ইমু ব্যবহারকারী হলে এই সেটিংসগুলো দেখে নিন নয়তো অনেক সমস্যায় ভুগতে হবে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমান সময়ের জন্য ইমু অনেক জনপ্রিয় এপ। আমরা অনেকেই এই ইমো ব্যবহার করে থাকি। তাই আপনারা যারা ইমুতে ব্যবহার করেন তাদের জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। এই টিউনের মাধ্যমে আমি দেখাবো ইমুর গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস।

তাহলে আর দেরি না করে চলুন মূল টিউনে ফিরে যাই। আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ সেটিংস গুলো দেখাবো সেগুলো করার জন্য আপনাকে প্রথমে আপনার ইমো অ্যাপস টি ওপেন করে নিতে হবে। এরপর আপনাকে Settings অপশনে যেতে হবে। সেটিংস থেকে Privacy অপশনে আসুন। এখানে আমি মূলত সেটিংসগুলো দেখাবো। নিচে সেটিংস গুলো নিয়ে আলোচনা করা হলো।

Last Seen : এর অর্থ হলো আপনি কখন ইমুতে একটিভ ছিলেন এটি দেখাবে। আপনি চাইলে এই অপশনটি অফ করে রাখতে পারবেন। তাহলে যে কেউ বুঝতে পারবে না আপনি কখন ইমুতে আছেন। যা অনেকের জন্য অনেক দরকারি। এই অপশনটি সাধারণত everyone  করা থাকে। আপনি যদি এটি অনলি মি করে দেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি কখন ইমোতে এসেছেন।

Avatar: এর অর্থ হল আপনার প্রোফাইল পিকচার। এই অপশনটিও ডিফল্ট ভাবে everyone করা থাকে। এর অর্থ হলো সবাই আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পারবেন। আপনি যদি এখান থেকে এভরিওয়ান এর পরিবর্তে only me করে রাখেন তাহলে কেউ আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পারবেনা।

Read Receipts: এই অপশনটিও everyone করা থাকে। এর অর্থ হলো আপনি যদি কারো মেসেজ সিন করেন তাহলে তা সে জানতে পারবে। কিন্তু আপনি যদি তা পরিবর্তন করে nobody করে রাখেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি তার এসএমএস টিফিন করেছেন কিনা।

Calls: এটি অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস। আপনি হয়তো খেয়াল করেছেন আপনি যখন ইমুতে আসেন তখন অপরিচিত নাম্বার থেকে আপনার ইমুতে কল আসে। আপনি চাইলে এই অপশনের মাধ্যমে খুব সহজে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে পারবেন। এই অপশনটি সাধারণত everyone করা থাকে। এখান থেকে আপনি যদি এটি পরিবর্তন করে my contacts করে দেন তাহলে শুধুমাত্র আপনার সেভ করা কন্টাক্ট নাম্বার নাই আপনাকে কল দিতে পারবে। এছাড়া অন্যরা কল করতে পারবে না।

Real Time Chat: আপনি হয়তো একটা জিনিস খেয়াল করেছেন ইমুতে আপনার বন্ধু কোন কিছু টাইপ করার সময় তা আপনার এখানে উঠে যায়। এটি হলো রিয়েল টাইম সেট। আপনি যখন কোন কিছু টাইপ করেন আপনার বন্ধুর এখানে উঠে উঠে যায়। আপনি যদি এটি বন্ধ করতে চান তাহলে এই অপশনটি অফ করে রাখুন।

Method for Add Me: ইমুর আরেকটি দরকারি সেটিং হল এটি। এই সেটিং এর মাধ্যমে আপনি নির্ধারণ করে দিতে পারবেন কারা আপনাকে ইমুতে এড করতে পারবে। তার জন্য আপনি এই অপশনটি তে ঢুকে পছন্দের অপশন গুলো সিলেক্ট করে দিন।

আজকের মতো এই টিপস গুলো দিলাম। পরবর্তীতে আরও অনেক টিপস দেওয়া হবে। আপনি যদি এই টিপসগুলো সম্পর্কে আগে না জেনে থাকেন তাহলে এখনি এপ্লাই করে নিন। আশাকরি টিপসগুলো আপনার অনেক কাজে আসবে।

আমার এই টিপস গুলো আপনার ভাল লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। বাংলা চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল টিপস এবং দরকারি সব অ্যাপস শেয়ার করে থাকি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

ইউটিউব চ্যানেল: Android Poribar

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত করেও লাভ নাই ভাই, তার থেকে টেলিগ্রামে আসেন, প্রাইভেসি বেসড এপ পুরাই। ইমোর মত ফালতু না।