি, AI storyboard এ ওপেন হবে। নিচের স্ক্রিনশটে দেখুন ভিডিও এর সাইলেন্ট পার্টটি রিমুভ হয়েছে এবং, অটোমেটিক সাবটাইটেল জেনারেট হয়েছে।

প্রয়োজনমত এডিট করার পর, সব কিছু ঠিক থাকলে আপনার প্রজেক্টটি এক্সপোর্ট করুন।

শেষ কথাঃ

আপনার যদি ভিডিও এডিটিং এ পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে বলা যায় Wisecut টুলটি আপনাকে দারুণ ভাবে সাহায্য করবে। ফ্রি একাউন্ট খুলে আপনার ভিডিও এডিট করুন প্রয়োজনে প্রিমিয়াম প্যাকেজ কিনে নিন।

আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 571 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস