ControlD – ফ্রি DNS দিয়ে ব্লক করুন, এড, ম্যালওয়্যার এবং এডাল্ট কন্টেন্ট

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি ফ্রিতে প্রায় ১৫ টি ক্যাটাগরিতে আপনার ইন্টারনেটকে ফিল্টার করতে পারবেন।

আমরা সবাই ইন্টারনেটে নিরাপদে থাকতে চাই। চাই যেন আমাদের ডেটা নিরাপদ থাক, থার্ডপার্টি এড না শো করুক অথবা কোন এডাল্ট কন্টেন্ট সামনে না আসুক। আর আপনার এই চাহিদা পূরণ করতে চেয়েছে এই টিউনটি।

ControlD কি?

Windscribe VPN এর সম্পূর্ণ নতুন এবং ফ্রি সিকিউর, ফাস্ট একটি DNS হচ্ছে ControlD। আপনি যখন আপনার পিসিতে এটি ব্যবহার করবেন, এটি প্রায় ১৫ টি ক্যাটাগরিতে আপনার ইন্টারনেটকে ফিল্টার করবে। এতে করে বিরক্তিকর এড ব্লকের পাশাপাশি ব্লক হবে ম্যালওয়্যার, এডাল্ট কন্টেন্ট, IoT Beacon, এবং Gambling সাইট। বলতে গেলে আপনার ইন্টারনেট হবে চাইল্ড ফ্রেন্ডলি। আর এই সুবিধা গুলো পাতে আপনাকে শুধু আপনার পিসির DNS টি চেঞ্জ করে দিলেই হবে।

এর প্রিমিয়াম প্ল্যান থাকলেও আপনি এটি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। এটি একই সাথে DNS Over HTTPS, Legacy DNS, এবং TLS ভিত্তিক কানেকশনও প্রোভাইড করে। আপনি নিজের পছন্দমত কানেকশন ব্যবহার করতে পারেন।

বিভিন্ন কারণেই আপনি ISP এর দেয়া ডিফল্ট DNS ব্যবহার না করতে পারেন। যেমন অতিরিক্ত সিকিউরিটি লেয়ারের জন্য অনেকে সিকিউর DNS ব্যবহার করে। আপনি যদি আপনার বাসার ইন্টারনেট কানেকশনকে চাইল্ড ফ্রেন্ডলি করতে চান বা এড মুক্ত থাকতে চান তাহলে ControlD ব্যবহার করতে পারেন।

আর এই সকল সুবিধা পেতে আপনাকে ControlD DNS এডিট করতে হবে। আপনি যদি IPv4 সেটিং চেঞ্জ করতে পারেন তাহলে সহজের এটি কনফিগার করতে পারবেন। আপনাকে DNS এড্রেস পেতে কোন লগইন রেজিস্ট্রেশন করতে হবে না।

ControlD

অফিসিয়াল ওয়েবসাইট @ ControlD

কিভাবে ControlD ব্যবহার করবেন?

প্রথমে ControlD এর হোমপেজে চলে যান এবং স্ক্রুল করে পেজের নিচের দিকে আসুন। এখানে আপনি রেস্ট্রিকশন লেবেলের উপর ভিত্তি করে ৪ টি ভিন্ন ভিন্ন DNS পাবেন। আপনি নিজের প্রয়োজন মত যেকোনো একটি সিলেক্ট করুন।

আপনি যদি উইন্ডোজ ইউজার হোন তাহলে Network Sharing Centre এ চলে যান। দ্রুত সেটিং খুঁজে পেতে Run এ গিয়ে টাইপ করুন “ncpa.cpl” এবং Enter দিন।

আপনার একটিভ এডাপ্টার সেটিং এ যান। ওয়াইফাই ইউজ করলে Wifi Adapter সেটিং ওপেন করুন অথবা Ethernet Adapter সেটিং ওপেন করুন। এর পর IPv4 সেটিং এ যান, DNS অপশন এনেভল করুন, ControlD এর নির্দিষ্ট এড্রেস সেখানে দিন এবং সেভ করুন।

আর এভাবেই আপনি আপনার উইন্ডোজের DNS সেটিং চেঞ্জ করতে পারবেন। DNS পরিবর্তন করার পদ্ধতি অন্যান্য অপারেটিং সিস্টেম গুলোর ক্ষেত্রেও একই।

শেষ কথাঃ

ControlD আমার নিজেরও বেশ পছন্দের একটি DNS সার্ভিস যেখানে কোন বাড়তি ঝামেলা ছাড়াই আমি নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারি। যাইহোক, এবার ControlD ব্যবহার করে আপনার নেটওয়ার্ক কানেকশনকে করে তুলতে পারবেন চাইল্ড ফ্রেন্ডলি এবং বিজ্ঞাপণ মুক্ত। যেহেতু আপনি ফ্রিতেই দারুণ এই সার্ভিসটি পাচ্ছেন তাহলে কেন ব্যবহার করবেন না।

আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর থেকে NextDNS Better.

    হতেই পারে, নতুন একটি DNS এর সন্ধান দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া