আপনি কবে মারা যাবেন সে বিষয়ে ধারণা নিন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা

হ্যালো টিউডার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সবাই ভালোই আছেন। বরাবরের মতো সুন্দর একটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। কথা না বাড়িয়ে মুল কথায় যাওয়া যাক।

আপনারা জানেন যে প্রতেক জীবকে মৃত্যু বরণ করতে হবে। কারণ এটা সৃষ্টিকর্তার ধার্য্য করা নিয়ম। কেউ বাচঁতে পারবে না মৃত্যু নামক পোলিও থেকে।

কিন্তু পৃথিবীর কেউ জানে না কার মৃত্যু কবে হবে কিভাবে হবে। কত দেখেছি সুস্থ সবল মানুষ হঠাৎ করে মারা যায়। আবার এও দেখছি কোন কোন মানুষ এতটাই অসুস্থ যে মারা যাবে যাবে এমতা অবস্থা থেকে বেচে যায়। সবি সৃষ্টিকর্তার নিলা খেলা।

কিন্তু আপনাকে যদি কেউ বলে যে, আপনি কবে মারা যাবেন সেটা সে বলে দিতে পারবে এই কথাটা আপনার কাছে কেমন লাগবে?

আমার কাছে কথাটাকে আজব কথা মনে হয়েছিলো। আপনার কথাটা কিরকম লাগলো তা টিউমেন্ট এ আমাকে জানাতে পারেন।

এরক একট কথা একটা ওয়েব সাইট বলছে। সে ওয়েব সাইট বলছে আপনি আপনার কিছু সত্য তথ্য সাবমিট করলে সে আপনাকে আপনার মৃত্যু সাল বলে দিবে।

কথাটা আজব লাগলেও একবার চেষ্টা করতে অসুবিধা কোথায়। চলুন আমার নির্দেশনা অনুযায়ী আপনিও গিয়ে না হয় আপনার মৃত্যু সাল সম্পর্কে ধারনা নিন।

আপনাকে আপনার মৃত্যু সাল জানতে যা করতে হবেঃ

১.প্রথমে আপনাকে আপনার গুগল অ্যাপটি ওপেন করতে হবে।

২.তারপর আপনাকে আপনার সার্চ বারে গিয়ে লিখতে হবে http://www.death-clock.org।

৩. তারপর আপনি সার্চ করলেই যে ওয়েব পেইজ পাবেন সেটাই সেই ওয়েব সাইট। ঠিক নিচের ছবির মতো একটা ওয়েব পেইজ ওপেন হবে।

৩. এই পেজটিতে scroll down করে কিছুটা নিচে যেতে হবে। সেখানে আপনার সত্যিকারের জন্মসাল, জেন্ডার এবং ধুমপান করেন কিনা, করলে smoking এ টিক চিহ্ন দিতে হবে। না করলে দিতে হবে না।

এর পরের অপশনে আপনাকে BMI(Body Mass Index) দিতে হবে এজন্য আপনাকে আপনার ওজন এবং উচ্চতা জানতে হবে।

BMI = (ওজন)^2(kg)×উচ্চতা(cm)
যেমন আমার BMI = (55)^2×160.02 = 18.90
এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে ১ ইঞ্চি = ২.৫৪ সে.মি.। বিএমআই ২৫ এর কম হলে স্বাভাবিক বিএমআই।

৪.এখন আপনি নিচেত ছকগুলতে আপনার বিএমআই, মদ্য পান করেন কি না এইটা, আপনার দেশ এবং আপনার জীবন যাপনের প্রকৃতি কেমন এইটা নির্বাচন করতে হবে।

আপনি শান্ত স্বভাবের হলে Neutral, হতাশাবাদী হলে pessimistic, আশাবাদী হলে optimistic এবং  এবং আত্মহত্যা জনক হলে Suicidal নির্বাচন করতে হবে।

৩ নাম্বার পয়েন্টের প্রথম ছবির  নিচে আপনি BMI Calculator দেখতে পাবেন। ওখানেও আপনি বিএমআই নির্নয় করতে পাবেন। এখানে আপনাকে আপনার ওজন কেজি অথবা পাউন্ড এ দিতে হবে এবং উচ্চতা সে.মি. অথবা ইঞ্চিতে দিতে হবে। তারপর calculate এ চাপ দিলেই বিএমআই চলে আসবে।

৫.এর সব কিছু করা হয়ে গেলে আপনাকে সাবমিট করতে হবে।

৬. এখন আপনার সামনে যে পেইজটি আসবে তাতে আপনার বয়স দেখাবে।

একটু নিচে গিয়ে আপনি আপনার মৃত্যু সাল ও দেখতে পাবেন ঠিক নিচের ছবির মতো।

বন্ধুরা সরাসরি এই ওয়েবপেইজ এ জেতে চাইলে এখানে ক্লিক এখানে ক্লিক করুন।

তো বন্ধুরা এই ছিলো আজকের আজব একটা টিউন। ভালো লাগলে এবং ইচ্ছা জাগলে জোসস দিবেন এবং কিছু বলার থাকলে টিউমেন্ট এ আমাকে জানাতে পারেন। এ পর্যন্ত আমার টিউন গুরুত্ব দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 7

আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। কে কখন মরবে সেটি একমাত্র আল্লাহ বলতে পারে। মানুষ এ সম্পর্কে কোন ধারণা রাখে না বা রাখতে পারে না। এ ওয়েবসাইট টি হলো একটি শিরক যুক্ত ওয়েবসাইট। এ ওয়েবসাইট সম্পর্কে আপনার টিউন করা উচিত হয়নি।

আপনি মনে হয় আমার টিউনটি ভালোভাবে পড়েননি। আমি টিউনে এই ওয়েব সাইট এর কোন প্রসংশা করি নাই। আর এইটাও বলি নাই যে ওয়েব সাইট ঠিক কথা বলছে। আমি বলেছি একটা ওয়েব সাইট আছে যে এই কথা বলছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন।

আপনি কিভাবে বলতে পারেন মৃত্যু নিয়ে ধারণা মানুষ করতে পারবে না যেখানে সৃষ্টিকর্তা নিয়ে মানুষ ধারনা করতে পারে। হযরত ঈসা (আ) প্রথম যখন সুর্য্য উদিত হলো তখন তিনি ধারণা করে নাই যে এটা আমার রব। একজন অসুস্থ ব্যাক্তিকে দেখে মানুষ ধারনা করে না যে এখন হয়তো এই ব্যাক্তি মারা যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যখন কোন কিছু নিশ্চিত ভাবে জানে না সেইটা নিয়েই ধারনা করে। ঘটে আর ঘটতে পারে এই কথাটা বুঝতে শিখুন।

বৈজ্ঞানিক যুক্তি আছে৷ কিন্তু তার পরেও তো,, মৃত্যু জিনিস বলা যায় না!

গুড আর্টিকেল!