BLUPE – ভিডিও মিটিং করুন সাইন-আপ এর ঝামেলা ছাড়াই

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের এই টিউনে আমি এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি কোন ধরনের সাইন-আপ এর ঝামেলা ছাড়াই ভিডিও মিটিং করতে পারবেন।

বর্তমান সময়ে ভিডিও মিটিং করার অনেক অ্যাপই রয়েছে তবে সব দিক বিবেচনায়, সহজ ব্যবহার পদ্ধতির কথা ভাবলে, আমার কাছে Blupe নামের একটি অ্যাপ দারুণ লেগেছে। আর যেহেতু এটি jitsi এর একটি প্রোডাক্ট সুতরাং এর থেকে ভাল কিছু আশা করাই যায়।

BLUPE কী?

BLUPE - ভিডিও মিটিং করুন সাইন-আপ এর ঝামেলা ছাড়াই

কোন ধরনের সাইন-আপ ছাড়াই ভিডিও মিটিং করার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ হচ্ছে Blupe। এটি Jitsi Meet ভিত্তিক একটি সেবা। যার মাধ্যমে যেকেউ যেকোনো ফোন বা ব্রাউজার দিয়ে আপনার মিটিং এ যুক্ত হতে পারবে। এই অ্যাপটির মাধ্যমে আপনি তৎক্ষণাৎ ভিডিও রুম তৈরি করতে পারবেন এবং বন্ধুদের ইনভাইট করতে পারবেন। দারুণ ব্যাপার হচ্ছে এই অ্যাপ এর মাধ্যমে ইউটিউবে লাইভ স্ট্রিম এর ব্যবস্থাও রয়েছে, এজন্য অবশ্য আপনার গুগলের Streaming Key এর প্রয়োজন হবে।

এই অ্যাপটির রয়েছে Raise Hand এর মত ফিচার এবং বিল্ডইন সাব-টাইটেল। এই ফিচার গুলো অন্যান্য ভিডিও অ্যাপ গুলোর মতই ব্যবহার করতে পারবেন। বলতে গেলে এই অ্যাপটির অডিও এবং ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভাল। ইউজাররা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েব ইন্টারফেস থেকে মিটিং তৈরি এবং যুক্ত হতে পারবে। এই অ্যাপ এর কানেকশন সিস্টেম থাকবে সম্পূর্ণ সিকিউর কেউ চাইলেও আপনার মিটিং এ আড়ি পাততে পারবে না।

Blupe

প্লে-স্টোর লিংক @ Blupe

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে Blupe অ্যাপটি ইন্সটল দিয়ে দিন। নতুন মিটিং তৈরি করতে একটি নাম দিন। অথবা অন্য কারো মিটিং এ যুক্ত হতে নির্দিষ্ট কোড দিন।

ভিডিও চ্যাট শুরু হলে আপনি ভিডিও এবং মাইক্রোফোন অফ করার সুযোগ পাবেন। আপনি এখানে কয়েকটি ফিচারের মধ্যে পাবেন “Raise Hand” এর মত ফিচার।

আপনি চাইলে আপনার মিটিং ইউটিউবে লাইভ করতে পারবেন। এজন্য আপনাকে More video অপশন থেকে Start live Stream সিলেক্ট করতে হবে।

আর এভাবেই আপনি সিম্পল এই অ্যাপটি ব্যবহার করে দ্রুত এবং সহজে ভিডিও মিটিং তৈরি করতে পারবেন। অ্যাপটি ইন্সটল দিন এবং মিটিং এ যুক্ত হোন কোন সাইন-আপ এর প্রয়োজন নেই।

শেষ কথাঃ

আমরা জানি এই লকডাউনের সময় বিশ্বব্যাপী ভিডিও কনফারেন্সিং অ্যাপ গুলো দারুণ ভাবে রাজত্ব করছে। তবে সব গুলো অ্যাপ সবক্ষেত্রে উপযুক্ত এমনটা বলা যাবে না। কাজের বা চাহিদার ধরন অনুযায়ী একেক অ্যাপ একেক রকম সুবিধা দেয়। আপনি সিম্পলের মধ্যে ভাল ভিডিও কোয়ালিটির কোন ভিডিও মিটিং অ্যাপ খুঁজে থাকেন তাহলে আপনার জন্য সেরা অপশন হতে পারে Blupe।

আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস