হ্যালো টেকটিউনস কমিউনিটি! আশা করছি সবাই ভাল আছেন। আশাকরি ইতিমধ্যে আপনারা আমার সম্পর্কে একটা ভাল ধারণা পেয়েছেন। আমি মূলত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিউন করে থাকি, কখনো কখনো বিভিন্ন কোম্পানি অভ্যন্তরীণ বিষয় নিয়ে করি বিশ্লেষণাত্মক মূলক টিউন, তাছাড়া কখনো কখনো প্রকাশ করে যাচ্ছি টেক নিউজ।
আমি তৃতীয় বারের মত সিদ্ধান্ত নিয়েছি নতুন আরেকটি চেইন টিউন করার যার মাধ্যমে আপনি টাইম ট্রাভেল করে দেখে নিতে পারবে ১ বছর, ২ বছর এমনকি ১০ বছর আগে নির্দিষ্ট কোন ওয়েবসাইট দেখতে কেমন ছিল। আশা করছি আপনাদের জন্য দারুণ কিছু আসতে যাচ্ছে।
তো আপনাকে কি করতে হবে? আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, টেকটিউনসের এর একটা নিয়ম রয়েছে যেখানে সবার টিউন স্ক্রিনে সব টিউনারদের টিউন সব সময় শো করে না। আপনি যাদের ফলো করবেন তাদের টিউনই আপনাকে বেশি দেখানো হবে। সুতরাং আমার এই চেইন টিউন সহ, বাকি সব গুলো টিউন নিয়মিত পেতে হলে, আমার প্রোফাইলে ফলো করে রাখুন, টিউমেন্ট করুন, টিউন জোস করুন।
এর আগেও আমি, "Zorin OS – অসাধারণ এক অপারেটিং সিস্টেম" এবং "এই মুহূর্তে বাজারের সেরা" নামে দুটি চেইন টিউন প্রকাশ করেছি।
"Zorin OS – অসাধারণ এক অপারেটিং সিস্টেম" আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম নতুন একটি অপারেটিং সিস্টেমের সাথে এবং চেইন টিউনটি বেশ সাড়া পেয়েছিল।
একই সাথে আমার, "এই মুহূর্তে বাজারের সেরা" চেইন টিউনটিও প্রযুক্তি প্রেমীদের কাছে চমৎকার লেগেছে। কারণ বাজারের সেরা হার্ডওয়্যার গুলোর দাম ফিচার তুলে ধরার চেষ্টা করেছিলাম চেইন টিউনটিতে।
তারই ধারাবাহিকতায় ভিন্ন আরেকটি চেইন টিউন নিয়ে আসতে চলেছি। নতুন এই চেইনটি আসছে "ইন্টারনেট আর্কাইভ" শিরোনামে।
আসছে "ইন্টারনেট আর্কাইভ" চেইন টিউনে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে যেকোনো ওয়েবসাইটের পুরনো আর্কাইভ দেখা যায়। কিভাবে তথ্য বহুল ওয়েবসাইট থেকে আন-লিমিটেড তথ্য সংগ্রহ করবেন অথবা কিভাবে কোন ডিলিট হয়ে যাবে ওয়েব পেজে পুনরায় ভিজিট করবেন।
আমরা জানি ইন্টারনেটে মিলিয়নের বেশি ওয়েবসাইট আছে। সব ওয়েবসাইট আবার এক ক্যাটাগরির নয়, কিছু ওয়েবসাইট আছে যেগুলো ই-কমার্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন দারাজ, আজকের ডিল, কিছু আছে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচিতি হিসাবে ব্যবহৃত হয় যেমন নোকিয়া, স্যামসাং এর অফিসিয়াল সাইট আবার কিছু তথ্য ভাণ্ডারের সাইট যেখানে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায় যেমন আমাদের টেকটিউনস বা বিভিন্ন ব্লগিং ওয়েবসাইট। আমরা প্রতিনিয়ত যেসব ওয়েব সাইট বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ব্লগিং ওয়েব সাইট। হটাৎ করে কোন ওয়েব সাইট হ্যাক বা সার্ভার ডাউন হলে আমাদের পড়তে হয় বিপাকে। তাছাড়া ধরুন আপনি একটি ওয়েবসাইটে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চান যেটা আপনার এই মুহূর্তেই দরকার। ওয়েবসাইটের URL লিখে ইন্টার দিলেন, আপনার ব্রাউজার দেখালও The site can not reach at the moment। তখন কি করবেন? হতে পারে ওয়েবসাইটের সার্ভার কিছু সময়ের জন্য ডাউন আছে একটু পর ঠিক হয়ে যাবে কিন্তু তথ্যটা আপনার এই মুহূর্তেই লাগবে! এই ধরনের সমস্যার সমাধান হিসেবে আসতে যাচ্ছে আমার পরবর্তী চেইন টিউন "ইন্টারনেট আর্কাইভ"।
এই চেইন টিউনটি, ইন্টারনেট ব্যবহার করে এমন সবার জন্য। তাদের জন্য উপকারে আসবে যারা,
আশা করছি "ইন্টারনেট আর্কাইভ" চেইন টিউন থেকে জানতে পারবেন কিছু। চলুন দেখে নেয়া যাক কি কি বিষয় আপনি জানতে পারবেন।
কিভাবে বিভিন্ন ওয়েবসাইটের ব্যাক নেবেন এবং দেখবেন সেটা টিউটোরিয়াল আকারে চেইন টিউনটিতে উপস্থাপন করা হয়েছে। যেকেউ সহজেই বুঝতে পারবে।
ইন্টারনেট আর্কাইভ রিলেটেড কাজ গুলো দেখা বা করার জন্য সেরা ওয়েবসাইট গুলো বাছাই করা হয়েছে।
শুধু মাত্র ওয়েবসাইটই নয় বরং বিভিন্ন ওয়েবঅ্যাপ এবং ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে কিভাবে ইন্টারনেট আর্কাইভ দেখতে হয় সেটাও বর্ণনা করা হয়েছে।
আজকে এতটুকুই ধারণা নিয়ে রাখুন, সামনে বিস্তারিত নিয়ে আসছি, দেখতে পারবেন অনেক কিছু, জানতে পারবেন অনেক ট্রিক্স সম্পর্কে৷ সে পর্যন্ত সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।
আর এই ঘোষণাটি যত পারুন শেয়ার করুন। আমাকে টেকটিউনসে ফলো করুন। আমার টিউন গুলো জোসস করুন।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 603 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।