PBN Private Blog Networks সাইট চেনার উপায়

আশাকরি সবাই ভালো আছেন। আমরা অনেক সময় গেস্ট টিউন নেয়ার সময় আমাদের যেই বিষয়টা সব থেকে বেশি ভাবতে হয় তা হচ্ছে যেই সাইট থেকে লিংক নিবো ঐ সাইট PBN কিনা? বিশেষত যারা নতুন তাদের জন্য সব থেকে সমস্যা হচ্ছে এই ইস্যুটি। তাই চলুন আজ জেনে নেই কিভাবে PBN সাইট চিনবেন।

১. Domain Authority/ Domain Rating

আগে PBN সাইট এড়ানোর জন্য DR ২৫ এর নিচের সাইটগুলা থেকে লিংক নেয়া রেকমেন্ডেড ছিল না কিন্তু এখন PBN সাইটগুলা DR বেশ হাই হয় তাই আরো কিছু দিক বিবেচনা করতে হয় PBN চিনার জন্য। যেমন সন্দেহ হলেই Internet Archive: Wayback Machine গিয়ে হিস্ট্রি চেক করুন।

২. Who Is ডাটা চেক করুন

যদি PBN সাইট সন্দেহ হয়ে থাকে তবে আপনি Who Is ডাটা চেক এর মাধ্যমে সহজেই ধরতে পারেন। সাইট owner একই ব্যক্তির হবে।

৩. ট্রাফিক ডাটা

এমন সাইট গুলার DR অনেক থাকবে কিন্তু ট্রাফিক একদম কম থাকবে বা না থাকার মতন হবে। আপনি ট্রাফিক ডাটা পাওয়ার জন্য SimilarWeb extension ব্যবহার করতে পারেন।

৪. ব্যাকলিংক প্রোফাইল চেক করুন

PBN সাইটগুলায় ব্যাকলিংক গুলাতে অনেক ব্রোকেন লিংক থাকে। ব্যাকলিংক গুলা বেশির ভাগ গুগল রাঙ্কিং ম্যানুপুলেট করার জন্য করা হয়ে থাকে। আর ব্রোকেন লিংক গুলা ফিক্সও করা হয় না যেহেতু এই সাইট নিয়ে তেমন চিন্তা সাইট owner এর নাই। আপনি যদি দেখেন প্রচুর ব্রোকেন লিংক আছে তাহলে ঐ সাইট থেকে কখনোই লিংক করবেন না।

ব্যাকলিংক প্রোফাইল চেক করার জন্য আপনি Ahrefs / mejestic/ SEMrush ব্যবহার করতে পারেন।

আর কোনো পদ্ধতি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচের টিউমেন্ট বক্সে জানান।

Level 1

আমি সাইদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস