বিনামূল্যে মিউজিক বা ভিডিও স্ট্রিম করুন VLC এর মাধ্যমে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

আমরা সবাই VLC এর সাথে পরিচিত। এখন জনপ্রিয়তা কিছুটা কম থাকলেও একসময় পিসির জন্য সেরা মিডিয়া প্লেয়ার ছিল এটি। জনপ্রিয়তার বিভিন্ন কারণের মধ্যে অন্যতম হল এর বিভিন্ন ফিচার। VLC তে যত গুলো ফিচার রয়েছে খুব কম প্লেয়ারেই এমন ফিচার পাওয়া যায়৷ আপনি হয়তো জেনে থাকবেন, আর না জেনে থাকলেও জেনে নিন, VLC দিয়ে লোকাল নেটওয়ার্ক বা ইন্টারনেটে দারুণ ভাবে মিউজিক এবং ভিডিও স্ট্রিম করা যায়৷ আজকের টিউনে এই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করব।

স্ট্রিম ব্রডকাস্ট করা

ব্রডকাস্ট করতে প্রথমে আপনার VLC প্লেয়ারটি ওপেন করুন এবং Media মেনু থেকে Stream এ ক্লিক করুন।

নতুন উইন্ডো থেকে মিডিয়া ফাইল সিলেক্ট করুন যা আপনি স্ট্রিম করতে চান। আপনি চাইলে একাধিক মিডিয়া ফাইল এড করতে পারেন। তাছাড়া আপনি মিডিয়া ফাইল হিসেবে Disc, Capture Device ট্যাব গুলোও ব্যবহার করতে পারেন। ফাইল সিলেক্ট করার পর Stream বাটনে ক্লিক করুন।

নতুন একটি উইন্ডো ওপেন হবে, প্রথমে দেখাবে আপনি কোথা থেকে ফাইলটি সিলেক্ট করেছেন। Continue এ ক্লিক করুন।

এবার আপনি Destination ঠিক করবেন। আপনি HTTP সিলেক্ট করতে পারেন এতে করে অন্য কম্পিউটার আপনার পিসির সাথে কানেক্ট হবে এবং স্ট্রিমটি দেখতে পাবে। তাছাড়া আপনি নির্দিষ্ট আইপি এড্রেসে অথবা আইপি এড্রেস রেঞ্জের মধ্যে স্ট্রিম করতে চাইলে UDP সিলেক্ট করতে পারেন।

Destination সিলেক্ট করার পর Add বাটনে ক্লিক করুন, চাইলে Display locally বক্সটিতে টিক দিয়ে দিতে পারেন এতে করে কেমন দেখাচ্ছে তা দেখতে পাবেন।

Destination সিলেক্ট করার পর আপনি চাইলে এর সেটিং কাস্টমাইজ করতে পারবেন। HTTP এর ক্ষেত্রে আপনি কাস্টম Path নির্ধারণ করে দিতে পারবেন, তবে ডিফল্ট ভাবে যা থাকে সেটিই ভাল।

Transcoding সেটিং ও আপনি কাস্টমাইজ করতে পারেন। Transcoding লো কোয়ালিটি দিয়ে আপনি চাইলে নেটওয়ার্ক ব্যান্ডউইথ সাশ্রয় করতে পারেন।

এবার Next বাটনে ক্লিক করুন। এখান থেকেও আপনি কিছু পরিবর্তন করতে পারেন তবে না করাই ভাল, সরাসরি Stream এ ক্লিক করুন।

আপনি যদি আগে Display locally সিলেক্ট করে থাকেন তাহলে আপনার লোকাল পিসিতে মিডিয়াটি চলা শুরু করবে।

আপনার পিসিতে কোন Firewall একটিভ থাকলে নিশ্চিত হোন যে VLC এনেভল আছে কিনা।

স্ট্রিমে যেভাবে কানেক্ট হবেন

আপনি যদি অন্য পিসি থেকে স্ট্রিমিং এ যুক্ত হতে চান তাহলে সেই পিসিতে VLC রান করুন এবং Open Network Stream এ ক্লিক করুন। আপনি যদি HTTP ব্যবহার করে থাকেন তাহলে নিচের মত লিখুন

http://IP.Address:8080

আপনি যদি Custom Path ব্যবহার করে থাকেন তাহলে নিচের মত লিখুন

http://IP.Address:8080/path

Play তে ক্লিক করার সাথে সাথে আপনার স্ট্রিমটি চলতে শুরু করবে।

শেষ কথাঃ

আপনি এভাবেই VLC ব্যবহার করে লোকাল নেটওয়ার্কের মধ্যে যেকোনো মিডিয়া ফাইল স্ট্রিম করতে পারবেন একদম বিনা মূল্যে।

কেমন হল আজকের টিউন জানাতে টিউমেন্ট করুন, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 528 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস