সবচেয়ে সহজ পদ্ধতিতে ফোল্ডার লুকান

ফোল্ডার লুকানোর জন্য আমরা কত সফটওয়ারই না ব্যবহার করি। কিন্তু আজকে আপনাদেরকে সবচেয়ে সহজভাবে কোন সফটওয়ার ছাড়া কিভাবে ফোল্ডার লুকানো যায় তা দেখাবো। চলুন দেখা যাক-

১। প্রথমে নিউ ফোল্ডার তৈরী করুন

২। এখন Alt বাটন চেপে ধরে ফোল্ডারের নাম ০১৬০ দিন। দেখবেন কিছুই লেখা নাই, তারপর Enter দিন।

নাম ছাড়াই ফোল্ডার তৈরী হয়ে গেল।

৩। তারপর ফোল্ডার এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ গিয়ে customize এ ক্লিক করুন

৪। তারপর change icon এ ক্লিক করুন।

৫। এখন নির্দেশিত স্থানের যাকোন ১টি Blank Icon সিলেক্ট করে ok করুন

ব্যস হয়ে গেলো আপনার লুকানো ফোল্ডার। আপনি ছাড়া কেউ যানবেইনা এখানে কোন ফোল্ডার আছে।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি সাইবার ডন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান Alt চেেপ ধরলে েকা িকছুই টাইপ করা যায় না। এখন আপিন বেলন িকভােব েফাল্পােরর নাম ০১৬০ িদব।

    আমিতো বললামই যে ০১৬০ চাপলে কিছু উঠবে না, কিন্তু এটা লিখতে হবে, লিখে Enter

    Level 3

    ভাই এইতা ভিস্তা তে কাজ করেনা।

Level 0

Alt+0160 চেপে এন্টার কিল্ক করলেও নিউ ফোল্ডার থেকেই যায়।সুদু আইকন ব্লাঙ্ক হয়।

    একটু অপেক্ষা করেন, আমি নাম ছাড়া ফোল্ডার তৈরী করে এর স্ক্রিনসট দিচ্ছি

Level 0

Not working…

Level 0

কাজ হচ্ছে না ।

windows 7 এ এটা কাজ করে না।

Level 0

আজ টেক্টিউন্স এ হলো কি?সব ফালতু টিউন দিয়ে ভরে গিয়েছে।

ব্রিটিশ আমলের পদ্ধতি।অনেক আগে থেকেই জানি।আমার এক্সপি তে এরকম অনেক ফোল্ডার করা আছে,

Level 0

Vai apnaray ki pagolay paisay………..

Level 0

j jai bolen na keno, eta windows 7 kaj kore na.

post করার আগে একটু search দিয়ে দেখবেন না। একই post এক মাসের মধ্যে বার বার।

Level 0

এটা 7 এ কাজ করে না । হুদাই সময় নষ্ট ।

এতো কষ্ট করে আপনাদের জন্য স্ক্রিন সট দিলাম তারপরও পারলেন না, আমি আর কি করতে পারি

Level 0

vai don't be dis-hearted… amar win7 e hoise..

na hoina win 7,thanks

ভাই ধন্যবাদ। ভাল একটি টিউন উপহার দেয়ার জন্য

Level 0

ভাই ধন্যবাদ। ভাল একটি টিউন উপহার দেয়ার জন্য